নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

প্রেম সমাচার - ১

১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫




একটা মেয়ের জীবনে তার প্রথম ভালোবাসা অনেক বেশী গুরুত্ব বহন করে।
সেই ভালোবাসার জন্যে মেয়েটা সবকিছুই করতে পারে।নিজের সাধ্যের মধ্যে ভালোবাসার মানুষটার জন্যে সবকিছু করে।
ভালোবাসার জন্যে সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকার করে।নিজের বাবা-মার বিরুদ্ধে দাড়াতেও পিছপা হয়না!
যেকোনো মেয়ের সেই প্রথম ভালোবাসার মানুষ হতে পারা ছেলেটা ভাগ্যবান।অনেক বেশী ভাগ্যবান।ছেলেটার ছোট থেকে বড়ো সব উইশ মেয়েটার কাছে অবশ্য পালনীয় বিষয়বস্তু বনে যায়।
ওই প্রথম সম্পর্কের ক্ষেত্রে ছেলেটা যদি এক পা এগোই তো মেয়েটা এগোই দশপা।

এতোকিছুর পরেও যে ছেলেটা মেয়েটার হাত ছেড়ে দেই সে অনেক বড়ো হতভাগা।শরীর,সামান্য ক্ষনের ভালোবাসা পেয়ে ভাবে সব পেয়েছি।আর পাওয়ার কিছুই নেই!
কিন্তু যদি এটা জানতে যে মেয়েটা তার জন্যে সারাজীবন কি কি করতে পারতো তাহলে হয়তো মেয়েটার হাতটা ছাড়তে ১০০ বার চিন্তা করতো।
হতভাগা তখুনি না হোক ভবিষ্যতের কোনো সময় ঠিকি আফসোস করবে!
করবেই!!

এরপর আছে কিছু দুর্ভাগা!মেয়েটার পরবর্তী ভালোবাসার মানুষ!
যদিও প্রথম ভালোবাসার ঘোর হতে বের হতে না পারা মেয়েটার কাছে এই সম্পর্কের সংজ্ঞা একটু ঘোরালো-প্যাঁচালো টাইপের হয়।
নির্দিষ্ট কোন সংজ্ঞা থাকেনা এই সম্পর্কের।চাইলে এটাকে আপনি এটাকে ভালো আশা কিংবা ভালোবাসার মাঝখানের কিছু একটা ভাবতে পারেন।

মেয়েটার সাথে এই দুর্ভাগার সময় কাটে "সম্পর্কে কি যেনো নেই " টাইপের চিন্তা করতে করতে!
কিন্তু কি যে নেই সেটা ভাবতে ভাবতেই হয় ব্রেকাপ নইতো তুমুল ঝগড়া!
এই সম্পর্কের স্থায়ীত্ব সাধারণত খুবি সামান্য।কারণ এই সম্পর্কের ক্ষেত্রে মেয়েদের ডেডিকেশন থাকে খুবি সামান্য।আর দুর্ভাগা ছেলেটা তো বুঝেই উঠতে পারেনা যে সে আসলে করছেটা কি!!

এরপর আছে মোটামুটি টাইপের সৌভাগ্যবান মানুষগুলো।
মেয়েটার পরবর্তী প্রেম।এই প্রেমের ক্ষেত্রে সাধারণত মেয়েরা প্রথম প্রেমের বিরহ অনেকাংশেই কাটিয়ে উঠে।যার কারণে এই পর্যায়ের প্রেমিকরা মোটামুটি লেভেলের সৌভাগ্যবান হয়।
যদিও সেটা প্রথম ভালোবাসার তুলনায় কিছুনা।
তবুও মোটামুটি পাওয়া না পাওয়ার দোলাচলে চলে যায়।

যতোটুকু বুঝলাম ততোটুকু আইডিয়া থেকে লিখা।
এটাকে আপনি সিরিয়াস কিংবা ফান যেকোন ক্যাটাগরিতে ফেলতে পারেন!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

নেওয়াজ আলি বলেছেন: দারুণ । ভালো থাকুন।

১৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৩২

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ।শুভকামনা!

২| ১৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রথমবারের ব্যাপারটা একটু শক্তিশালী হয়।

১৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৩২

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: জ্বি!তবে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটি একটু বেশীই শক্তিশালী হয়!ধন্যবাদ!

৩| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ফান হিসেবেই নিলাম।

১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৩০

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.