নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ মোশারফ ,আইআর , ১৪ তম ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়

খালিদ১২২

আমার সব কাজ সারা কোন একটা যেন বাকি রয়ে গেছে ......

খালিদ১২২ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা আর শ্রদ্ধাতে

১৫ ই মে, ২০১৭ দুপুর ১:২৫

মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের সাথে
ঝগড়া হচ্ছে দুটি দুকানের মাঝে।

আজ রাতে বাসর সাজাতে
কত যুবতি কত জনার বাড়ী যাবে।

যে যুবক নেশা করে
তার কিছু ভালো গুন থাকে।

আমার এ বাড়ীতে ছোট করে
কি যেন এক বড় স্বপ্ন আছে।

আমার প্রেমিকা আর আমি নদীর
এ পারে ও পারে।

মাঝিরা সবাই আজ রাতে
আজ আসবে না ঘাটে-
আমার অপেক্ষা না থামে
কেউ তাকাই না আমার পানে
আমি ঘুরি আর চলি কোনখানে।
এ প্রশ্ন কারো মনে না আসে
আমার উত্তর এলো না যে!
আমি প্রশ্ন পেলাম না যে!
যে পথিক ঘুরে যায়নি বাড়ীতে
সে পথিক সামনে আজকে যাবে ।

ক্রেতা আর বিক্রেতার মাঝে তর্ক আর
মারামারি বাধে।

আমার ঝগড়া হয় না অন্য কারো সাথে
তুমি আমাকে বকে গেলে মনের মাঝে
হাত ভর্তি আমার গোহনাতে
এ গোহনা ভালোবাসা আর শ্রদ্ধাতে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবুক কবিকে শুভকামনা

২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৪:১৬

শূন্যনীড় বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগা রইল ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.