নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকতে থাকতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি

১০ ই মে, ২০১৭ রাত ৯:৩১

বেঁচে থাকতে থাকতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি
----------------------------------------------------------
বেঁচে থাকতে থাকতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি
মৃত্যু চাওয়া-ধর্মীয় ভাবে নিষেধ
আত্মীহত্মা- তাও নিষেধ
জীবনটা একবার পাওয়া যায়
খোদার দেওয়া নেয়ামত
সেটাও ভেবেছি
জীবনটাকে ইনজয় করব
সব কিছু ইনজয় করে ফেলেছি –ইতিমধ্যে
ইনজয় কথাটা আমার খুব পরিচিত কথা
আর নতুন কি কি বাকি ভাবছিলাম
ভাবলাম নতুন একটা শার্ট পরি
সঙ্গে নতুন একটি প্যান্ট
দোকানে গেলাম ,শার্ট পছন্দ করা শুরু করলাম
দেখলাম কালো ও বিভিন্ন রঙ-এর শার্ট
না নতুন কোন রঙ নেই-রঙধনুর সাত রঙ আমার সারা
প্যান্ট কিনব-ঐ আগের মতই জাপানি ,ইন্ডিয়ান
ও দেশী পিস ,ইত্যাদি
মানে এ এক বিপদ!
খাবার খাবো ,মিষ্টির দোকানে গেলাম
সেখানে শাবিত্রি সন্দেশ খিরসন্দেশ রসমালাই
সব-ই আগেই খেয়েছি
মানে ইনজয় কোর্স করে আমার সমাপ্ত
এখন মরণ কোর্স বাকি
বাকি জীবন ভালো কাজ করে যেতে চাই
খোদার উপর ভরসা
খোদা আমার ও সকলের মঙ্গল করুণ-সেই দোয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.