নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

হাজার বছর ঋণী

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০২



যাপিত জীবনে কত বিচিত্র সংলাপ
পছন্দ হলে তবে তোমার মুখে হাসি ফুটে
গা ঘেষে বসে সোনার সোহাগে দাও
গন্ধমের রসে সিক্ত বুকের উষ্ণ উত্তাপ,
তোমার রসাল ঠোঁটে ফুটে কথার খৈ
নীলিমার নীলে শূন্যতার শূন্য পটে স্বপ্ন আঁকো ,
স্বপ্নে দেখো - স্বপ্নে দেখাও সোহাগ রঙিন হৃদয়
রংধনুর সাত রঙে মাখা সুবাসিত অলৌকিক গোলাপ;


গোলাপের পাঁপড়িতে কোমল সৌন্দর্য শোভা
মাতাল মাদকে সুগন্ধ সুবাসে মাখা
বৃন্তে বিষ কাঁটা নীল গরলের কৌঠা
মৌমাছির হুলে যুগিয়ে মধু
স্নেহ সিক্ত মালীর হস্তে ফুটিয়ে কাঁটা
মাঝে মাঝে কেন তবে
রক্তের অন্দরে মিশিয়ে দাও নীল গরলের ব্যাথা?


সোহাগের বিছানায় সুখদ শীৎকারে
যত দাও - তত নাও
তবু ও আরো বেশী চাও
আধ ভরা জলে কলসি হৃদয়
সাত জনমের জলে ও ভরে না আহা
আধখানা শূন্য কলসি কানায় কানায়;


রাত শেষে দিন আসে
দিন শেষে রাত
জীবন সায়াহ্নে সমূদ্র তটে
জীবনের জলে কালের ঢেউ গুণি,
মমতার জলে
খেড়ো খাতা খুলে
সোহাগের দোলনায়
দোলে দোলে দোলে
দেনা - পাওনার হিসাব মেলাতে গিয়ে
বেদনা বিদুর আনন্দ মুখোর
স্মৃতির বেহাগে শুনি
দু'জনের কাছে দু'জনা আজ ও
হাজার বছর ঋণী।
________________________________________

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

নিলু বলেছেন: লিখে যান

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর কবিতা। :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ প্রিয়
শুভেচ্ছা নেবেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় +। শুভেচ্ছা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা
অনেক অনেক শুভেচ্ছা প্রিয়।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখনী । কবিতায় +++

১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৪

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু

শুভেচ্ছা অবিরত।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা কাশেম ভাই।

ভালো আছেন তো?

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

এম এ কাশেম বলেছেন:
হাজার বছর পর যেন দেখা
ভাল আছি
আপনি কেমন আছেন?

শুভ কামনা অবিরত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.