নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

দিন যায় বেদনার তসবীহ গুনে

১১ ই মে, ২০২২ সকাল ১১:৩০



মা, করোনা কবে শেষ হইব
কবে পেট ভইরা ভাত খাইতে পারমু।
মা নীরব নির্বাক
কারণ কেউ তাকে বলেনি করোনা কবে শেষ হবে।

অনেক দিন স্কুল কলেজ বন্ধ
বন্দের আগে বাংলা সাহিত্যের ম্যাডাম বলেছিল-
তোমরা সবাই পুরুষকে নিয়ে কবিতা লিখবে;
সাহিত্যে পুরুষ বেশ উপেক্ষিত।

রোজগেরে পুরুষের ঘামে ভেজা
বুকের পশম যেন বাস্তবতার একেকটা অধ্যায়
এই ভাবনাটা জোছনা রাতের মতই সত্য
তবু কেন কেউ কবিতায় লিখলনা ?

ক্ষমতা পেলে কিংবা খুটির জোড়ে
কারো কারো সাধ জাগে
লংকার রাবন হতে
মাত্রা ছাড়া পাপের আগুন কাউকেউ ছাড়েনা।

কদমের ভেজা ফুল নিয়ে
অপরাহ্নে প্রেমিক ফিরে গিয়েছিল-
প্রিয়া যে অন্যের হাত ধরে বৃষ্টিতে ভিজছে
কত শত মানুষের দিন যায় বেদনার তসবীহ গুনে।

এক সমুদ্র বেদনা নিয়ে তবুও আশার বসিত বুকের গহীনে-
বেদনার তসবীহ গুনে গুনে সুখের দিন আসবে একদিন।


ছবি-নিজের তোলা।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ সকাল ১১:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা লেখার চেষ্ট হচ্ছে বুঝি?

১১ ই মে, ২০২২ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামুতে সরাসরি টাইপ করে কবিতাটা লিখলাম কিছুক্ষণ আগে তারপর পোস্ট দিলাম। অনেক বছর ধরেই কিবতা লিখছি। ধন্যবাদ।

২| ১১ ই মে, ২০২২ সকাল ১১:৫০

বিজন রয় বলেছেন: কবিতা অনেক ভাল হয়েছে।

আমি ভাবছি কবিতাটি যদি বিক্রমপুরের বা মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা হতো তো কেমন লাগত!!
অবশ্যই ভাল লাগত।

১১ ই মে, ২০২২ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক ধন্যবাদ।

বিক্রমপুরের বা মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষায় লেখা হলে হয়তো অন্য মাত্রা পেত।

ভাল থাকবেন কবি।

৩| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: এই কবিতাটি তো আঞ্চলিক ভাষায় লেখা শুরু করেছিলেন, কিন্ত পরে আর সেটা বজায় রাখলেন না কেন জানিনা।
কবিতায় বিষয়বস্তু অনেক ভালভাবে ফুটিয়ে তুলেছেন।

অনেক শুভকামনা প্রিয় মাইদুলকে।

১১ ই মে, ২০২২ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। আসলে বাচ্চার কথাটাই শুধু আঞ্চলিক হয়ে হয়ে গেছে পুরো কবিতাটা আঞ্চলিক ভাষায় লেখার প্লান ছিলনা যেখানে কিবতা লিখাটাও প্লান ছিলনা হঠাৎ করেই কাজের ফাঁকে লিখে ফেললাম।

ফিরতে মন্তব্যে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ও শুভকামনা।

৪| ১১ ই মে, ২০২২ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আমার বাড়ি মুন্সিগঞ্জ, বিক্রমপুর।
মুন্সিগঞ্জের ভাষা মিষ্ঠ।

১১ ই মে, ২০২২ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: জানি। অনেক এলাকার আঞ্চলিক ভাষা গুনতে ভালই লাগে।

ধন্যবাদ ।

৫| ১১ ই মে, ২০২২ দুপুর ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

১১ ই মে, ২০২২ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।

৬| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময় স্পর্শকাতর কবি দা

১১ ই মে, ২০২২ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ ।

৭| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ভাবনা আর কবিতা।
আমার ভালো লেগেছে।

১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনার কবিতাও চাই।

৮| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:২৮

গেঁয়ো ভূত বলেছেন: এক সমুদ্র বেদনা নিয়ে তবুও আশার বসতি বুকের গহীনে-
বেদনার তসবীহ গুনে গুনে সুখের দিন আসবে একদিন।


শুধুই মুগ্ধতা! ভালো থাকবেন প্রিয়জন। কবিতা চলতে থাকুক...

১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন্তব্যে মুগ্ধতা। শুভকামনা, আপনিও মাঝে মাঝে ব্লগে কবিতা দিয়েন।

ধন্যবাদ।

৯| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:০৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কবিতা ২০১৯ - ২০২০ এর নির্মমতার কথা স্মরণ করিয়ে দিবে পাঠকদের।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন। ধন্যবাদ।

১০| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:১৪

সেজুতি_শিপু বলেছেন: চমৎকার কবিতা।
ভালো লেগেছে।

১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশে।

১১| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: দুটো বিষয় আমার চোখে ধরা পড়েছে।
অত্যন্ত কঠিন সময়ের প্রেক্ষাপট কাব্যে রূপান্তরের চেষ্টা করেছেন গভীর মর্ম উপলব্ধি বিষয়।
দুই-কবিতা লেখার প্রচেষ্টা অব্যাহত রাখুন। শুভেচ্ছা জানবেন।

১২ ই মে, ২০২২ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। কবিতা লিখা অব্যাহত থাকবে।

১২| ১১ ই মে, ২০২২ রাত ৯:২০

শায়মা বলেছেন: এইভাবেই মনের ভাব ধরে রাখতে রাখতেই কবিতার জন্ম হয়।

১২ ই মে, ২০২২ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদম ঠিক বলেছেন।

ধন্যবাদ।

১৩| ১১ ই মে, ২০২২ রাত ৯:৪৮

মুক্তা নীল বলেছেন:

অনেকখানি শঙ্কা কাটিয়ে উঠলেও আতঙ্কটা কিন্তু ঠিকই রয়ে
গেছে । কবিতা ভালো লেগেছে মাইদুল ভাই

১২ ই মে, ২০২২ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একদিন সব ঠিক হয়ে যাবে আপু।

কিন্তু মানুষের সচেতনতা ১০% নেমে এসেছে। দুঃখজনক।

ধন্যবাদ।

১৪| ১২ ই মে, ২০২২ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জানি। অনেক এলাকার আঞ্চলিক ভাষা গুনতে ভালই লাগে।
ধন্যবাদ ।

সিলেট, নোয়াখালি জেলার ভাষা আপনার কাছে কেমন লাগে?

১২ ই মে, ২০২২ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সিলেটী ভাষা ভালোলাগে। আপনার ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.