নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩০

০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:০৪



আজকের গল্প আল্লাহকে দেখা যায় না কেন ?

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ঈদের পরের দিন হালকা বৃষ্টি ছিল। নাস্তা খাওয়ার পর দেখি মেয়ের প্লেটে খাবার পরে আছে। এটা অপচয় হবে বা নষ্ট হবে তাই বললাম মামনি খাবার নষ্ট করতে নেই। আল্লাহ পছন্দ করে না অপচয়কারীকে। আল্লাহ রাগ করবে ।আমার কথা শুনে সে জানালার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, কই আল্লাহ রাগ করছে ? আল্লাহকে তো দেখি না ?

আমি বললাম আল্লাহকে এভাবে দেখা যায় না। সে বলল, আল্লাহ কোথায় থাকে ?

আমি বললাম, আকাশের উপরে আরশ আছে সেখানে থাকে।

সে বলল, আরশ কেমনে থাকে ? আমি বললাম, ফেরেশতারা আরশ বহন করে আল্লাহ সেই আরশে থাকেন।

তখন সে বলল, আল্লাহ কি ভাত খায় ?

আমি বললাম না। সে বলল, একটুও খায় না ! আমি বললাম, না । আল্লাহর খাওয়া-দাওয়ার প্রয়োজন হয় না ।ঘুমের প্রয়োজন হয় না। বিশ্রামের প্রয়োজন হয় না । এগুলো থেকে আল্লাহ সবসময় মুক্ত।

সে বলল তাহলে মাথা ঘুরায় না ? আমরা খাবার না খেলে বা কম খাইলে মাথা ঘুরায়। আল্লার ঘুরায়না। আমি বললাম আল্লাহ আমাদের বানিয়েছেন। আল্লাহ রোগ শোক এবং সবকিছুর উর্দ্ধে।

সে বলল আমি আল্লাহর কাছে যেতে চাই । আমি বললাম এভাবে তো আল্লাহর কাছে যাওয়া যায় না ।বেহেস্তে গেলে তুমি আল্লাহকে দেখতে পাবে। সেটা এ জীবনে নয়, সেটা আরেক জীবনে।

সে বলল হুম আমি তো এগুলো বুঝতেছি না। আমি বললাম আসলেই তুমি এগুলো এখন বুঝবে না। তুমি যখন একটু একটু করে বড় হবা তখন অল্প অল্প করে সবকিছুই বুঝতে পারবে, জানতে পারবে।

কখন বের হব বাবা ?

এইতো প্রতিদিন একটু একটু করে বড় হবা। তাহলে তোমাকে ঠিকমতো খেতে হবে, ঘুমাতে হবে, লেখাপড়া- খেলাধুলা সব করতে হবে তাহলেই বড় হবে।

সে বলল আমি তো এগুলো করি। আমি বললাম, তাহলে ঠিক আছে এবার চলো বৃষ্টি কমেছে একটু বাহিরে থেকে ঘুরে আসি।

ছবি-নিজের তোলা।


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৩

করুণাধারা বলেছেন: বাবুটার জন্য অনেক শুভকামনা।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

২| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবুর জন্য দোয়া ও আদর রইলো

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রশ্ন করতে করতেই বাচ্চারা শেখে।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জ্বী ভাই। ধন্যবাদ।

৪| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২২

শেরজা তপন বলেছেন: চমৎকার সওয়াল জবাব!
তবে আল্লাহ সন্মন্ধে একটু ভুল বোঝানো হয়েছে।

১০ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

৫| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার কন্যা ভালো থাকুক। সুস্থ থাকুক এই দোয়া করি।

১০ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.