নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতা: ছোট কাননের স্বপ্নকুসুম

২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ২:০২

ছোট ছিলাম, এখনও ‘ছোট’ই আছি।
বয়স যদিও অনেক হলো-
তবুও ভাবি,
বুড়ো হতে এখনো তো কিছুটা বাকি।

ছোট থেকেই শেখানো হয়েছে, কিংবা-
নিজেই শিখেছি, অনুভব করেছি,
বড় হওয়ার ব্যাপারটা ললাট লিখন।
সবাই বড় হতে পারে না।

সেই থেকে ছোট হয়েই আছি, থাকি।
কিন্তু হতচ্ছাড়া স্বপ্নগুলো
আমাকে নিত্যনতুন আহ্বান জানিয়ে যায়,
বড় হবার মত একটা কিছু করে ফেলার!


ঢাকা
২৫ মার্চ ২০২৩

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ২:২৭

নজসু বলেছেন:



মানুষ তার আশার সমান সুন্দর ও বিশ্বাসের সমান বড় হতে পারে।
প্রত্যেকের হৃদয়ে একজন সুন্দর প্রকৃত মানুষ বসবাস করে।
এই কবিতাটা সেই সুন্দর মানুষের রচনা।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩১

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই এত সুন্দর একটি মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। মন্তব্যটাও একজন সুন্দর মনের মানুষের রচনা।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
বয়স যদিও অনেক হলো- তবুও ভাবি, বুড়ো হতে এখনো তো কিছুটা বাকি।
প্রাণের কথা বলেছে আপনি।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: তাই? ঐকমত্যে প্রাণিত ও মুগ্ধ হ'লাম।
ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম।

তাই বুঝি কবি বলেছেন,
"বড় যদি হতে চাও ছোট হও তবে"?

তা প্রিয় ভাই, শরীর ভালো আছে?

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আসসালাম!
"বড় যদি হতে চাও ছোট হও তবে" - ছোটই তো আছি, ছিলাম। ছোট থাকাতে কোন আপত্তি নেই, অনুশোচনাও নেই। তবে মাঝে মাঝে কেন যেন কোন অলীক স্বপ্ন ঘুমের মাঝে বলে যায়, বড় হবার সময় এখনো ফুরিয়ে যায় নি। সেই ভাবনা থেকেই এ কবিতা।
আলহামদুলিল্লাহ, শরীর ভালো আছে। যতটুকু ভালো, এতেই খুশি।
আপনি অনেকদিন পর ব্লগে উদয় হলেন। এতদিন কোথায়, কেমন ছিলেন?

৪| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৩

শেরজা তপন বলেছেন: সেই থেকে ছোট হয়েই আছি, থাকি।
কিন্তু হতচ্ছাড়া স্বপ্নগুলো
আমাকে নিত্যনতুন আহ্বান জানিয়ে যায়,
বড় হবার মত একটা কিছু করে ফেলার!


~ আহা শেষের চার লাইন তো জবরদস্ত!!

২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: আহা শেষের চার লাইন তো জবরদস্ত!! - আহা, মাত্র ছয়টা শব্দ কতটাই না প্রেরণা যুগিয়ে গেল!
কবিতা থেকে উদ্ধৃতি এবং প্লাসে প্রীত ও প্রাণিত। অশেষ ধন্যবাদ এবং শুভকামনা!

৫| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:৩০

শায়মা বলেছেন: মানুষের মন মনে হয় ছোটই থেকে যায় কখনই বুড়ো হয়না ভাইয়া।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর একটা কথা বললেন, অনেক ধন্যবাদ!
আমারও ঠিক তাই মনে হয়। সব বুড়ো বুড়িদের মনের মাঝে একটা শিশু বাস করে।

৭| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৩:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



কোন কবিই নন প্রৌঢ়
নীজ অনুভুতি মিশ্রনে রচিত কবিতার
প্রতিটি চড়নই এনে দেয় তাকে সজীবতা
তিনি কভু নন নীজের কাছে বয়োবৃদ্ধ।
এ জীবনে যতটুকু দিয়েছেন সেসবই অনেক বড়
বুড়ো কাল আসতে এখনো অনেকটা বাকি
কবি মন চির সবুজ চির নবীন
এটাই শ্বাসত সত্য ।

নতুন যুগের শ্যাওলায় ঢেকে রাখা স্মৃতি
আপনার মতামত অভিজ্ঞতার আগুনে পোড়া
আপনার অতোশোয়ক্তি নিয়ে যা কিছুই বলুন না কেন
পকৃত বড় হওয়ার ইচ্ছা একটি জীবনবোধক অভিলাষ
আমরা সকলই যা হৃদয়ে পোষন করে রেখেছি ।

বড় হওয়ার এ অভিলাষ কবির আত্মায় বসন্ত
যা তাঁর নৈতিক দৃষ্টিকোণ করে সমৃদ্ধ
আমিও আপনার সাথে বড় হতে চাই
আমি আপনার সাথে সম্মানের সাথে আচরণ করতে চাই
দুজনে, হয়তবা আমিই বালসুলভ মন্তব্য চালাচালি করব
জনান্তিকে বলি এ কালে এসে নীজের অগোচরেই
আপনি একজন প্রকৃত বড় মানুষ হয়ে উঠেছেন ।

জীবন বোধক কবিতাটি খুবই ভাল লেগেছে
কবিতার শিরোনাম যতার্থ হয়েছে ।

শুভেচ্ছা রইল

২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: "তিনি কভু নন নীজের কাছে বয়োবৃদ্ধ" - জ্বী, ঠিক বলেছেন। অন্ততঃ আমার ক্ষেত্রে এ কথাটা সত্য।
"কবি মন চির সবুজ চির নবীন এটাই শ্বাসত সত্য" - বাহ, সুন্দর বলেছেন। একমত।
"আপনার মতামত অভিজ্ঞতার আগুনে পোড়া" - অনেক ধন্যবাদ, প্রীত ও প্রাণিত হ'লাম।
"জনান্তিকে বলি এ কালে এসে নীজের অগোচরেই
আপনি একজন প্রকৃত বড় মানুষ হয়ে উঠেছেন"
- বাকরুদ্ধ!
কবিতার শিরোনাম সম্পর্কে আপনার মূল্যায়ন প্রেরণা যুগিয়ে গেল!
চোখের কষ্ট নিয়েও এত বড় একটা মন্তব্য এখানে রেখে গিয়ে যে উদারতার স্বাক্ষর রেখে গেলেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর!

৮| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৪৩

জটিল ভাই বলেছেন:
অসাধারণ প্রতিউত্তর মন ছুঁয়ে গেলো প্রিয় ভাই। আমরাও আলহাম্দুলিল্লাহ্ মুটামুটি আছি।
দোয়ার দরখাস্ত রইলো।

২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন। দোয়া এবং শুভকামনা নিরন্তর।

৯| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:০০

ডার্ক ম্যান বলেছেন: এই বড় হওয়াটা কি সেটা মাথায় ঢুকে না।
তবে একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি সেটা হলো সবকিছু আল্লাহর হুকুমে হয়।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: আপনার বিশ্বাসটা ঠিক আছে।

১১| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৪৪

সোহানী বলেছেন: বড় হতে চাই না, প্যারাও নিতেও চাই না.............. :-B

২৮ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: "বড় হতে চাই না, প্যারাও নিতেও চাই না" - আমিও।
সে জন্যেই তো আমিও আজীবন 'ছোট'ই থেকে গেলাম! :)

ইংরেজীতে একটা কথা আছে, "the higher they go, the harder they fall."
l am afraid of heights.

১২| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১০

রানার ব্লগ বলেছেন: বাড়ে তো কেবল শরীর মন কি বাড়ে? বাড়ে না ! মন সেই শৈশবের ভিটার কান্দিতে দাঁড়িয়ে দক্ষিনা বাতাসে জিব বের করে হা করে দাঁড়িয়ে থাকার মতোই ।

২৮ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: ভালো বলেছেন।

১৩| ২৭ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০১

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: আপনি অনেকদিন পর ব্লগে উদয় হলেন। এতদিন কোথায়, কেমন ছিলেন?

প্রিয় ভাই, যেখানেই ছিলাম বা আছি আপনাদের দোয়ায় মুটামুটি ভালোই আছি আলহাম্দুলিল্লাহ্। দোয়ার দরখাস্ত রইলো।

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: পুনঃমন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: কয়েকটি পংক্তি মালায় যথার্থ কবি‌ মনের সারবত্তা তুলে ধরেছেন স্যার।যাকে বলা যায় ছোট্ট কাব্যে নির্যাস মনের আত্মকথন তুলে ধরেছেন। ড. আলী ভাইয়ের কমেন্টটি ভীষণ প্রসঙ্গিক হয়েছে।

রমজানের শুভেচ্ছা স্যার আপনাকে।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য এবং রমজানের শুভেচ্ছার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার জন্যেও রমজানুল মুবারকের শুভকামনা!
ডঃ এম এ আলী এর প্রেরণাদায়ক মন্তব্যটি পড়ে আমি সত্যিই অভিভূত হয়েছি।

১৫| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৪

ইসিয়াক বলেছেন:





"বড় হওয়ার ব্যাপারটা ললাট লিখন।
সবাই বড় হতে পারে না।"

কবিতায় ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।

২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: পোস্ট থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও প্রাণিত হ'লাম।
আপনিও আরো বেশি করে কবিতা লিখুন। আপনার কবিতাও আমার ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.