নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুক্তিবাদী মানুষ। যুক্তি দিয়ে আমি জীবনকে এবং তার চারপাশকে বোঝার চেষ্টা করে থাকি। যুক্তি উপভোগ করি। যুক্তির সৌন্দর্যে আমি অভিভূত হয়ে পড়ি। ধন্যবাদ।

আমার স্পর্শ

আমার স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

পূর্বাচলে জমি

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

নারায়ণগঞ্জ পূর্বাচলে আমার মা ১৯৯৭ সালে ১৭ শতাংশ জমি কিনেছিল। কাগজপত্র, স্থানীয় ভূমি অফিস এবং অন্যান্য বিবিধ সরকারী অফিসে ওই জমির মালিকানায় আমার মা এর নাম আছে। পরবর্তীতে সরকার সেই অঞ্চলটা "পূর্বাচল প্রকল্প" নামে অধিগ্রহণ করে। বলা হয়েছিল, এর বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে টাকা এবং প্লট পাবে। কিন্তু পরবর্তীতে এ বিষয়ে আর কোন খোজ খবর পাওয়া যায় নি এবং শোনা যায় যার থেকে জমি কিনেছিল সে এবং রাজউক এর দালাল রা মিলে আমার মা এর জন্যে সরকারী বরাদ্দ ক্ষতিপূরণ এর টাকা তুলে নেয়।
পরে যখন কাগজপত্র নিয়ে অফিসে এই বিষয়ে অভিযোগ করা হয় তখন তৎকালীন রাজউক দালাল সিন্ডিকেট কর্তৃক নানা হয়রানিমূলক এবং সন্ত্রসী হুমকি কারণে এই বিষয়ে আর আগাই নাই।
বেশ কিছুদিন হল সেই সন্ত্রাসী দালাল মারা গিয়েছে যার কারণে আমার পরিবার এতদিন চুপ ছিল।
এখন আমরা চাচ্ছি সরকার থেকে আমাদের ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্য প্লটটা দাবি করতে, যেহেতু জমির আসল কাগজপত্র এখনো আমার মা এর নামে। আদৌ কি এত বছর পর সরকারের কাছে "পূর্বাচল প্রকল্প" আমাদের কোন দাবি করা সম্ভব এবং হলে তার প্রক্রিয়া কি ? কোথায় কি করতে হবে??
ধন্যবাদ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৭

আমার স্পর্শ বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ।
যদি আপনি পূর্বাচলের বিষয়ে জানেন বা আপনার পরিচিত কেউ এই বিষয়ে জানে, তবে আমাকে জানিয়েন যে আমার করণীয় কি? কোথায় কিভাবে আবেদন করতে হবে।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন।

আমার ঠিক জানান নেই।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১০

আমার স্পর্শ বলেছেন: মনে রাখার জন্যে ধন্যবাদ।
হ্যা। অনেকদিন পর এলাম। মাঝে উচ্চ শিক্ষার্থে দেশের বাইরে গিয়ে ছিলাম তো, তাই এদিকে আসা হয়নি বিভিন্ন কারণে।

যদি আপনি পূর্বাচলের বিষয়ে জানেন বা আপনার পরিচিত কেউ এই বিষয়ে জানে, তবে আমাকে জানিয়েন যে আমার করণীয় কি? কোথায় কিভাবে আবেদন করতে হবে।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাজউক মানেই তো চোর আর দালালের আখড়া।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১১

আমার স্পর্শ বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ।
ঠিক বলেছেন। রাজউক এর চতুর্থ শ্রেণীর চাকরীজীবিও কোটি কোটি টাকার মালিক। দেখার কেউ নেউ।
যদি আপনি পূর্বাচলের বিষয়ে জানেন বা আপনার পরিচিত কেউ এই বিষয়ে জানে, তবে আমাকে জানিয়েন যে আমার করণীয় কি? কোথায় কিভাবে আবেদন করতে হবে।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

শুভ্র বিকেল বলেছেন: আশা করছি আপনারা ক্ষতিপুরণ পাবেন। অন্তত দেরি হওয়ার জন্য ক্ষতিপুরণ পাবেন না তা হতে পারে না।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২

আমার স্পর্শ বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ।
যদি আপনি পূর্বাচলের বিষয়ে জানেন বা আপনার পরিচিত কেউ এই বিষয়ে জানে, তবে আমাকে জানিয়েন যে আমার করণীয় কি? কোথায় কিভাবে আবেদন করতে হবে।

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নুর ইসলাম রফিক বলেছেন: উক্ত বিষয়ে আমার কোন জ্ঞান নেই।
যেহেতু কে বা কারা টাকা তুলে নিয়েছে অবৈধ উপায়ে সেহেতু আপনি তো দুদকের সাহাজ্য নিতে পারেন মনে হয়।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

আমার স্পর্শ বলেছেন: সাথে থাকার জন্যে ধন্যবাদ।
এই বিষয়ে দুদুকের এক বন্ধুকে বলেছিলাম। সে পরামর্শ দিল যেন দুদককে এই বিষয়ে না জড়াই, কারণ দুদক নাকি চোরেরও চোর... চোরদের সর্দার বলতে পারেন।
যদি আপনি পূর্বাচলের বিষয়ে জানেন বা আপনার পরিচিত কেউ এই বিষয়ে জানে, তবে আমাকে জানিয়েন যে আমার করণীয় কি? কোথায় কিভাবে আবেদন করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.