নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের কয়েকটি দামি রাস্তা

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮


ঘরে ফিরতে রাস্তা লাগে। কিন্তু সব রাস্তাই এক নয়। কখনো কখনো রাস্তাই হয়ে দাঁড়ায় ইতিহাসের স্বাক্ষী। আবার কখনো একটা রাস্তার নামে পরিচয় হয় একটা শহর একটা এলাকা।


লন্ডনের কেনসিংটন প্যালেস গার্ডেন।

ফ্রান্সর প্যারিস অ্যাভিনিউ মোন্তাইন

ইতালির রোম ভায়া ভেনেটো

নিউইয়ের্ক ফিফথ অ্যাভিনিউ

জার্মানির বার্লিন কুরফুরস্টডাম

মস্কোর ওস্টোজেনেকা

নেদারল্যান্ডের আমস্টারজাম

সিঙ্গাপুর প্যাটেরসন হিল

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ইতালির রোমের রাস্তাটা সবচেয়ে অভিজাত মনে হলো।

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

জল ও ছবি বলেছেন: ঢাকার রাস্তার চাইতেও কি অভিজাত !

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ফেরদৌসা রুহী বলেছেন: রোমের রাস্তা দেখে তো আমার হাটার ইচ্ছে হচ্ছে।

রাস্তা আছে তাদের কিন্তু মানুষ নাই হাটার। আর আমাদের মানুষ আছে, রাস্তা নেই।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

জল ও ছবি বলেছেন: ঠিক বলেছেন

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

গেম চেঞ্জার বলেছেন: ঢাকা?

হাঃ হাঃ :-0

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

জল ও ছবি বলেছেন: হাঃহাঃ ঢাকা কেন, ছিঃছিঃ ঢাকা নয় কেন

৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

গেম চেঞ্জার বলেছেন: হাজার হোক নিজের শহর। নিজেই ছিঃ ছিঃ বলতে পারি না। আবার আকাশেও তুলতে পারি না।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জল ও ছবি বলেছেন: আমাদের সমস্যা এটাই নিজের সন্তান চোর জেনেও তাকে সাধু মনেকরি

৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা রেখে গেলাম,শুভকামনা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.