নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

লাথি

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮


.
(১)

ছবি!
পত্রিকার প্রথম পাতায়
ক্ষুব্ধ হৃদয়, বঞ্চিত জীবন,
মৃত দেহ - উদ্ধত পা
লাথির ছবি;

অপরিকল্পিত অবিন্যাস্ত অলীক সন্ত্রাসী ধনীর
লোভের বিধ্বস্ত ভবন!
ইট সুরকির চাপে নিষ্ট পিষ্ট রক্তাক্ত অসংখ্য লাশ
সাধের সুন্দর এই পৃথিবীকে বিদায় জানানোর পূর্ব মুহুর্তে
পাপী ধনী লোভীদের নিষ্ঠুর নির্মমতা হেরি
দুঃখ-ব্যথা-বেদনা - বঞ্চনার কষ্টে ক্ষোভে
সদম্ভে সজোড়ে একটি লাথি মেরে গেলো
অন্ধ বন্ধ বিবেকের দরজায়
ঘন্ড মূর্খ ভন্ড বিড়াল তপসীদের পাষাণ বুকে
নির্বোধ-নির্লজ্জ নষ্ট-ভ্রষ্ট রাজনীতিবিধদের মুখে
জ্ঞানপাপী উজবুক-উল্লুক ভ্রষ্ট চামচার নষ্ট মুন্ডে
মুখোশধারী মানবতাবাধী মিথ্যেচারীর পাছায়
স্বৈরচার-নৈরাজ্যকার সহযোগী সব শারমেয়দের গালে;

কলঙ্ক তিলক!
তোমার-আমার
বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের ।

(২)

মৃত্যুর কিছু কারন থাকে
মেনে নিতে হয়
মেনে নেয়া যায় - যেমন
অসুখ বিসুখ, বয়সের ভার
অথবা প্রাকৃতিক দুর্যোগ,
কিন্তু হাজার লোকের মৃতুর কারন যদি হয়
শুধু অর্থ, শুধু বিত্ত, শুধুই লোভ
অপরিকল্পিত নগর স্বৈরচার
ঘুষ বানিজ্য আর অদক্ষতা
তারপর খেলারাম খেলা যা-
লোভের আগুনে পুঁড়ে গরীবের জীবন
ভবন ভেঙ্গে হাজার মানুষের মরন
কি ভাবে মেনে নেবে মানুষের বিবেক?

আর মানসিক বিকারগ্রস্ত মন্ত্রী মহোদয়
ভঙ্গুর পান্ডুর গালে
ভেংচির ঢেউ তোলে
আন্ডার মতো চোখ দু'টো ঘুরোতে ঘুরোতে
দিন দুপুরে শীত -তাপ নিয়ন্ত্রিত কার্যালয়ে
রিভল্বিং চেয়ারে বসে
ঘামতে ঘামতে আর ঘামতে
অসীম সাহসীকতার উজ্জীবিত হয়ে
সাংবাদিক সন্মেলনে চিরচরিত ধারায়
ফ্যাশ-ফ্যাশে গলায়
খুশ্‌ খুশে কেশে
জাতির সামনে পেশ করেন
তাহার সুবিখ্যাত মহা হাস্যকর
"নাড়াচাড়া" তত্ত্ব।

সম্ভাবত-
আরেকটি ডক্টরেট ডিগ্রী
কিংবা ষোল কোঠি জনতার
বত্রিশ কোঠি লাথির প্রত্যাশায়;

কারন-
এইসব উজবুক উল্লুখ
গর্দভ কিংবা ভাল্লুক
মন্ত্রী-মহোদয়ের ইজ্জত নাকি
দুই-চার লাথিতে যায় না।


(৩)

পাগল-
নাড়া দিস্‌নে
নাড়া দিলে
বিল্ডিং ভেঙ্গে পড়বে
বিল্ডিং ভাঙ্গলে জানিস
লাথি খাবি....লাথি!
ষোল কোঠি লাথি-


জনগন হাসে
ফিস ফিস করে-
শালার উজবুক
মিথ্যেবাদী,

মিথ্যার ও তো একটা
সীমা পরিসীমা আছে
রূপ রেখা থাকে
থাকে নাকি?

এ তবে কেমন মিথ্যেবাদী
নাকি পাগল
কিংবা কাঁঠাল পাতা খাওয়া
রাম ছাগল?

আচ্ছা পাগল যদি হয় -
পাগল ধরে এনে কি মন্ত্রী বানায়
নাকি মন্ত্রী হলে পাগল হয়ে যা্য
ছাগলের মতোন ম্যা ম্যা করে
যখন যা খুশি তা কয়?

আসলেই ওরা গাধা
গাধার সামনে ঝুলানো মূলা
চোখে দেখে ধূলা
কানে দেয় তুলা
পিঠে বাঁধে কূলা;

ওরা তাই-
দেখে ও দেখে না
শুনে ও শুনে না
বুঝে ও বুঝে না

ওদের কাছে -
দেশ নয়
জাতি নয়
নীতি কিংবা বিবেক নয়
দলই বড়;

কারণ
ওরা যে বিবেক বর্জিত
তন্ত্রে মন্ত্রে সজ্জিত
রঙিন চশমা পরা
সত্যিকার দল-কানা।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

প্রামানিক বলেছেন: মর্মান্তিক ঘটনার বিবরন। ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

এম এ কাশেম বলেছেন:
মনে আছে তাহলে প্রামানিক ভাই
শুভ কামনা।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৯

অর্বাচীন পথিক বলেছেন: কলঙ্ক তিলক!
তোমার-আমার
বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের

--- একদম ঠিক বলেছেন

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

এম এ কাশেম বলেছেন:
ধন্যবাদ অর্বাচীন পথিক

শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.