নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

অতিরিক্ত যোগ্যতা

১৩ ই মে, ২০১৭ রাত ১১:০৭

নদীতে মাছ ধরতে গিয়েছিলাম
অনেক ক্ষণ বসে বসে একটি পুটি মাছ এলো জালে
দরদ করে তুলে নিলাম
ভেজে খাবো মাছটি
স্বল্পকালের পৃথিবীতে যা পাবো তাই শুকরিয়া

বিয়ের বাজারে মেয়ে দেখে দেখে সময় নষ্ট করিনি
শুরুতেই মেয়ে দেখলাম মেয়েটি অন্ধ ও বোবা
বিয়ে করে ফেললাম , সংসারে যেটুকু পায় তাতেই খুশি
স্বল্পকালের পৃথিবীতে যা পাবো তাই পুরষ্কার

বন্ধুরা ভালো চাকরি করে, চার চাকার গাড়িতে চড়ে
সুন্দর বউ নিয়ে ঘোরে ফেরে
আমি আমার সাইকেলটা নিয়ে অফিস করি
মাঠের মাঝ দিয়ে যায় প্রকৃতি দেখি
সুন্দর বাতাস উপভোগ করি ,খোলা আকাশটা দেখি
সংসার করি,সংসার নিয়ে ব্যস্ত থাকি
ছোট বাচ্চা কোলে নিয়ে আদর করি, বউটাকে ভালোবাসি
স্বল্পকালীন এই পৃথিবীতে খোদার দেওয়া উপহার
যা পাই কম বা বেশী তাই আমার উপহার

কিছু সুখ পড়ে পিয়েছি যা পাওয়ার কথা ছিল না
কিছু সুখ আমার অর্জিত
কিছু সুখ আমার প্রতি ইশ্বরের সরাসরি উপহার
সুস্থ দেহ ,সুস্থ মন , দুটো চোখ ও দুটো কান
কেউ আমাকে সম্মান না দিলে ভাবি
আমি তার ভালো গুণগুলোকে সম্মান করতে পেরেছি
এটা আমার অতিরিক্ত যোগ্যতা

নিজেকে খুব ছোট ভাবি
এটা আমার অতিরিক্ত যোগ্যতা
আমি কষ্ট করে হলেও বেঁচে আছি
এটা আমার খোদার সন্তুষ্টির কারন হতে পারে
স্বল্পকালীন এই পৃথিবীতে যা পাই
তাই আমার তুলে রাখা পুরষ্কার
আমি হাসতে পারি ও কাঁদতে পারি
ঠকতে পারি ,কিন্তু ঠকাতে পারি না
এটাও আমার আরেকটি অতিরিক্ত যোগ্যতা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ক্ষদ্রতায় ভাললাগা । ভাল থাকুন ক্ষ্রদ্র হে ।

২| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৪৩

ফকির জসীম উদ্দীন বলেছেন: মুগ্ধতা পাঠে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.