নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় আসাদুল মাষ্টার তুমি বেতন নিবে না ?

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩

গ্রামের রাস্তা পাকা হল ,পাকা পাকা বাড়ী ঘর
আসাদুল মাষ্টারের ঝাপের স্কুলও কোনরকমের পাকা হয়েছে
একটি টিনশেডের ছোট স্কুল ঘর
গ্রামে বিদ্যুৎ এসেছে , শিক্ষার সুযোগ পাচ্ছে ছেলে মেয়েরা
কয় আসাদুল মাষ্টারের বেতনতো হাতে এলো না?

পনের বছর আগে যে আসাদুল স্কুল খুলেছিল
তার মাথার চুল পেকে গেছে ব্যগারের স্কুল টানতে টানতে
এলাকার রাখাল মজুর ভেনআলার বাড়ী পাকা হয়েছে
আসাদুল মাষ্টারের কুড়ে ঘর কুড়ে ঘর-ই রয়ে গেছে
আসাদুল মাষ্টারের ব্যাংক একাউন্টে আজও বেতন আসেনি
সময় পনের বছর চলে গেছে

প্রতিদিন আসাদুল মাষ্টার সেই সে পথ দিয়েই আসে
এখন সে রাস্তা পাকা , হয়েছে বাজার ঘাট আশেপাশে
পথে তার অনেক সালাম জোটে, মুখে হাসি
পুরানো সেই সাইকেল , পাঁচ বছর আগের সেই পুরানো জামা ও ছাতা
হল নাক বাসি
প্রিয় আসাদুল মাষ্টার তুমি বেতন নিবে না ?
বেতনের কথা আর আসাদুল মাষ্টারের মনে নেই
বেতনের কথা আর তার মাথায় ধরে না

পনের বছরে পুরানো আসাদুল মাষ্টার
বেঁচে থেকেও মরে গেছে
বুকে তার অসংখ্য পেরেক
অবস হয়ে গেঁথে আছে


আসাদুল মাষ্টার স্কুল ছাড়তে পারনা?
যাও অন্য কিছু করোগা
আর কতকাল বিনা বেতনে স্কুল টানবে?
স্কুলটা তোমার সোনার হরিণ , সন্তানের মত
বেতন না পেলেও আসাদুল মাষ্টার স্কুল ছাড়বে না
বেতন না পেলেও আসাদুল মাষ্টার হাত পাতবে না
বেতন না পেলেও আসাদুল মাষ্টার রাস্তায় দাড়াবে না
বেতন না পেলেও আসাদুল মাষ্টার রাস্তায় ধর্মঘট করবে না।

কোনরকম দুটো মোটা ভাত, মোটা কাপড় ও সংসার
আসাদুল মাষ্টার না খেয়ে নেই
শিক্ষকতার পাশাপাশি চাষাবাদ করে সে
স্কুল সে ঠিক-ই চালায় ,বেতনের কথা মনে নেই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষক বেতন পায়নি ১৫ বছর; ১৫ বছরে আড়াই কোটী শিশু জন্মছে, তাদের থেকে ১০ কোটী নাম লিখতে পারে না, দেড় কোটী ফাঁসকরা প্রশ্নে পরীক্ষা দিয়ে চলছে।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৫

খালিদ১২২ বলেছেন: দেড় কোটী ফাঁসকরা প্রশ্নে পরীক্ষা দিয়ে চলছে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


এটা সাম্প্রতিক সময়ের একটি বিখ্যাত কবিতা।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:

টাইপো:
"শিক্ষক বেতন পায়নি ১৫ বছর; ১৫ বছরে আড়াই কোটী শিশু জন্মছে, তাদের থেকে ১০ কোটী নাম লিখতে পারে না, দেড় কোটী ফাঁসকরা প্রশ্নে পরীক্ষা দিয়ে চলছে। "

-১০ কোটীর স্হানে ১ কোটী হবে।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

খালিদ১২২ বলেছেন: ok vi. প্রশ্ন ফাঁস পাবলিক একজামের সমস্যা

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫

খালিদ১২২ বলেছেন: বেকারদের নিয়ে খেলা ও চাকরির কোটা সমস্যা।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


খালিদ১২২ বলেছেন, " বেকারদের নিয়ে খেলা ও চাকরির কোটা সমস্যা। "

-কবিতায় ভালো করেন, কবিদের কোটায় আপনার চাকুরী হবে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

খালিদ১২২ বলেছেন: চাকরিতে দলীয় নিয়োগের দিকে সরকারের ঝোঁক থাকে বেশী। মেধার মূল্যায়ন কম হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.