নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Dreamer…

খ।ইরুলব।কু

The Dreamer

খ।ইরুলব।কু › বিস্তারিত পোস্টঃ

অধিকার...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৫

দুই সুদান একসাথে থাকা কালীন দক্ষিন অংশ দীর্ঘ দিন তাদের প্রাপ্প অধিকার বুঝে নেয়ার দাবিতে যুদ্ধ রত ছিল, ধর্ম, কালচার পুরোপুরি ভিন্ন হওয়া সত্তেও উত্তর অংশ দক্ষিন অংশকে তাদের কালচার কেন্দ্রিক আইন মেনে নিতে বাধ্য করত,
বিয়ার দক্ষিন সুদানের খুব প্রচলিত পানীয়, কিন্তু একসাথে থাকা কালীন উত্তর অংশ দক্ষিন অংশের কালচারাল ভিন্নতার কথা মাথায় না রেখে অনেক গুলো অধিকারের মত বিয়ার পানের অধিকার টুকুও কেড়ে নেয়, বিয়ার পানকে বেয়ায়নি ঘোষণা করে..
দুই মেয়াদে দীর্ঘ ৩৯ বছরের সসস্র সংগ্রাম (যা আফ্রিকা মহাদেশের দীর্ঘতম কনফ্লিক্ট হিসেবে বিবেচিত) দক্ষিন সুদানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে, অন্য কোন কোন অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ থাকলেও গনচাহিদা, কালচারকে মাথায় রেখে বিয়ার বা অন্য যে কোনো এলকোহল পানের অধিকারটি প্রতিষ্ঠিত হয়েছে, স্থানীয়রা তাদের এই অধিকার টুকু আদায়ের জন্য শহীদ সকল পূর্বপুরুষ কে স্মরণ করে আজো বিয়ার পানের পূর্বে বোতলের প্রথম কয়েক ফোটা মাটিতে ফেলে তার পর তারা পান করে...
৬৯ বছর পূর্বে বৃটিশরা দক্ষিন সুদান থেকে হাজার হাজার মাইল দুরের পৃথিবীর আমাদের অংশটা পূর্ব, পশ্চিম দুই ভাগে ভাগ করে দেয়, ব্রিটিস বঞ্চনার ১৯০ বছর পেরিয়ে নতুন যে বঞ্চনার জন্ম হয় সেখানে আমরা ভাষার অধিকারটুকুও হারাই, মায়ের মুখের কেড়ে নেয়া বুলি আমাদের পূর্বপুরুষ সহজ ভাবে মেনে নেয়নি, রক্তের বিনিময়ে ভাষার অধিকারটুকু ফিরে পাই, তাইত রক্তে দামে ভাষার অধিকার আদায়ের দিনটি এতটা আবেগীয়, আলাদা, (প্রভাত ফেরিতে পূর্বপুরুষের রক্তে ভেজা মাটিতে শ্রদ্ধা নিয়ে পা বাড়াই)
পরবাসে প্রভাতফেরী নাইবা পেলাম, কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুবাতে (দক্ষিন সুদান) জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশ আর্মি ও বাংলাদেশ নেভির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করানোর দিনব্যাপি প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবি রাখে, ভারত, চীন, জাপান, নেপাল, কম্বোডিয়া, রুয়ান্ডা ও বাংলাদেশের কৃষ্টি ও কালচার কে প্রতিনিধিত্বকারী খাবার ও সংস্কৃতিক পরিবেশনা আমাদের স্মৃতিকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি অংশগ্রহকারী আন্তর্জাতিক অংশটিকেও দিনটিকে পরিচিত করনে ভুমিকা রেখেছে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.