নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

হায় কাক ও ক্যাম্পাস লাইফ

১৩ ই মে, ২০১৭ রাত ২:০৪


------------------------------------
বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসে যাচ্ছিলাম
খুব ভালো একটি জামা পরে
মাঝপথে জামার উপর কাকে দিল পায়খানা করে
চায়েল দোকান থেকে চায়ের কাপটি নিয়ে যেয়
বাইরে আসলাম গাছের নীচে
দিল কাকে কাপের উপর পায়খানা করে
ক্যাম্পাস থেকে ফিরে জামাটা খুলেই দেখি
সাদা শার্টের উপর কাকের পায়খানার শুকনো দাগ
পীঠ থেকে বইয়ের ব্যাগটি নামিয়ে দেখি
বইয়ের ব্যাগের উপর কাকের পায়খানা
বারান্দার দড়িতে লুঙ্গি ও ঘামছা মেলা ছিল
গামছাতে মুখ মুছতে গিয়ে দেখি
কাকের শুকনো পায়খানা গামছার সাথে
মাস্টার্স চলছিল চাকরির প্রথম ভাইভা-সাদা শার্ট
ক্যাম্পাস ছাড়াতে না ছাড়াতেই
হায় কাক দিলিতো পায়খানা করে
ভালো ক্যাপটিও রক্ষা পায়নি
এই হল কাক পক্ষির কাণ্ড!
রাত জেগে পড়ে সকালে একটু ঘুমোবো
জানালার পাশের কাকের ডাকে ঘুম ভেঙ্গে গেল
হলের ছাদে উঠলে দেখতাম একগাদা কাক
দুটো কান মাঝে কাকে ডাকে বিগড়ে যেত
ক্যাম্পাস লাইফ শেষ হয়েছে
আর কাকে পায়খানা করে না গায়ে
তবু ভয় লাগে তাকায় উপর পানে
না জানি কখন কাক পক্ষী পায়খানা করে
আমার গায়ে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ৩:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান আপনার কবিতা পড়ে আমি বিষম খেয়েছিলাম। :((


যাক, যতি ছেদের সাথে রাগ করেছেন নাকি? :D

২| ১৩ ই মে, ২০১৭ সকাল ১০:১০

শায়মা বলেছেন: ইয়াক থু থু থু !!!!!!!!!!!!

কাকেরা দেখি তোমাকে দেখতেই পারেনা!!!!!!!!!!

শুধু তোমাকে না তোমাকেসুদ্ধু তোমার বই খাতা ব্যাগ, কাপ ক্যাপ সবেতেই দেখছি কাকেদের এলার্জী!

তোমাকে দিয়ে তো কাক পক্ষী সম্পর্কীর গোবেষনা করানো যাবে। কাকেদের কোন ব্যাগ অপছন্দ, কোন রঙ, কোন কাপ, কোন খাবার, কেমন ধরনের মানুষ সব সব সব !!!!!!!!!!! :)

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

খালিদ১২২ বলেছেন: ঢাকায় গাছপালা ঘেরা জায়গাগুলোতে একটা বড় আতঙ্কের নাম কাক। যার অভিজ্ঞতা আছে সে জানে।

৩| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩২

ধ্রুবক আলো বলেছেন: এইটা শহরের একটা ছোট্ট আতংক!! সাভারে যাওয়ার সময় এই বিড়ম্বনায় পড়ছিলাম X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.