নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯

এমন মানব জনম আর কি হবে, মন যা কর, ত্বরায় কর এই ভবে...

ম্যাক্সিমাস_৩৯ › বিস্তারিত পোস্টঃ

কি সুন্দর দেখা গেল...

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

এটি একটি আন্তর্জাতিক ম্যাচের টিকেট ।
নিজের দেশের নামের বানানটা ঠিক মতন লেখা হয়েছে কিনা সেটা নিশ্চিত করার মতন লোকের কি এতই অভাব? হাজার ত্রিশেক টিকেট কি আবার ছাপানো যেত না?
জয়তু উদাসীনতা, জয়তু বিসিবি, জয়তু টিকেটিং কমিটি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


টিকিটের ভুল থাকলে টিকিট ডিসকাউন্টে বিক্রয় করা উচিত

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

শাহিন বিন রফিক বলেছেন: প্রথম আলোয় নিউজটা দেখে খুব খারাপ লেগেছিল, আসলে আমাদের দেশে দায়িত্বহীনতা দিন দিন বেড়ে যাচ্ছে, মানুষের ভুল হতেই পারে কিন্তু তা দ্রুত সমাধান করা উচিত, তাছাড়া এটি আমাদের দেশের নাম। দেশের নামের জন্য প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে নতুন টিকেট করা যেত।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত সহজে ছেড়ে দিলে হবেনা,
এই টিকিট ছাপার দ্বায়িত্বে যারা ছিলেন
তাদের সোকজ করা হোক, চাকুরী থেকে
বরখাস্ত করা হোক, শাস্তি প্রদান করা হোক।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


নূর মোহাম্মদ নূরু বলেছেন, " এত সহজে ছেড়ে দিলে হবেনা, এই টিকিট ছাপার দ্বায়িত্বে যারা ছিলেন তাদের সোকজ করা হোক, চাকুরী থেকে বরখাস্ত করা হোক, শাস্তি প্রদান করা হোক। "

-এই ভুলের জন্য চাকুরী থেকে বরখাস্ত, লিলিপুটের মাথা?

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হস্তির মস্তিস্ক আর লিলিপুটের মস্তিস্কে ব্যবধান যোজন যোজন !
৩০ লাখ শহীদ ও তিন লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হবার পরে
আমাদের গৌরবোজ্জল অর্জন বাংলাদেশ। সেই বাংলাদেশের নাম
কয়েকজন গণ্ডারসম বৃহৎ মস্তিস্কের অবহেলায় বিশ্বের কাছে ভূলুণ্ঠিত
হলে আপনার হস্তির মস্তিকে আলোড়ন না তুলতে পারলেও আমার
লিলিপুটিয়ান মস্তিস্কে ঝড় বইয়ে দিচ্ছে। মাঝি সামাল সামাল ......

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাঝি সামাল সামাল ......

ঠিক!

বিসিবর বড় কত্তার কি শরম টরম আছে? ক্রিকেটারগো ধমকায়া কথা কয়! আরো কত কসিু শুনি গোপন রাজনীতির
কোচ বিনা নোটিশে চলে যায়!
এক্ষনে এত বড় ভুল!!!!!!!!!!!!!!!!!

পদত্যাগ আজ নয়তো আর কবে X((

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জাতির সামনে এদের কে দায়বদ্ধতা সম্পর্কে জিঙ্গেস করে শাস্তি দেয়া উচিৎ। দেশে আগাছায় ভরে গেছে।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

Hasin mahtab বলেছেন: দেশের ভাবমূর্তি আবারো নষ্ট হলো।

ভারতীয়রা আবারো আমাদের নিয়ে হাসাহাসি করার একটা প্রমাণ পেয়ে গেলো :((

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫

মলাসইলমুইনা বলেছেন: এই ছোটো কাজেও ভুল! এই কাজের দায়িত্বে ছিল যে রাজা মহারাজারা তাদের কি কিছু বলা হলো ? পুরস্কার দিয়ে সম্মানিত করার ব্যবস্থা করা হবেনাতো আবার ? সেটাতো জানা গেলো না কোথাও |

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: -এই ভুলের জন্য চাকুরী থেকে বরখাস্ত, লিলিপুটের মাথা?

গণ্ডারটা বলে এই ভুলে চাকুরী থেকে বরখাস্ত চাওয়া নাকি লিলিপুটের মাথা !!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.