নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

মুখে ভাষা নেই আজ

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৫

মুখে ভাষা নেই আজ বলিবার
চোখে জল নেই আজ কাঁদিবার
দেহে প্রান আছে শুধু দিয়ে যাবার
দিয়ে গেলো তাই যে ছিলো সৈনিক মানবতার।

কত রাতকে দিন, দিনকে রাত করলে
কতটা মাথার ঘাম পায়ে ঝরালে
কতটা বুকের লাল রক্ত পানিতে মেশালে
একজন মানুষ সত্যিকারের মানুষ হয়
একজন মানুষ মানবতার সৈনিক হয়
কভু কি তুমি জানতে চেয়েছিলে?
জানতে কি চেয়েছিলে যুদ্ধ জয়ে
একজন সৈনিকের কি কি অস্রের দরকার
জানতে চাওনি কোনদিন ওহে দাম্ভিক কুলাঙ্গার
দিয়েছো শুধু মিথ্যে আশ্বাস, করেছ গলাবাজি
যুদ্ধের মাঠে গিয়ে দেখে সবই ফাঁকিবাজি
তাহারই খেসারত দিয়ে গেলো আজি
লক্ষ মানুষের প্রিয় ডাক্তার
সত্যিকারের একজন ভাল মানুষ
- আত্মত্যাগী মহান সৈনিক মানবতার

যে কেউ চাইলে হতে পারে না ডাক্তার
যে কেউ চাইলে হতে পারে না ইন্জিনিয়ার
তবে কেউ কেউ চাইলে হতে পারে চাপাবাজ
কেউ কেউ চাইলে হতে পারে দূ্র্নীতিবাজ
যে দেশের নেতা অযোগ্য অপদার্থ কুলাঙ্গার
সেই দেশে তবে দাম কি যোগ্যতার
সেই দেশে মরে যাক সকল ডাক্তার-ইন্জিনিয়ার।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
বিরতি দিয়ে দিয়ে পোস্ট করেন, তবুও তো করেন।
একবারে হারিয়ে যাওয়ার চেয়ে এটা ভাল, না কি বলেন।

কবিতায় মোক্ষম বিষয়টি পেলাম।
শেষ প্যারার লাইনগুলো সতিই, সত্যি কথা!

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩১

এম এ কাশেম বলেছেন: এই তো বেঁচে আছি এই দু:সময়েও, সেও বা কম কি,

সত্যি কথা বলা আজ বড় সমাস্যা - তবু বলি
বলতে বলতে না হ্য় একদিন হারিয়ে যাবো।

ভাল থাকুন, শুভ কামনা।

২| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৮

এম এ কাশেম বলেছেন: রাস্ট্রযন্ত্র!!!

৩| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: একজন ডাক্তার করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে সংক্রামিত হলেন। তাঁর চিকিৎসায় জরুরী প্রয়োজনে এয়ার এম্বুলেন্স দেয়া হলো না । বলতে গেলে ভালো চিকিৎসাও পায়নি । আর আমরা পাবো ?! এ কোন প্রহসন ?

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৯

এম এ কাশেম বলেছেন: বলতে গেলে এক প্রকার - হত্যা করা হয়েছে।

শুভ কামনা।

৪| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৮

সাইন বোর্ড বলেছেন: এটাই বর্তমান বাস্তবতা, জানিনা সামনে আরো কি দেখতে হয় ।

১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০

এম এ কাশেম বলেছেন: অনিশ্চয়তা আর নির্মমতা।

৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত কবিতা।

১৭ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৬

এম এ কাশেম বলেছেন: ধন্যবাদ জানিয়ে ছোট কোরলাম না।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.