নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

চাই সুন্দর জীবন

০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:৪৯





চাই সুন্দর সানন্দা সন্ধ্যা
বনবীথি তলে গিরি নদী জলে
ছায়া আর কায়ার কিস্তিমাত খেলা ।

কোথায় মনের মানুষ ?
মন যেন আজ তার পাষানের তাজ
সবকিছুতেই কেবল করে অবহেলা।

চাই হাজার বছরের প্রাচীন রাত
নাগ নাগিনীর নৃত্য-গীতের উচ্ছ্বাসে
কুয়াশার মত মিলিয়ে যাক সব বেদনা।

কোথায় নয়ন অভিরাম প্রেম-উদ্যান ?
ধূলি ধূসর শহর পুরনো সব পথ
মহাপ্রলয়ের পর কেউতো রবে না।

চাই সুন্দর জীবন
কত আর ভালোলাগে নীরবতা
হলদে পাতার ঝরে পড়ার শব্দ।

কোথায় বন্দি হয়েছে নির্জণতা?
চারিপাশে কোলাহলের মেলা
একাকীত্ব হল বুঝি এবার জব্দ।

চাই হলুদ সরষে ফুল
দিগন্ত বিস্তৃত সুভাশিত মাঠ
যেথায় পা রাখলেই অপার্থিব আনন্দ।

কোথায় সোনালী রোদের ঘ্রাণ?
কেবল মানুষে মানুষে ঠোকাঠুকি
ফুটে উঠে কথায় কথায় স্বার্থের দ্বন্দ্ব।


ছবি নেজের তোলা।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১:২৭

শূন্য সারমর্ম বলেছেন:


ছবিটা জাম্বুরী ফিল্ড?

০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাইট। ধন্যবাদ।

২| ০৭ ই মে, ২০২৩ দুপুর ২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবাতাটি বেশ ভালো হয়েছে।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৭

শেরজা তপন বলেছেন: কোথায় খুঁজব এসব- সব প্রায় হারাতে বসেছে জীবন থেকে। শহর আমাদের গিলে খেয়েছে :(

০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। তবুও বাঁচার জন্য চাই সুন্দর জীবন। ভাল থাকবেন ভাই। ধন্যবাদ।

৪| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৪১

গেঁয়ো ভূত বলেছেন: সবার জীবন সুন্দর হোক।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার জীবন সুন্দর হোক
সবাই সুখী হোক।

ধন্যবাদ।

৫| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসুন একদিন আনন্দে ভরিয়ে তুলি এই নিথর পাথর শহরকে আমাদের বিষাদমাখা হাসি দিয়ে !!

০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষের মুখের হাশি এতই শক্তিশালী যে
মূহুর্তেই কিছু বিষাদ ভুলিয়ে দেয়।

তাই হোক নিনিষ ভাই।ধন্যবাদ।

৬| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৮ ই মে, ২০২৩ সকাল ১০:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

৭| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:০০

অর্ক বলেছেন: পড়ে মনে হলো আপনার খুব কষ্ট গেছে এর পিছনে। হ্যা, নির্ঘাত ভালো পরিশ্রম অধ্যাবসায় ও সাধনার ফসল এ লেখা! না হয়ে পারেই না! সাধু সাধু।

এগিয়ে যান ভ্রাতা। শুভেচ্ছা জানাচ্ছি।

০৮ ই মে, ২০২৩ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর বলেছেন ভাই। আপনার কমেন্ট পড়ে মনটা ভরে গেলো। আসলেই যেটার পিছে শ্রম, অধ্যবসায়, সাধনা থাকে সেটার ফলাফল ভালই হয়। এই কবিতাটা একটি প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ০৮ ই মে, ২০২৩ সকাল ৮:২২

জটিল ভাই বলেছেন:
কবিতা একেবারেই সাধারণ হয়নি প্রিয় ভাই :)

০৮ ই মে, ২০২৩ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কাছে ভাললেগেছে জেনে খুশি হলুম। ধন্যবাদ ও শুভকামনা।

৯| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: চাইলেই কি পাওয়া যায়?
সব কিছু নিজ যোগ্যতা বলে অর্জন করে নিতে হবে।

০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। তবও মানুষ তো চাইবে ই। পাক বা না পাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.