নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

রুবাইয়াতঃ

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯



১। কিয়ামত তক্‌

চোখের জলে প্রভু সাগর বানিয়ে যদি পাথরের পাহাড় ভাসায়
কুদরতি পায়ে কিয়ামত তক্‌ পড়ে থাকি শোকরিয়ার সেজদায়
একটি নিঃশ্বাসের শোকরিয়া প্রভু আদায় হবে কি বান্দার কভু?
তবুও প্রতি নিঃশ্বাসে বিশ্বাস রেখে তুলি দু'হাত রহমত প্রার্থনায়।


২। আপন মহিমায়

জান্নাত-জাহান্নাম কি দেবে কি জানি সে ফয়সালা তোমার প্রভু
তোমার সন্তোষ্টি ছাড়া জান্নাতে গিয়েও শান্তি পাবো না কভু
জাহান্নামের আগুনে জ্বেলে পুঁড়ে ছাই করে দিতে চাইলে দিও
অধম বান্দার 'পরে প্রভু আপন মহিমায় সুধু সন্তোষ্ট হইও তবু।

৩। হাশরের মাঠে

চর্ম চোখে দেখিনি তোমারে প্রভু, দেখিনি কভু তোমার প্রিয় রাসুল
তবু বিশ্বাস করি - বলেছো যাহা আল কোরানে সবই তাহার নির্ভুল
শয়তানী প্ররোচনাতে তবু করি ভুল, তবুও চাই অপার রহমত তোমার
হাশরের মাঠে যে প্রভু তোমার রহমত ছাড়া নড়তে পারবো না এক চুল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

অন্ধবিন্দু বলেছেন:
জনাব কাশেম,
ভাল আছেন ? অনেক ভাল লাগলো আপনার রচিত রুবাইয়াত। এত বিশাল জনম পেয়েও শোকরিয়া জানাচ্ছি কোথায়, সেখানে একটি নিঃশ্বাসের কথা বলেছেন আপনি। প্রভুর সন্তোষ্টিই হচ্ছে আসল কথা।

শয়তানী প্ররোচনাতে কত ভুল করছি, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন।

ভাল থাকবেন, আপনাকে ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

এম এ কাশেম বলেছেন: ভাল আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ, একটি নি:শ্বাসই জীবন মরন, আজীবন শোকরিয়ার সেজদায় পড়ে থেকেও কি
এি একটি নি্:শ্বাসের শোকরিয়া আদায় করে শেষ করতে পারব? পারব না।
মহান প্রভু রাহমানির রাহিম স্বমহিমায় রহমত করলেই শুধু পার পাব হাশরে।

আল্লাহ আমাদের ক্ষমা করুক, সবািকে রহমোত করুক।

আপনিও ভাল থাকুন। ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.