নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The Dreamer…

খ।ইরুলব।কু

The Dreamer

খ।ইরুলব।কু › বিস্তারিত পোস্টঃ

আম জনতার মুল্যায়ন....

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪২

“The principles of nationalism, socialism, democracy and secularism, together with the principles derived from those as set out in this Part, shall constitute the fundamental principles of state policy” লাইনটি আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি থেকে নেয়া, যেখানে রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে,

সমাজতন্ত্র (Socialism) হচ্ছে এমন একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উপকরণের সামাজিক মালিকানা এবং অর্থনীতির একটি সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা,

গণতন্ত্র (Democracy) হলো এমন একটি শাসনব্যবস্থা যা জনগণের, জনগণের দ্বারা, জনগণের জন্য,

জাতীয়তাবাদ (Nationalism)একটি আদর্শ যেখানে সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়

ধর্মনিরপেক্ষতাবাদ (secularism) হচ্ছে ধর্মীয় স্বাধীনতার প্রকাশ, এই মতবাদ অনুযায়ী, সরকার কোনরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না, কোন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না এবং কোন ধর্মে কোন প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না

সংবিধানের এ মূলনীতিগুলো সংবিধান সৃষ্টির পরথেকে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় কতটুকু প্রতিফলিত হয়েছে? আদৌ কি হয়েছে? ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া গণপ্রজাতন্ত্রী এ দেশে রাষ্ট্র কি ক্রীতদাস সৃষ্টি করেনি? সমাজতন্ত্রের কোন কোন সাধ টুকু আমরা গ্রহণ করেছি? রাষ্ট্র কি সত্যিই জনগনের জন্য পরিচালিত হয়েছে? রাজনৈতিক আদর্শকে কবে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়েছিল? ধর্মনিরপেক্ষতা তো স্বয়ং সংবিধানই রাষ্ট্রের ধর্ম ঘোষণা করে অস্বিকার করেছে…..

যে আদর্শ নিয়ে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল আমাদের সংবিধানে ও পরবর্তী রাষ্ট্র পরিচালনায় সে আদর্শের প্রতিফলন ঘটেনি, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার যে ঘোষণাপত্র জারি করা হয় তাতে ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’ কে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের আদর্শ ও রাষ্ট্রীয় দর্শন হিসেবে ঘোসনা করা হয়েছিল, কিন্তু পরবর্তিতে না তা সংবিধানে স্থান পেয়েছে না পেয়েছে রাষ্ট্র পরিচালনায়…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.