নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জীবনে কোন সম্পর্কই নেই, কি লিখব আর নিজের সম্পর্কে।

মেহেদী হাসান জাহিদঅ

“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”

মেহেদী হাসান জাহিদঅ › বিস্তারিত পোস্টঃ

একটু ভাবুনতো........

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৯

আমাদের দেশে বেশিরভাগ ছেলেদের আসলে নিজের বলতে কিছুই থাকেনা। এরা পড়াশোনা শেষ করতে না করতেই এদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয়া হয় তোমাকে শীঘ্রই একটা জীবন্ত এটিএম বুথ হতে হবে, তুমি পৃথিবীতে এসেছো রেসপন্সিবলিটি নামক যাতাকলের নীচে নিজেকে পিষতে। কারন তুমি 'ছেলে'। এবং এরা মা-বাবা, ভাই-বোনদের ভালো থাকা খাওয়া নিশ্চিত করতে বেরিয়ে পড়ে একটা জব এর জন্য। অনেক অপমান, গালাগালি এবং অনেক কষ্টের শেষে কোনো রকমে একটা জব পেলে, তিন-চার বছরের মাথায় সেই ছেলেকে বিয়ে করিয়ে দিয়ে মা বাবা তাদের দায়িত্ব শেষ করেন। আর সেই বেচারা মা-বাবা, ভাই-বোন, বৌ এবং একপর্যায়ে নিজের বাচ্চাকাচ্চার ব্রাইট ফিউচার নিশ্চিত করতে করতে, ফ্যামিলীর সবার স্বপ্ন পূরন করতে করতে, একসময় ভূলেই যায় তারও একান্ত কোনো স্বপ্ন ছিলো। একদিন সেও একজন ভালো সিঙ্গার বা ম্যাজিশীয়ান হওয়ার স্বপ্ন দেখতো। কিন্তু শেষ পর্যন্ত সেইসব স্বপ্নকে জলাঞ্জলী দিয়ে তাকে মেনে নিতে হয় পৃথিবীর সবকিছু। তবুও সে সমাজের প্রতিটি স্তরে একজন সামান্যতম প্রাণী মাত্র।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৭

অঞ্জন ঝনঝন বলেছেন: সবাই সিঙ্গার , ম্যাজিশিয়ান হইলে কামলা দিব কে?

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: এ জন্যইতো ছেলেদের এত জ্বালা।

২| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৭

অঞ্জন ঝনঝন বলেছেন: সবাই সিঙ্গার , ম্যাজিশিয়ান হইলে কামলা দিব কে?

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: তা সত্যি.....

৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

অবনি মণি বলেছেন: কি আর করা!!

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: ওটাইতো আপু। কির আর করা? ছেলেদের জীবনটাই তেজপাতার মত। যেখানে দিবেন সেখানেই সই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.