নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু বিলাস

১৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৪৭

________________________________________



নীরব ভালবাসার গুমোট চিৎকার
ঝল্‌সে উঠে যদি একবার
ওগো -একবার এই দেহে , এই রক্তে-
রক্তের অন্দরে উষ্ণ আবর্তে
তোমার সোহাগী কোমল পরশে
সুখদ শিহরণে শীৎকারে ;


শতবার মরবো ওগো -মরবো
দু’টি ডানার ঝাপটায় পরস্পরে
পূর্ণিমার তারা ভরা রাতে
আকাশ ছায়া ফেলে
টল-মল জল সরোবরে
জলের ভিতরে জলে
সাতাঁর কেটে কেটে যেতে
আহা পাশা-পাশি পূর্ণিমার রাতে
জলের নরোম শরীরে সাতাঁর কেটে-কেটে যেতে
তোমার হলুদ ঠোঁটে ঠোঁট পুরে
স্বর্গ – মর্ত্য ভুলে
রঙ-ধনু পেখম মেলে
তোমার পুচ্ছের ‘পরে পুচ্ছে
নৃত্য-রতা ময়ুর নাচের ঝংকার তোলে
আমার নাও চলে উজানে
তোমার উজান নদীর ঢেউয়ের মিছিলে
তালে-তালে-তালে
পালেতে বাতাস লেগে চলে উজানে
উজানে-জোয়ারে জলে
জলের শরীরে জল নাচে আহা
তরঙ্গের ঝড় উঠে তোমার নিতম্বে ,
জীবন-বৃক্ষের উষ্ণ আতা ফল দু’টো তব
সোহাগী হাতের মুঠোয় সুনিপুন সম্ভোগে
তোমারই পৃথিবীতে থাকবো ঝুলে - ওগো-
তোমারই পৃথিবীতে থাকবো ঝুলে
জোয়ারের জলে ছিপ ফেলে শুয়ে রবো
ভাটির নদীর পলি উর্বরা সোনালী চরে
হংস মৈথুন শেষে শ্রান্তির পরম উল্লাসের আয়েশে ;


মৃত্যু ?
আহা মৃত্যু !
আমৃত্যু বিলাস আমার ওগো – মরতে
একবার-শতবার-হাজার বার
তোমারই বুকে মাথা পেতে
সোহাগী গুল্মের আদুরে বাহুডোরে
হৃদয়ের উষ্ণ উত্তাপে
সুখে-স্বপ্নে- ঘুমে মৈথুনের আয়েশে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৪

বাউল আলমগী সরকার বলেছেন: অনেক অভিনন্দন দাদা

১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ ভাই
শুভেচ্ছা নেবেন।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: মৃত্যু ?
আহা মৃত্যু !


ভালো লাগা।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

এম এ কাশেম বলেছেন: হ্যাঁ,
এমন মৃত্যু কার না ভাল লাগে,

শুভেচ্ছা নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.