নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুলে যাও বিশ্বের সব জাতি, ধর্ম, বর্ণের সকল ভেদা ভেদ! কেবল নিজের লক্ষ্য ও গন্তব্য ঠিক করে নাও!

দুঃখী জাহিদ

কবি এবং কবিতার জন্য মগ্ন এ মন।

দুঃখী জাহিদ › বিস্তারিত পোস্টঃ

কবিয়াল কৃষক

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২


কবিয়াল কৃষক
জাহিদ মোস্তাফি


আমি সাগর দেখেনি
দেখেনি কোন মহাসাগর
অরন্য জঙ্গলে কুহকের ডাক শুনিনি
ভেসে বেড়ানো পাখিদের মেলা দেখিনি।

আমি পল্লী গাঁয়ের এক চাষার ছেলে
বনু হরিণ দেখার সময় কোথায় বলো?
আমি দেখি! প্রতিনিয়ত দেখি!
লাঙলের ইশে কৃষকের কান্না
ডুবন্ত ধানে চোখের জলে স্বপ্ন মৃত্যু
আবার জেগে উঠার ভরসা দেখি।

তুমি সুন্দর খোঁজো আকাশের পাতালপুরে
আমি সুন্দর দেখি শিশির ভেজা সকালে
তুমি সংস্কৃতি খোঁজো রংমহলের দেয়ালে
আমি সংস্কৃতি দেখি কৃষকের কাদা মাখা হাঁটুজলে।

এক আমরণ ব্যথা বুকে বেঁধে আছে
কোথায় সেই রেনেসাঁর কবি ফররুখ?
কোথায় সেই পল্লী কবি জসীম?
আবার কখন পুঁথি সাহিত্যে বাজবে হৃদয়ে গান
আধুনিকতার ছোয়া নিয়ে দিবে আহবান!

আমার একদম ভাবনা নেই
পল্লী গাঁয়ের কৃষক ছেলেদের ভাবনা থাকতে নেই
এরা বুঝে মাটি এরা বুঝে মানুষ এরা বুঝে ধর্ম
এরা সাহিত্যের কি বুঝবে?

এই যে মাটি মানুষ ধর্ম ছাড়া সাহিত্য তোমার
ঠুনকো কাগজের ফুল! কি হবে এ দিয়ে?
ছুড়ে ফেলো এসব জড়তার খেলনা!

এসো সত্য সন্ধ্যানী! এসো আলোর দিকে
যে পথ দেখিয়েছে ভাষাবিজ্ঞানী ড.মুহাম্মদ শহিদুল্লাহ
যে আহবান দিয়েছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ
মিথ্যা কথার ফুলঝুড়ি নিয়ে আর কতদিন?
এসো কল্যাণের পথে! এসো গোঁড়ার দিকে।

তুমি কৃষকের মনের কথা বলো,
মানুষের কথা বলতে শিখো!
কি হবে এত বড় সাহিত্যিকে কিংবা প্রাবন্ধিকে চিনে? উষ্টে খাওয়া ভেজা বেড়াল!
যারা নিজের অস্তিত্ব সংকীর্ণতায় ভোগেছে?

নাকি পৃথিবীর এক আজম্ম পাপে তুমিই দূষিত হবে
অথবা নাম্বার বেশী পাওয়ার লোভে
শিক্ষকের অশালীন বাক্যগুলোই শুনে যাবে?

এই তোমার শিক্ষা! আমি ওসব বুঝবো না!
কৃষকের ছেলেদের এতসব বুঝতে নেই
এরাতো মূর্খ? গোঁড়ামী ধর্মকর্ম ছাড়া কি বুঝে?
তিনবেলা পেটভরে খাওয়া ছাড়া কি আছে ওদের?
এরা ডায়েট জানে? এরা সাহিত্য বুঝবে?

তোমার ডায়েট করা সাহিত্যে দুর্গন্ধ ছড়িয়েছে
তোমার নষ্ট কবিতা বিলাস নষ্ট করছে পৃথিবী আমার
তুমি নারী মদ নিয়ে মত্ত হয়ে আমার অঙ্গনে এসেছো
তুমি পাপী! তুমি নষ্ট করেছ আমার সোনার ফসলকে
হে পাপিষ্ঠ তুমি চলে যাও! দূর হও আমার অধিকার থেকে।

জেগে ওঠো তরুণ! জাগো রাখালী কিশোর
সিরাজুম মুনিরা তোমায় হাতছানি দিয়ে ডাকছে
পল্লীর মায়েরা সব আলো নিয়ে দাঁড়িয়ে আছে
নতুন অঙ্গনে রচনা কর! হও তুমি পুঁথিরাজ
এ যে তোমার, তুমিও যে তার!

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে +

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

দুঃখী জাহিদ বলেছেন: ভালবাসা অফুরান

২| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৯

বেনামি মানুষ বলেছেন: সবসময় কবিতাই লিখে মনের ভাব প্রকাশ করতে হবে এমনটা না, আপনার লেখাতে আমি কবিতার কিছুই খুঁজে পাইনি।
গদ্যে, প্রবন্ধাকারে লিখলে বেশ হতো।

থিম টা সুন্দর ছিলো।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:০০

দুঃখী জাহিদ বলেছেন: সুপরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ,তবে মনের ভাব প্রকাশ করার অনেক মাধ্যম থাকে,আমি কবিতাকেই বেঁচে নিলাম ।

৩| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই। মুগ্ধতা রইল।

শুভকামনা কবি'র জন্য।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:০১

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

amihasan বলেছেন: অসাধারন...ভাই। খুবই ভালো হয়েছে।
মন্ত্রমুগ্ধের মত পড়লাম।
একটা অনুরোধ ভাই...কবিতাটি কি আমি শেয়ার করতে পারি?

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১:০০

দুঃখী জাহিদ বলেছেন: অবশ্যই ,অনুমতি দেওয়া হলো

৫| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২০

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে +

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৬| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৫

ধ্রুবক আলো বলেছেন: প্রতিটা কথাই দারুন।

তোমার ডায়েট করা সাহিত্যে দুর্গন্ধ ছড়িয়েছে
তোমার নষ্ট কবিতা বিলাস নষ্ট করছে পৃথিবী আমার
তুমি নারী মদ নিয়ে মত্ত হয়ে আমার অঙ্গনে এসেছো
তুমি পাপী! তুমি নষ্ট করেছ আমার সোনার ফসলকে
হে পাপিষ্ঠ তুমি চলে যাও! দূর হও আমার অধিকার থেকে।

৭| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

সুমন কর বলেছেন: একটু বড় হয়ে গেছে তবে ভালো লিখেছেন।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৬

দুঃখী জাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.