নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

ও কিছু না, পৃথিবীতে বেঁচে থাকলে অনেক কিছুই হয়ে যায়

১৩ ই মে, ২০১৭ রাত ৮:৫৮

…………………………………
একটু ভুল করলেই মন খারাপ হয়
একটু অন্যায় করেই অসহ্য দুশ্চিন্তা

সেদিন একটা খারাপ কাজ করলাম
মনটা খুব খারাপ হয়ে গেল- বিবেকের দংশনে
নিজেকে সান্ত্বনা দিলাম- ও কোন ব্যপার না
পৃথিবী এক দিনের না, কত কিই না হয়ে যায়
বেঁচে থাকলে

গত কাল মোটরসাইকেলে আনমনে একটি ব্যঙ
চাপা দিয়ে মনটা খারাপ হয়ে গেল
না জানি ব্যঙটির পরিবারে কে কে আছে?
পরে ভাবলাম কত মা তিন চার মাসের বাচ্চা ফেলে দিচ্ছে
তাতে তাদের কিছুই আফসোস নেই
আর আমিতো একটা ব্যঙ চাপা দিয়েছি মাত্র!

এক কথা ছোট বড় অন্যায় করতেই আছি
নিজেকে বোঝানো জন্যে কিছু একটা সান্ত্বনা দিচ্ছি

সেদিন আমার নিজের একটি অকাজের কাণ্ড
সমাজের মাঝে ফাঁস হয়ে গেল
ভাবলাম ও কিছু না –পৃথিবীতে বেঁচে থাকলে অনেক
কিছু ঘটে যায়, ঘটা স্বাভাবিক

আজ ত্রিশ বছর আমার পূর্ণ হল
এখনো যদি আরো ত্রিশ বছর বেঁচে থাকি
কত কি যে ঘটে যাবে, ছোট বড় কত অন্যায় করতে হবে
তবে নিজেকে সান্ত্বনা দিব-এই বলে
ও কিছু না, পৃথিবীতে বেঁচে থাকলে অনেক কিছু হয়
সুতরাং এত কিছু ঘটতেই পারে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.