নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের চট্টগ্রামে নদীর তলদেশে নির্মিত প্রথম টানেল উদ্বোধন।

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০২



আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে গেল আরও অনন্য উচ্চতায়। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে টানেল যুগে প্রবেশ করলো বাংলাদেশ।

চট্টগ্রামের অন্যতম বিখ্যাত ও খরসতা নদী হচ্ছে কর্ণফুলী এই কর্ণফুলী নদীর তলদেশেই নির্মিত হয়েছে দেশের প্রথম টানেল। এর ফলে পতেঙ্গা থেকে কর্ণফুলীর ওপারের আনোয়ারা যেতে সময় লাগবে অল্প কয়েক মিনিট যেখানে আগে সময় লাগতো এক থেকে দেড় ঘন্টা।

নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে টানেলটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী টানেল পাড়ি দেন এবং টোল পরিশোধ করেন। আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে জনসভায় ভাষণ দেবেন।

টানেল উদ্বোধনের দিন (শনিবার) প্রধানমন্ত্রী বিশেষ স্মারক ডাকটিকিট, খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করবেন। টানেলটি রোববার থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বন্দর নগরীতে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। চট্টগ্রাম সিটি করপোশেনের (চসিক) উদ্যোগে পুরো নগরীকে পরিপাটি করে তোলা হয়; সাজানো হয় ভিন্ন আমেজে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের পোস্টার-ব্যানারে ছেয়ে যায় নগরী ও আনোয়ারা প্রান্তের রাস্তাঘাট। পতেঙ্গা প্রান্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে স্থাপন করা হয় বঙ্গবন্ধুর নান্দনিক ম্যুরাল।

দেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরীর বাসিন্দাদের স্বপ্ন সত্যি হলো এ টানেল উদ্বোধনের মধ্য দিয়ে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় উন্নীত করবে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পের প্রায় অর্ধেক অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। টানেলের পুরো রুটের দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার (৫.৮৩ মাইল)। সুড়ঙ্গটির দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) ও ব্যাস ১০.৮০ মিটার (৩৫.৪ ফুট)।


ছবি এবং তথ্যসূত্র- এনডি ২৪ ডট কম।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২১

বাউন্ডেলে বলেছেন: খরস্রোতা কর্নফুলির নিচ দিয়ে টানেল পথ নির্মান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। হাজার বছরের প্রতিবন্ধকতা দুরীকরনে সরকারের এই সাফল্য প্রসংসনীয়।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবশ্যই এই সাফল্য প্রসংসনীয় এবং দেশের জন্য উন্নতী বয়ে আনবে। ধন্যবাদ।

২| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিসন্দেহে একটি উন্নয়নমূলক কাজ। প্রসংসার দাবীদার।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ। দেশ উন্নত হচ্ছে।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩০

বিষাদ সময় বলেছেন: টানেলের অপর প্রান্তে থাক আলোক উদ্ভাসিক বাংলাদেশ সেই কামনা।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অবহেলিত কর্ণফুলীর ওপ্রান্ত এবার আলোকিত হবে এবং উন্নত হবে। ধন্যবাদ।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:৩২

বিষাদ সময় বলেছেন: দুঃখিত "উদ্ভাসিত" হবে।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বুঝতে পেরেছি। টাইপো হতেই পারে। ধন্যবাদ।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:১১

জ্যাক স্মিথ বলেছেন: ওয়াও দারুণ!! এমন একটি দিনে ট্যানেলটি উদ্বধোন করলো, দেশের মানুষ জানতেও পারলো না।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মানুষ জানে তবে বিএনপির জনসমাবেশ থাকায় এটা কিছুটা আড়ালে পড়ে গেছে। ধন্যবাদ।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



টোল কতো? এখন দৈনিক কি পরিমাণ গাড়ী যাতায়াত করে?

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। টোল নির্ধারণ করা হয়েছে -

কার, জীপ, পিকআপ – ২০০ টাকা
মাইক্রোবাস - ২৫০ টাকা
বাস (৩১ আসন বা এর কম) – ৩০০ টাকা
বাস (৩২ আসন বা এর বেশি) – ৪০০ টাকা
বাস (৩ এক্সল) – ৫০০ টাকা
ট্রাক (৫ টন পর্যন্ত) – ৪০০ টাকা
ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত) – ৫০০ টাকা
ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত) – ৬০০ টাকা
ট্রাক/ট্রেইলার (৩ এক্সল) – ৮০০ টাকা
ট্রাক/ট্রেইলার (৪ এক্সল) - ১০০০ টাকা

ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: এটা একটা ভালো কাজ হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।


ধন্যবাদ।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:২৭

কালো যাদুকর বলেছেন: নিঃসন্দেহে একটি ভাল মানের পজেক্ট এটি। কত খরচ হয়েছে?

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লক্ষ টাকা। এর মাঝে বাংলাদেশ ব্যয় করছে ৪ হাজার ৬১৯ কোটি ৭০ লাখ এবং চীনের ঋণ ৬ হাজার ৭০ কোটি টাকা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.