নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কয়েছ আহমদ বকুলের লেখা

কয়েছ আহমদ বকুল

কবিতার জন্য আমি বাঁচি

সকল পোস্টঃ

এসেছে বোশেখ, এসো........

১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৬

এসেছে বোশেখ, এসো......


এসো উন্মত্ত হই
মুমূর্ষ বিশ্বাস এসো গ্লানি মুছে
নবারুণ দ্যোতির সাথে মিশে মিশে
আরেকবার পুনঃবার কাঁচা কলঙ্ক জলে ভাসি

এসেছে বোশেখ, এসো
পরাজিত পালকের আশিস অনিঃশেষ ডাকে
সুকরুণ মধ্যাহ্নে এসো
অম্র মুকুল খেলা...

মন্তব্য০ টি রেটিং+০

তুমিই সত্য ঈশ্বরী

২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৩১

তুমিই সত্য ঈশ্বরী // কয়েছ আহমদ বকুল


আর যদি দেখা না হয়
এক গাছি মূর্ছা অবিরাম যদি আক্রান্ত না করে
কফিনের খিল যদি বন্ধ হয়ে যায়
সত্যগুলো অনুন্মোচিত থেকেই যায় যদি
পুরাতন চিঠির...

মন্তব্য০ টি রেটিং+০

অবিশ্বাস

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২২

অবিশ্বাস
::::::::::

অবিশ্বাস
বেঁচে থাকার কেবল এই এক স্বার্থকতা

মৃদুস্রোতা ছোট্ট নদী সোনাই
অবিশ্বাস পলিতে যার ক্ষুদে কূল ভরে ভরে জমাট সরল
সেই নশ্বর ক্ষুদ্রতা পুঁজি
অবিশ্বাস বাঁচিয়ে রাখে নপুংসক রাতের ঝোনাক

এখন সুরভী বিকোয় ভীষণ আর্থিকে
আকাশ নীলের...

মন্তব্য০ টি রেটিং+০

একখন্ড নালিশের কার্পণ্য

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:২৩

একখন্ড নালিশের কার্পণ্য
~~~~~~~~~~~~~


একখন্ড নালিশের কার্পণ্য
তোমাকে ধুঁতরা সুখে ভাসিয়ে নিয়েছে নীলিমায়


সাতটি চোখের তারা - সাতটি আক্ষরিক বাতাবিনেবু
সন্ধ্যার মতো উলঙ্গ পকেটে পুরে নিতে যেটুকু দ্বিধা করেছি ব্যয়
তারই বিলাপ সৌকর্য্য বহন করি বৃন্দাবন


এতোটা...

মন্তব্য৬ টি রেটিং+২

ফাগুন অথবা ফিরে দেখা কাল

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

ফাগুন অথবা ফিরে দেখা কাল


এইযে এখন দেখছি কত
লাল নীলচে প্রজাপতির মেলা
তার একটি কি আমার বুকে
আমার উদম উজাড় বুকে
আপন মনে অন্যমনে গোপন ক্ষণে নিরজনে
খেলেছিলো স্বপন ইচ্ছে খেলা...........

তোমার যখন তরুণীকাল
তোমার যখন...

মন্তব্য০ টি রেটিং+০

এসো মুত ছুঁড়ে মারি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৭

এসো মুত ছুঁড়ে মারি
........................


সতী কাঁপিছে নটীও সাথে
বিশ্রী জীবনের লোভে
বেঁচে থাকা কেবল সত্য এখানে
দেশ যায় যাক উবে

কাঁপতে কাঁপতে কাঁপনের জ্বরে
ভুল গৃহে বসবাস
এতোই যদি জীবনের লোভ
কাঁপবেই বারোমাস

ন্যাংটা নৃত্যের তান্ডব রাতে
দর্শক সারিতে বসে
ইস...

মন্তব্য৩ টি রেটিং+২

চুমুকের শেষ প্রহর

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

চুমুকের শেষ প্রহর
;;;;;;;;;;;;;;;;;;;;

অগ্নিশ্রাব পৌত্তলিক মননে তুমি মাধুর্য্য তুমিই শ্লেষা অবিরাম

বিষ্টা নটীর যতই আকাঙ্খার হোক পুরুষ তার হবেনা ঔরস
অবশ দুপুরের নেংটা ভীমরতি কুহুকের ঢালে
ভালোবাসা ভেসে যায়
তুমি আমি এভাবেই উজান নুপূর...

মন্তব্য১ টি রেটিং+১

ফিরে আয় রোদেলা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮

ফিরে আয় রোদেলা
<<<<<>>>>>>>

এখানে গহীন রাত
অভিসম্পাত রঙের ঋতু - আষ্টেপিষ্টে শীতের কামড়
পৌষ যায় পার্বন যায় - একাকী শ্রাবণের জ্বর আমাকে কাবু করে
তোর অতৃপ্ত ঘরে ফিরে আয় আশা রোদ, ফিরে আয়...

মন্তব্য০ টি রেটিং+০

আওয়ামীলীগের ফাঁদে বি এন পির পা অতঃপর............

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৪

আওয়ামীলীগের ফাঁদে বি এন পির পা অতঃপর...........

মন্তব্য২ টি রেটিং+০

করুণা

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৫

করুণা...................


আজকাল নিজের মধ্যে একরাশ করুণা ব্যতিরেকে
বিদ্যার্থী প্রশাখার ধুম্রজালিক আচ্ছন্নতায়
অন্য বিশেষ কিছু অনুভূত হয়না

নিজেকে নিজের করুণায় দিন যায়
হরফে হরফের সঙ্গম শেষে মধ্যরাতে
বেশ্যা ঝোনাকির সাথে লালা খেলা
অতঃপর গোপন যন্ত্রণা বুকে করুণা...

মন্তব্য১ টি রেটিং+১

কবিতা

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩১

চোখের জলের নিত্যকার জিজ্ঞাসা
এ জীবন পিপাসা স্রোতে
নিভৃতে আর কত অবিরত
নপুংসক ভব্যতা ভেসে যাবে !

বারান্দার কার্নিশে চিল
ঝিলমিল ঝংকার নুপূর
প্রতি ভোর প্রতি চন্দ্র রাতে
কিন্নর আঘাতে জানায় পুরাতন আলোগুলো
এলোমেলো অন্ধকারে বারেবারে
নিপতন সময়ের রীতি

সৌখিন...

মন্তব্য১ টি রেটিং+১

চার লাইনের কবিতা জীবন

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

চার লাইনের কবিতা জীবন
কয়েছ আহমদ বকুল
.......................................



চার লাইনের কবিতা জীবন
ডাল রুটি
গোপনের সংসার কবিতা

কবুল বলা কৃষ্ণ কন্টক পথে
মনে পড়ে হাতে কেবল
কবিতার কাতরতা দিয়েছিলাম তুলে

খুলে খুলে অক্ষরা শরীর
লাজুক বাক্যদের কিছু চঞ্চল চিহ্ণ...

মন্তব্য০ টি রেটিং+০

অক্ষর বাক্যের তুমি এক চনমন চঞ্চল আপন

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৩

অক্ষর বাক্যের তুমি এক চনমন চঞ্চল আপন
কয়েছ আহমদ বকুল
<><><><><><><><><><><><><><>




ঘৃণার উপকরণ বলতে কেবল এক তোমাকেই চিনি
অথচ সবকটি প্রেমের কবিতায়
তোমার সদর্প বিচরণ সন্ধ্যাতারা.........



হাতধরা পথের বাঁক
শেষরাতের অসহায় সরল ঝোনাক
খোঁপা ঝরা পুরাতন...

মন্তব্য৫ টি রেটিং+২

অভিমান প্রেমিকের স্বভাব

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

অভিমান প্রেমিকের স্বভাব
কয়েছ আহমদ বকুল
>>>>>>>>>>>>>>>>>>>


তরঙ্গেও আগুন জ্বলে
পলে পলে চোখের পালক পুড়ে পুরাতন রোদে

ভুলের মাশুল গুনে পথের আশিসে ভাসে মন
তুমি আছো বেশামাল
নতুন ঋতুতে তোমার নিপুনা সৌভিক সন্তরণ

রাতে বাড়ে
ক্লান্ত গ্লাসে...

মন্তব্য০ টি রেটিং+০

আমার কেন মন খারাপ

২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩১

আমার কেন মন খারাপ
০০০০০০০০>>>>>>>


আমার কেন মন খারাপ
এই প্রশ্নটির কোন জবাব জানা নেই

তোমার ঠোঁট আদ্র হলে
কপাল কুঞ্চিত হলে
বুকের বোতামের ঝরলে পুরাতন জং
নখের নিতম্বে পড়লে অচেনা চুম্বন
আমার মন খারাপ হয়না

তোমার অন্তর্বাসে...

মন্তব্য০ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.