নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

না ফেরার জলোচ্ছাস

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৩


না ফেরার জলোচ্ছাস
জাহিদ মোস্তাফি


যদি আমি ভেসে যায় শ্রাবনের কোন এক বর্ষায়
যেমন ভাসে কৃষকের ধান-ক্ষেতে অসহায় কষ্টে,
যখন নির্বোধের মত কাক শালিকেরা মুখ গুজে অন্তরালে ,
যখন সবুজ পাতা গুলো মরমর শব্দে ভেসে যায়,
যখন হাসঁ কিংবা অসহায় মুরগ গুলো জলের ধারায় পাখা মেলে,
সবুজ প্রকৃতি ডুবে গেছে শ্রাবণ জলের আবরণে-
তখন আমারে যদি না পাও সেই শিমুল তলায় খুঁজে,
আর যদি বাঁশি না বাজে তোমার সেই সোনার পল্লীতে।

তাহলে ধরে নিও! মৃত্যু কেবল দোয়ারপাড় হয়ে আসিতেছে,
হয়তো সেদিন গাঙচিলেরা অধবা মাধবীলতারা জেগে উঠবে না,
একদিন সবই ছিন্ন হবে এই বাংলা এই পল্লী এই মাতৃভূমি,
কত শব্দ কানে বাজে চড়ুই পাখি আর ডাহুকের ডাক ;-
জানিনা আসবে কবে সে, জলধারায় ভাসিয়ে নিয়ে যাবে
তবে তখন কিন্তু তোমার দর্শন চাইবো! দেখবো তোমায় প্রাণভরে,
তমাল তমসায় ভাঁসিয়ে নিয়ে যাও তোমার প্রেম নগরীতে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

তপোবণ বলেছেন: বোধহয় আমরা নতুন জীবনানন্দ দাসকে পেলাম। কবিতায় ভাল লাগা রইল।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩

দুঃখী জাহিদ বলেছেন: চেষ্টা করলাম।অনেক ভালবাসা রইলো

২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৪

দুঃখী জাহিদ বলেছেন: ভালবাসা ও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.