নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুক্তিবাদী মানুষ। যুক্তি দিয়ে আমি জীবনকে এবং তার চারপাশকে বোঝার চেষ্টা করে থাকি। যুক্তি উপভোগ করি। যুক্তির সৌন্দর্যে আমি অভিভূত হয়ে পড়ি। ধন্যবাদ।

আমার স্পর্শ

আমার স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

মায়ার সুখ....

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

একটা ছেলের খাটো হওয়া আর একটা মেয়ের অসুন্দর হওয়ার মত অভিশাপ কমই আছে পৃথিবীতে। সমাজ এ দুটো জিনিস কেন যেন মানতে চায় না।.....
তবুও কিছু অভিনয়, কিছু মিথ্যেতে পাপ নেই। কাউকে ভাল রাখার, কেউ ভাল থাকার যে সুখ গুলো, মায়া গুলো এ অভিনয়, এ মিথ্যে ছুঁয়ে আসে তা অমূল্য। মায়া বড় অদ্ভুত জিনিস। কিছু মায়া এমন ভালবাসা হয়ে ধরা দেয়, তা কাটিয়ে উঠা কখনই হয় না। কখনও পারাও যায় না। বরং আরও বেশী আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে, ভালবাসা বাড়ায়। অভিনয়, মিথ্যে আর মায়ার বেড়াজালে, একটা ঘোরে ভালবাসাকে আটকে রাখে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ভুতে পেয়েছে, প্রেমিক হয়ে গেছেন; আবোল তাবোল বলছেন।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আমার স্পর্শ বলেছেন: হয়তবা, ভুতেই পেয়েছে। ছেলে মানুষ হিসেবে যে কষ্ট সেটার ভুতে পেয়েছে, তাই আবোল তাবোল বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.