নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

চট্গ্রামের সীতাকুন্ড বিএম কেমিক্যাল প্ল্যান্টে অগ্নিকান্ড এবং বিস্ফোরণ

০৫ ই জুন, ২০২২ রাত ২:২৫



চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বিএম কেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডের পর বিকট বিস্ফোরণে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে ৬ কি.মি ব্যাপী এরিয়া। চট্টগ্রাম মেডিক্যাল এবং আশেপাশের হাসপাতাল গুলো আহত মানুষে ভর্তি হয়ে গেছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ রাত ২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আহার!

২| ০৫ ই জুন, ২০২২ রাত ৩:০০

সোনাগাজী বলেছেন:



কখন ঘটনা ঘটেছে, তখন কি কাজ চলছিলো?

০৫ ই জুন, ২০২২ সকাল ১১:৫৯

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: যতোটুকু জানতে পেরেছি শুধু রক্ষণাবেক্ষণের জন্যে কয়েকজন ছিলো। আর ছিলো নৈশ প্রহরী। কিন্তু প্রথমে যেহেতু শুধু আগুনের সূত্রপাত ঘটে, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছাই। আগ্রহী এলাকাবাসীও এগিয়ে আসে। আর এর পরেই হাইড্রোজেন পার-অক্সাইড ভর্তি ১টি বা ২টি কন্টেইনারে বিস্ফোরণ ঘটে। যার ফলে আশেপাশের ৬কিমি এলাকা প্রকম্পিত হয়ে উঠে। মূলত ওই বিস্ফোরণের কারণেই ক্ষয়-ক্ষতি এবং হতাহতের সংখ্যা বেড়ে গেছে।

৩| ০৫ ই জুন, ২০২২ ভোর ৪:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
যা জানা গেল। এই বিস্ফোরণটি এত প্রচন্ড ছিল যে সকওয়েভ প্রায় ৫ কিলোমিটার দূর অতিক্রম করে কম্পিনে আশেপাশের অনেকের ঘরবাড়ি জানালার গ্লাস পর্যন্ত ভেঙে গেছে, আগুন নিভাতে যাওয়া এলাকার প্রায় শতাধিক ডিপো কর্মি ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ সবাই আগুনে ঝলসে গেছে। এবং হতাহত অগনিত।
চট্টগ্রাম হাসপাতালে হতাহতের দীর্ঘ সারি। চট্রগ্রামে বেসকারি ক্লিনিকের ডাক্তার নার্স সবাইকে চট্টগ্রাম মেডিকেলে চলে আসতে বলা হয়েছে।

৪| ০৫ ই জুন, ২০২২ সকাল ৯:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তদন্তে প্রমানিত দায়ীদের কিছু হয়না এজন্য সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করেনা যার কারনে বার বার দূর্ঘটনা হচ্ছে।

০৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০১

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: সর্ষের ভিতরেই ভূত লুকিয়ে থাকে এই বাংলাদেশে!

৫| ০৫ ই জুন, ২০২২ সকাল ১০:১৮

জ্যাকেল বলেছেন: আমাদের দেশ না হয়ে আজ যদি ফ্রান্স কিংবা ইতালির কোন শহরে এই ঘটনা ঘটত তবে মিডিয়ার সাড়া পাওয়া যেত। এখন হবে না কারণ আমাদের হসাড়ুয়া লোকজন কেহই নিজ নিজ দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে চাহে না।

০৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: মিডিয়ার সাড়া পাওয়া গেলেও কি হবে!!! কয়েকদিন সরগরম থাকবে ; প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির বার্তা আসবে! এরপর যাহা লাউ তাহাই কদু!

৬| ০৫ ই জুন, ২০২২ সকাল ১১:১৩

শাহ আজিজ বলেছেন: আপাতত লোকাল টি ভি ই ভরসা । ২১ জন মারা গেছে , আহত ২০০ র উপরে । আরও কিছু তথ্য থাকলে যোগ করুন ।

০৫ ই জুন, ২০২২ দুপুর ১২:২৩

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আগুন এখনো জ্বলতেছে এবং থেমে বিস্ফোরণও হচ্ছে। সেনাবাহিনীর বিশেষ ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রন চেষ্টার জন্যে। কেমিক্যাল পার্শ্ববর্তী খালের পানির সাথে মিশে যাওয়ার কারণে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন পরিবেশবিদরা। খালের মাধ্যমে যাতে এই কেমিক্যাল মিশ্রিত পানি বঙ্গোপসাগরে না পৌঁছাই এখন সেই চেষ্টা করাটাও জরুরী হয়ে উঠেছে।

৭| ০৫ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পুরা চট্টগ্রাম মেডিকেল কলেজে হতাহতরা ভর্তি। ৪০ এর মতো মারা যাবে ধারণা করা হচ্ছে।

৮| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: প্রচন্ড দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.