নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগের সাথে আমার পথচলা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২


২০১৫ সালের ফেব্রুয়ারী মাস।
এই দিন থেকেইই আমি যুক্ত হয়েছি সামহোয়্যারইন ব্লগের সাথে।শুরু হয় এই ব্লগের সাথে পথচলা।পথচলার ৪ বছর পূর্ণ হলো আজ।
ফেসবুকে অল্প লেখালেখি করতাম তখন।কিন্তু তৃপ্তি হতোনা।তখন ফেসবুকে ছিলো লাইক ব্যাক ট্রেন্ড!!
যাদের জন্যে লিখতাম তারা সেই লেখা পড়তো কিনা তাতেই সন্দেহ আছে আমার।শুধু লাইক দেখে বুঝতাম না কিছুই।ব্রেইন কাজে লাগিয়ে পরিশ্রম করে যে লিখাটা লিখতাম সেটা পড়ার মানুষ না থাকলে খারাপ লাগাটাই স্বাভাবিক।
তখন থেকেই ভাবতাম যে কোথায় লিখলে মানুষ পড়বে,মন্তব্য করবে আর ভালো লেখার জন্যে উৎসাহিত করবে।
ব্লগে লিখার আইডিয়াটা আসে ওখান থেকেই।
গুগলে সার্চ দিলাম।সবার উপরেই ছিলো সামহোয়্যারইন ব্লগের নামটাই।
যুক্ত হলাম ব্লগটির সাথে।
প্রথম মন্তব্যটি আমি পেয়েছিলাম শায়মা আপুর কাছ থেকে।উনার লেখাগুলো পড়লাম। ভালো লাগার সাথে উৎসাহও যোগ হলো।এরপর একে একে চাঁদগাজী ভাইয়া,প্রামািনিক ভাইয়া,সচেতনহ্যাপী আপু,এহসান সাবির ভাইয়া এসব মানুষগুলোর লেখা পড়লাম।তাদের লিখনি,চিন্তা উৎসাহের মাত্রা বাড়িয়ে দিলো।

তবে এই ৪ বছরেও আমার পোষ্টের সংখ্যা মাত্র ৩২ টি।কারণ লিখার চেয়ে পড়ার প্রতিই আমার আগ্রহ বেশী।ছোট থেকেই বইপোকা আমি।এখনো অবিরাম পড়েই চলেছি।পড়ার আলোকে লিখার চেষ্টা করি।
যদিও ইদানিং মনে হচ্ছে মগজে মরিচা পড়ে গেছে।লিখার কোনো আইডিয়াই আসেনা।

ব্লগের সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে কতোজন আমার লিখাটি পড়েছে সেটা বুঝা যায়।যদিও আমার দুইটি লেখা বাদে কোনোটাই ২০০ ভিউ ছাড়াইনি।
কারণটা জানি আমি।মূলত তথ্যবহুল লিখাই মানুষ পড়ে বেশী।আর আমি যেটা লিখি সেটাতে তথ্য তেমন থাকেইনা।মাথাই যখন যেটার আইডিয়া আসে তখন সেটাই লিখি।মূলত ভালো লাগার জায়গা থেকেই লিখি আমি।
সম্মানিত সিনিয়র ব্লগার যাদের চোখে আমার এই লেখাটি পড়বেন তারা দয়া করে আমার এবং আমার লিখার জন্যে কার্যকরী হবে এমন যেকোন টিপস দিলে কৃতার্থ হবো।

উপসংহারে সামহোয়্যারইন ব্লগকে ধন্যবাদ আমাকে এই বিশাল পরিবারের একজন হিসাবে গ্রহন করার জন্যে।ধন্যবাদ সেই মানুষগুলোকে যারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন।
ভালো থাকুক ভালো লাগার মানুষগুলো।অটুট থাকুক লিখনীর এই বন্ধন।♥♥

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: চার বছরের অভিনন্দন :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অভিনন্দন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনি কি এখনো প্রবাসে? যেই দেশে আছেন, সেখানকার জীবন, সংস্কৃতি, মানুষের কর্মজীবন, বাংগালীদের অবস্হা, পড়ালেখা, শ্রমিকদের জীবন নিয়ে লিখুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: কিছু কিছু লিখা সেইসব বিষয় নিয়েই লিখেছি।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শুভকামনা। নিয়মিত লিখতে থাকুন..

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

নজসু বলেছেন:




শুভ ব্লগিং। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ। ♥

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়ুন এবং প্রচুর লিখুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: পড়ি তো প্রচুর।ছোট থেকেই নেশা হয়ে গেছে পড়াটা।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

ভুয়া মফিজ বলেছেন: তথ্যবহুল লেখা হচ্ছে গুরুপাক। ওগুলো মানুষ বেশী পড়ে বলে মনে হয় না।
আমার ধারনা, লঘুপাকের লেখা মানুষ বেশী পড়ে।

যাই লিখবেন, সহজ-সরল কিন্তু সবল ভাষায় লিখুন। পাঠকরা যেন রিলেট করতে পারে......মাথার উপর দিয়ে যেন না যায়, আরকি!! :)
আর বানানের ব্যাপারে এক্সটা যত্ন নিন। একটা চমৎকার লেখার আবেদনও নষ্ট করে দেয় ভুল বানান।

সবই আমার আমার ভুয়া মাথা থেকে বের হওয়া! গ্রহন-বর্জন একান্তই আপনার ব্যক্তিগত!! ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালো পরামর্শ হিসেবেই গ্রহন করলাম।চেষ্টা করবো মেনে চলার।ধন্যবাদ পরামর্শের জন্যে।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

ভুয়া মফিজ বলেছেন: ও, বলতে ভুলে গিয়েছি। দাড়ি-র পরে নতুন বাক্যের শুরুতে একটা স্পেস দিয়েন। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: এটা খেয়াল করিনি। ধন্যবাদ ভাই ভুল সংশোধন করে দেওয়ার জন্যে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।


পথচলা হোক মসৃণ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমেই চার বর্ষপূর্তির শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

লেখার ব্যাপারে বলবো, যে বিষয়ে লিখবেন বলে মনস্থির করেছেন, তার সাথে সংশ্লিষ্ট এবং সামঞ্জস্যপূর্ণ তথ্য উপাত্ত অন্তর্জাল থেকে জেনে নিন। লেখাটির একটি ছক কষে নিন, কিভাবে শুরু করবেন, কোন কোন বিষয়ে আলোকপাত করবেন, কতটি পয়েন্টে লিখবেন এগুলো সাজিয়ে নিন। প্রথমে লেখাটি ড্রাফট করুন, কয়েকবার নিজে পড়ে দেখে নিন। এরপর প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করে ফাইনাল লেখাটি পোস্ট করেন। আর হ্যাঁ, পাঠকের সমালোচনাগুলো পজেটিভলি নিয়ে সেই বিষয়গুলোতে কাজ করবেন নিয়মিত।

ভাল থাকুন সবসময়। হ্যাপি ব্লগিং।

২৯ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:৪৫

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ ভাইয়া মূল্যবান পরামর্শের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.