নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধা সত্য সত্য নয় - ভন্ডামী। সত্য ও সুন্দরের সন্ধানে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে।

এম এ কাশেম

সত্য ও সুন্দরের সন্ধানে আর ন্যায়ের পক্ষে হোক আমার এই পথ চলা...

এম এ কাশেম › বিস্তারিত পোস্টঃ

রহস্যময়ী

১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩৫

.
১।
মনভোলা মধুর হাসি সুখ-দু:খ রহস্যময় মুখ - মোনালিসা যেন
ভাবি বিস্ময়ে - নারীর ভেতরে এত রহস্য প্রভু দিয়েছেন কেন?
অনেক ভেবে বুঝি অবশেষে - পুরুষ হয়তো রহস্যপ্রিয় বলেই
নারীকে সাজিয়েছেন সযত্নে তাই দয়াল প্রভু অপার রহস্য দিয়েই।
.
২।
রহস্যের সন্ধানে পুরুষ রেখেছিলো চোখ নারীর মায়াবী চোখে
চোখের জলে দীঘি টলমল - ঢেউ উঠে প্রেম কিংবা ছলনায়
উন্মাদ পুরুষ জল পেলে সাঁতার কাটে - পাক বা না পাক কূল
ফেরাতে পারেনি তাই আজও দুটি চোখ - চেয়ে রয় মুগ্ধতায়।
.
৩।
ঐ চোখে ছিলো যাদু নাকি ছলনা
ভেঙে বলেনি কভু ঐ রূপসী ললনা
পুরুষ এঁকেছে স্বপ্নসৌধ আঁলপনা
অর্ধেক প্রেম তার অর্ধেক কল্পনা।
.

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রহস্যের সন্ধানে পুরুষ রেখেছিলো চোখ নারীর মায়াবী চোখে
চোখের জলে দীঘি টলমল - ঢেউ উঠে প্রেম কিংবা ছলনায়

..................................................................................
এ না হলে কি প্রেম জমত ?
ভালবাসার টান এই অজুহাতে মানব বংশ বিস্তারের এমন কৌশল আর কি হতে পারে ?

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২১

এম এ কাশেম বলেছেন: সৃষ্টির মাঝে স্রষ্টার এক অসাধারন কৌশল।
শুভ কামনা।

২| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৩

এম এ কাশেম বলেছেন: অতিব আনন্দিত হলাম।

শুভেচ্ছা জানবেন।

৩| ১২ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দৃষ্টি ভঙ্গি পাল্টাত হবে।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪

এম এ কাশেম বলেছেন: আসুন পাল্টি ফেলি।

শুভ কামনা।

৪| ১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

ফয়সাল রকি বলেছেন: কল্পনাপ্রবণ পুরুষের চোখে ছলনাময়ী নারী... মন্দ নয়।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৬

এম এ কাশেম বলেছেন: ছলনাময়ীতো বলিনি, বরং জানতে চেয়েছি প্রেম নাকি ছলনা, কারন নারীর মন বুঝাদায়।
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.