নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মুক্তোর দুল হয়ে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

একটু আবেগ

একটু সোহাগ

আর একটু অনুরাগ

নক্ষত্রের আলো হয়ে জ্বলে,

তুষের অনলে বিরহে

পুঁড়ে যাওয়া ছাইয়ের নীচে ;

মুক্তো যেমন

খোলের ভিতরে

বেড়ে উঠে ঝিনুকের শরীরে

দিনে দিনে প্রতিদিন

একটু একটু করে

একটু স্পর্শে

একটু সুরসুরি

একটু কাতর অনুভূতি

রূপালী রস ক্ষরণ

হৃদয়ের পরতে পরতে

বেদনার নীল রস জমে

হয়ে যায় রূপের পাথর ;







আমার ও হৃদয়ে

পাজরের ভিতরে

অবিরত রক্ত ক্ষরে

বেদনার নীলে

বিরহের জলে

শিক্ত হতে হতে হতে

মধুর অনুরাগে

দিনে দিনে বেড়ে উঠে

রূপালী একটি নীল পাথর ;







আমার ও ইচ্ছে করে

কারো সোনার কণ্ঠহারে

মুক্তোর ফুল হয়ে ঝুলতে

অথবা দোলতে

কারো সোনার কানে

মুক্তোর দুল হয়ে

দোলে দোলে দোলে

দোলতে ভাল লাগে

মায়াবী দোলনায়

স্বপ্ন সোহাগ অনুরাগে

অনেক অনেক ভালবেসে।





=====================

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: শিক্ত হতে হতে হতে
মধুর অনুরাগে
দিনে দিনে বেড়ে উঠে
রূপালী একটি নীল পাথর

ভালো লাগা ভাই। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

এম এ কাশেম বলেছেন:

ভাল তো
ভাল যখন লাগে
তখন সবই লাগে ভাল ,
নীল পাথর , কালো পাথর , সব পাথর
পাথরে পাথরে ঘর্ষণে আগুন জ্বলুক এবার।

অনেক শুভেচ্ছা রু.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.