নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

ঠকের বাজারে

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২


.
সংলাপ হবে
সংঘাত হবে
সংযত ও হবে
ছটকে ছটকে
নাটক ও হবে
সংঘাতের কবিরাই লিখে যাবে একদিন
সমজোতার অজর অমর একখানি
স্মরণের স্মারক কবিতা ;
.
.
গল্পের উঠোন জুড়ে
গানের তালে তালে
নুপুর পায়ে নায়িকা নাচবে,
প্রেমিকার আঁচল ধরে
উড়ে যাবে প্রেমিক
উড়কির চরে,
শব্দেরা উড়ে এসে
জুড়ে বসবে
প্রেমিকার সবুজ আঁচলে;
নাটকের ফটকে ঘটক
দেখিয়ে ছটক
বাজাবে তুড়ি,
নীলের আকাশে কেউ
মেঘের পাশাপাশি
উড়াবে বিজয়ের রঙিন ঘুড়ি,
.
.
আর ঠকের বাজারে বাটপার সবে
দিনের আলোতেই
ঠকিয়ে যাবে শত সহস্র বারে ,
সাধু সেজে চোর
সিঁধ কেটে যাবে-
নিশীথের অন্ধকারে;
.
.
সুতারাং -
একটু সাবধান হতে হবে
চোর ও সাধুর
বাটপার ও প্রেমিকের
পার্থক্য কি কিংবা কোথায় -
জানতে হবে ;
.
.
কারন চোর আসে অজান্তে অন্ধকারে
বাটপার আসে প্রেমের ছদ্মবেশে
অসৎ রাজনীতিবিধ আসে
দেশ প্রেমের মিথ্যে আলখেল্লা পড়ে,
এদের চিনে রাখতে হোবে
জেনে রাখতে হবে এদের প্রতিটি কলা কৌশল
এই সব নর্দমার কীট
মানুষ হবে না কোনদিন
এরা বন্ধুবেশী শত্রু
উচ্ছ্বিষ্টভোগী পা-ছাটা কুকুরের ও অধম
দ্বি-মূখী সর্পের চেয়ে ও ভয়ন্কর
ঘৃনার থুথু ছিটিয়ে দিয়ে শুধু
নিজেকে নিরাপদ দূরে রাখুন।
.
.
না হয় ঠকের বাজারে
সব কিছু হারিয়ে
সর্বশ্রান্ত নি:শ্ব হতে হবে।
================================

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ কাশেম ভাই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

এম এ কাশেম বলেছেন: আপনাকে ও ধন্যবাদ প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.