নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

সোনালি ফসল ও সবুজ বৃক্ষ

২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫



আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। আশে পাশের সব মানুষ এই নদীতে গোসল করে, মাছ ধরে, এই নদীর পানি দিয়ে ফসল ফলায়। এক কথায় বলতে গেলে এই নদীর উপর আমাদের গ্রামের মানুষ অনেকখানি নির্ভরশীল। একবার নদীর পানি প্রায় শুকিয়ে গেল সেইবার অনেক ফসল নষ্ট হয়ে যায় পানির অভাবে। এখানে বিদ্যুৎ নেই যে পানি সেচ দিয়ে ফসল কে বাঁচানো যাবে। গ্রামের চেয়ারম্যান কথা দিয়েছিল, যে করেই হোক বিদ্যুতের ব্যবস্থা করে দেবেন; যাতে গ্রামের মানুষ ভালমত ফসল ফলাতে পারে। ১ বছর পার হয়ে গেল এখনো বিদ্যুৎ আসেনি। এখন ফসল ফলানোর জন্য এই নদীই একমাত্র অবলম্বন। দক্ষিণ পাড়ায় প্রাইমারি স্কুল আছে সেখানে ছোট ছোট ছেলে মেয়েরা পড়তে যায়। প্রাইমারি স্কুলে এখন বিভিন্ন রকমের কৌশল শেখানো হচ্ছে যাতে প্রতিকূল পরিবেশে বিপদের মুখে পড়তে না হয়।


শীতকাল তাই নদীর পানি কমে গেছে অনেকখানি তাই আশে পাশের অনেক ক্ষেতে পানি নেই। পানির অভাবে অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাই কৃষকেরা খুব দুঃচিন্তায় আছে। কিছুদিন আগে আমাদের গ্রামে বৃক্ষ মেলা হয়েছে সেখানে বলেছে, আমাদের দেশে বন ভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাই গাছ লাগাতে হবে বেশি বেশি। বন ভূমির পরিমান কমে গেলে অসময়ে বৃষ্টি হয় আবার খরায় জমি খা হয়ে যায়। এবার চাষ ভাল হবেনা বলে ধারণা করেছে কৃষি অফিসার। কিন্তু এই গ্রামের মানুষ স্বপ্ন দেখে তাদের গ্রাম সোনালি ফসলে ভোরে উঠবে। তারা নতুন ফসল হাটে বিক্রি করে ছেলে মেয়েকে নতুন কাপড় কিনে দেবে। গ্রামের মানুষ গুলোর সব স্বপ্ন পূরণ করতে পারে তাদের ক্ষেতের সোনালি ফসল।


আমি এবার এইচ এস সি প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার চোখের সামনে গ্রামের মানুষ গুলোর এমন সর্বনাশ হবে তা আমি মেনে নিতে পারবো না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমিই তাদের সাহায্য করবো, যে করেই হোক। আমার ধারণা এই সোনার মাটিতে সোনালি ফসল ফলবেই। তাই যে করেই হোক কৃষি অফিসারের ধারণা কে পাল্টে দিতেই হবে। আমি কৃষি শিক্ষা বইতে পড়েছি কি করে প্রতিকুল পরিবেশে চাষ করতে হয়। এই শিক্ষা কে কাজে লাগাতে হবে তাই গ্রামের মানুষ কে একত্রিত করে নানান পরামর্শ দিলাম। সেই সাথে এটাও বুঝিয়ে দিলাম, শীতকালে পানির সমস্যা; তাই যে ফসল চাষ করতে পানি কম লাগে সেই ফসল চাষ করতে। এটাই বুদ্ধিমানের কাজ হবে। পানি কম লাগে এমন কিছু ফসলের বীজের নাম বলে দিয়েছি। কি করে সেসব ফসলের চাষ করতে হবে তাও বুঝিয়ে দিয়েছি। তবে একটা কথা আদায় করে নিয়েছি সেটা হলো যদি ফসল ভালো হয় সেই টাকা থেকে চারা গাছ কিনে তাদের বাড়ির আশে পাশে ফাঁকা জায়গায় তা রোপণ করতে হবে। আমার বিশ্বাস ছিল আমি সফল হবো। আমাদের গ্রাম ভরে উঠবে সোনালি ফসলে। সেইসাথে একটা স্বপ্ন বাস্তব হবে, সেটা হলো আমাদের গ্রাম ভরে উঠবে বৃক্ষ দিয়ে। বন ভূমির পরিমান বাড়াতেই হবে তাই আমার গ্রাম দিয়েই শুরু করেছি এই বৃক্ষ রোপণ অভিযান।


কেটে গেল কিছু মাস। গ্রামের প্রতিটা ক্ষেতে সোনালি ফসল এবং সাথে সাথে কৃষকের মুখে হাসি। ফসল ভালো হয়েছে তাই আমার কথাটা রেখেছে সবাই। সবাই বাড়ির আশে পাশে ফাঁকা জায়গায় হরেক রকম বৃক্ষের চারা রোপণ করেছে। কল্পনা করি একদিন এই চারা বৃক্ষ অনেক বড় হয়ে সবুজ করে তুলবে পুরো গ্রামকে। সেদিন বন ভুমির পরিমান আর কমবে না সেদিন শুধু বাড়বে। স্বপ্ন একদিন সত্যি হবে; হবেই হবে।

ছবিঃ ইন্টারনেট থেকে সংরক্ষিত।

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


এটা তো বিশাল এক প্রচেষ্টার কাহিনী! আপনাকে অভিনন্দন।

শীতকালে, নদী থেকে কিভাবে পানি আনা হয় জমিতে?

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ!!!!! শীতকালে মটার দিয়ে পানি দেয়া হয়। আর নদী থেকে মটার দিয়ে পানি নিয়ে আনা হয় ক্ষেতে।

২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



ছবিতে্ ২ তরুণী সরিষার ফুল কেন তুলছেন?

আপনার এলাকায়, কৃষক পরিবারদের কাছে গড়ে কি পরিামণ জমি আছে?

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৭

অতঃপর হৃদয় বলেছেন: হয়তো শখ করে তুলতেছে। নেট থেকে ছবি গুলো নিয়েছি আর প্যারার সাথে মিল রেখে যোগ করে দিয়েছি। গড়ে জমি কি পরিমাণ আছে তা আমার জানা নেই। এটা একটা কাল্পনিক লেখা; গল্পের মত ধরে নিতে পারেন। এখান থেকে শেখার মত মত বিষয় হলো, এক তরুণ উদ্যেগ নিয়েছে যে করেই হোক তার এলাকায় বৃক্ষ রোপণ বাড়াবে। তাই সে কৃষকদের সোনালি ফসলের টোপ দিয়ে গাছ লাগান আদায় করে নিয়েছে।

৩| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: ভালো বিষয় । ভালো লাগলো ।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩০

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। বৃক্ষ রোপণ করুন, পরিবেশ কে ভাল রাখুন।

৪| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: অতঃপর হৃদয় ,




একটি সুন্দর অনুভবের কথা নিয়ে লিখেছেন । সাধুবাদ জানাই ।
আপনার স্বপ্ন যেন একদিন সত্যি হয় ...................

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩১

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করুন।

৫| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৭

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর এক প্রচেষ্টার গল্প পড়লাম। এভাবে সবাই এগিয়ে এলে স্বপ্ন একদিন সত্যি হবেই হবে।
শুভ কামনা রইল।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩২

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। আমাদের এগিয়ে আসতে হবে, আমরাই পারি বাংলাদেশ কে সবুজের দেশে পরিণত করতে।

৬| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: স্বপ্ন সত্যি পূরণ হোক সবার, আপনার প্রচেষ্টা সফল হোক, অনেক অনেক শুভ কামনা রইলো।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমাদের বৃক্ষ রোপনে মনোযোগ দিতে হবে।

৭| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

কাল্পনিক কামিনী বলেছেন: আমরা সবাই যদি বৃক্ষ রোপণ শুরু করি তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেশকে বদলে দিতে পারব। ধন্যবাদ অনেক সুন্দর লিখেছেন। আপনার জন্য শুভ কামনা রইল। আপনি কি সত্যি ইন্টার মিডিয়েট পড়েন???

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আমি ঐ ক্লাসেই পড়ি। :)

৮| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫১

সোনামণি বলেছেন: আপনার জন্য শুভ কামনা, আপনার স্বপ্ন সত্যি হোক এই কামনাই করি। গাছ আমাদের প্রাণ বাঁচায়, তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ, ভাল থাকুন।

৯| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

শিখণ্ডী বলেছেন: এমন নতুন চিন্তাই একদিন আমাদের এগিয়ে নিয়ে যাবে।

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ আপনাকে, আসুন বৃক্ষ রোপনে এগিয়ে আসি আমরা।

১০| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

ওমেরা বলেছেন: ভাল প্রচেষ্টা । আপনার জন্য অনেক দোয়া আল্লাহ আপনাকে সফল করুন ।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। বেশি বেশি গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন।

১১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো, শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আসুন আমরা নিজেদের এলাকা থেকেই বৃক্ষ রোপণ অভিযান শুরু করি।

১২| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:০২

আখেনাটেন বলেছেন: শুভকামনা রইল।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। আপনার বাড়ির আশে পাশে ফাঁকা জায়গায় চারা গাছ লাগান, একদিন চারা গাছ বড় হয়ে বিশাল বৃক্ষে পরিণত হবে।

১৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: আশাবাদী লেখা। ভালো লাগল।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে। বৃক্ষ দেয়, ফল, ফুল, ছায়া, অক্সিজেন আর কি চাই!!!!! বেশি বেশি গাছ লাগান আর এসব উপভোগ করুন।

১৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সপ্ন পূরন হোক। শুভ কামনা রইল অনেক।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

অতঃপর হৃদয় বলেছেন: বৃক্ষ রোপণ করতে অন্যকে উৎসাহিত করুন। ধন্যবাদ।

১৫| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন!!!:)



আপনার স্বপ্ন পূর্ণতা পাক সে কামনাই করছি!:)

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ ভাইই.!!! গাছ লাগান পরিবেশ বাঁচান।

১৬| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ না হয় বুঝলাম!!!কিন্তুক ভাই থেকে ভাইই হলাম ক্যালা!!!:)



গাছ লাগানোর জায়গা নাইক্কা ভাই!;)

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: হাহাহাহা!!!!!!! ঐডা কুনু ব্যাপার না!! বাড়ির ছাদে গাছ লাগাবেন। আর হ্যাঁ, ভাই মানে ভাই, বেশি সম্মানের ক্ষেত্রে ভাইই!!! :) :) :)

১৭| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০২

বিলিয়ার রহমান বলেছেন: এইবার বুজলাম ভাইইইই!!


বেশি স্নেহের জন্য এই ভাই কথাটা ভাইইইই হয়েছে!!!;)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

অতঃপর হৃদয় বলেছেন: এত স্নেহ কই রাখি ভাই!!!!!!!! আমার আবার পকেট ফুটো করে দিয়েছে পিঁপড়া!!!! :) :)

১৮| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বারান্দায় শুধু পাতা বাহার
ছাদ নাই :(

সুন্দর পোস্ট

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২২

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপুমনি। সমস্যা নাই আস্তে আস্তে সব হবে, ছাদও হবে। পাতা বাহার গাছ আমার অনেক ভাল লাগে।

১৯| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ হবে

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭

অতঃপর হৃদয় বলেছেন: জ্বী আপুমনি। ভাল থাকুন।

২০| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মনিরা সুলতানা বলেছেন:


কি চমৎকার ভাবনা! মন ভালো হয়ে গেলো।
শুভ কামনা :)

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১০

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। :) :) গাছ আমাদের প্রাণ বাঁচায়, আসুন বেশি বেশি গাছ লাগাই।

২১| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের জন্য শিক্ষনীয় পোষ্ট, আশা করছি সবার আশেপাশের ফাকা জায়গাগুলো সবুজে ভরে উঠবে। শুভেচ্ছা আপনাকে।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ। আমরা গাছ লাগাতে ঠিক ভরে উঠবে।

২২| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮

জুন বলেছেন: মানুষ উষর মরুভুমিতেও গাছ লাগিয়ে একটু সবুজ পেতে চেষ্টা করে। আর আমাদের দেশের মাটিতো সবুজকে লালন করে। আপনার আশাজনক চিন্তায় অনেক ভালোলাগা অত:পর হৃদয়।
+

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

অতঃপর হৃদয় বলেছেন: আমাদের বৃক্ষ রোপনে আগ্রহী হতে হবে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.