নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ভাইয়ের ঘরে বোন আসিবে

২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

শুভ মনে শুভ চেয়ে শুভকাঙ্খী হয়ে

দু 'চারটি সত্য কথা বলেছি গো বলে

কেন যে অভিমানী ওগো ভুল বুঝে মোরে

ভাসো গো তুমি আপন চোখের জলে?



তোমার সাথে তো হয়নি গো দেখা

হয়তো হবে না গো আর কোন দিন

কি লাভ বলো গো ক্ষণিক চলার পথে

হৃদয়ে তোমার বাজিয়ে দুঃখের বীণ?



নয়রে তিরিষ্কার নয়, শুনরে অভিমানী

এ যে ছিল স্নেহ শিক্ত এক ভাইয়ে শুভ বানী

ভুল বুঝে দুঃখ পাও কেন গো ফুলের রানী

গোলাপের হৃদয়ে ফুটাও গো কেন বেদনার গ্লানী?



এসেছি গো মরু পথে এই বাগিচা্য় আমরা ক'জন মালী

শব্দে ছন্দে কথার পিঠে সাজাই কথার ঢালী

দেখি যদি সেথা কভু ছেঁড়া কাথা, ছেঁড়া কোন শাড়ী

মনের সুখে নিজের থেকে দিই গো তালি জুড়ী।





বোন ভেবে হায় একটুখানি বকেছি গো বলে

তিতা মিঠা নোনা কাব্যে কেমন আঘাত দিলে

স্নেহ কাব্য কাঁঠায় বিঁধে গোলাপ ঝড়ে জলে

সরষে ফুলের হলুদ মাঠে আগুন আজি জ্বলে।



শুভ মনে শুভ চেয়ে দু'টি তিক্ত সত্য বলেছি বলে

আর একটু রসিকতা ও করেছি গো রসের ছলে

নিন্দুক বলে তাই অভিযোগ করো কড়ে আঙ্গুল তুলে

ফুলের বদলে জুটে শুধু কাঁঠা অভাগার ভাঙ্গা কপালে।



পথ চলতে পথে, পথ ভুলে যদি চলো বিপথে

পথের দিশা দেখিয়ে দিলে রাগিবে কি তার সাথে?

জানি গো তোমার হৃদয় স্পর্শকাতর ঝড়া ফুল প্রাতে

ভাঙ্গো তোমার মান-অভিমান, আমার দুঃখের রাতে।



সাজিয়াছি আঙিনা মোর ফুলে- শিউলি চম্পা জবা

ফুলের রানী ওগো , ফেলো তোমার আলতা রাঙা পা

ফুলের কাব্যে ভরিয়ে দেবো তোমার হৃদয়খানি

ভাইয়ের ঘরে বোন আসিবে, লজ্জা কিসের শুনি?



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৫

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লেগেছে।
কবিতায় অনেক ভাল লাগা রেখে গেলাম।
শুভ কামনা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে জেনে এত ভাল লাগলো..................
আপনাকে ও সশুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.