নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়ে লেখার মত আপাতত কিছুই নেই। যেদিন লেখার মত কিছু অর্জন করতে পারবো সেদিন না হয় সময় করে লিখে ফেলবো।

অতঃপর হৃদয়

অতঃপর একটি কাল্পনিক চরিত্র

অতঃপর হৃদয় › বিস্তারিত পোস্টঃ

ছোটদের গল্প: চাঁদের বুড়ি

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩


রিয়াজের চোখে ঘুম নেই। সারাক্ষণ শুধু ভাবে কিভাবে চাঁদের বুড়ির কাছে যাওয়া যায়। রিয়াজের ভাই বলেছে, চাঁদের বুড়ির কাছে গেলে যা চাইবি তাই পাবি। রিয়াজ এ কথা শুনে চাঁদের বুড়ির কাছে যাবার জন্য পাগল হয়ে গেছে। রিয়াজ একা বসে ভাবে, আমাকে যে করেই হোক চাঁদের বুড়ির কাছে যেতে হবে। আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল পেতেই হবে। রিয়াজের গেম খেলার নেশাটা মারাত্বক। মোবাইলে গেম না খেললে যেন তার পেটের ভাত হজমই হতে চায় না। বাসার মোবাইল সব সময় হাতে নিতে দেয় না তাই সে চাঁদের বুড়ির কাছে যাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আনতে। মনে মনে সে ভাবে, মোবাইল টা পেলে সে সারাক্ষণ গেম খেলবে। রিয়াজ তার বাসার সবার কাছে জানতে চায় চাঁদের বুড়ির কাছে কি করে যেতে হয়। সবাই যখন জানতে চায় চাঁদের বুড়ির কাছে গিয়ে কি করবি? তখন সে বলে, অ্যান্ড্রয়েড মোবাইল আনতে যাবো। বাসার সবাই রিয়াজের কথা শুনে হো হো করে হেসে ওঠে।

আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে রিয়াজ। সকালে উঠেই বড় ভাইয়ের কাছে জানতে গেছে কি করে চাঁদের বুড়ির কাছে যাওয়া যায়। রিয়াজের ভাই বলে, চাঁদের বুড়ির কাছে তো আর এমনি এমনি যাওয়া যায় না। আর সেখানে গেলেও এমনি এমনি কিছু দেয় না। রিয়াজ বলে তাহলে কি করতে হবে আমাকে? রিয়াজের ভাই রিয়াজ সে সবকিছু বুঝিয়ে বলে যে, চাঁদের বুড়ির কাছে যেতে হলে বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল করতে হয়। আর যে বার্ষিক পরীক্ষায় ফলাফল ভাল করতে পারে সেই চাঁদের বুড়ির কাছে যেতে পারে। সে চাঁদের বুড়ির কাছে গিয়ে যা চায় চাঁদের বুড়ি তাকে তাই দেয়। রিয়াজের আর বুঝতে বাকি রইলো না কিছু।
রিয়াজ এখন মনোযোগ দিয়ে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে আর ভাবছে বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল করতে পারলেই চাঁদের বুড়ির কাছে যেতে পারবে। চাঁদের বুড়ির কাছে গিয়ে মোবাইল টা আনার জন্য তাকে যে করেই হোক ভাল ফলাফল করতেই হবে। এখন রিয়াজের মাথায় শুধু একটাই চিন্তা সেটা হচ্ছে, কি করে বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল করা যায়।

দেখতে দেখতে রিয়াজের বার্ষিক পরীক্ষা চলে এলো। প্রস্তুতি ভাল ছিল জন্যে পরীক্ষা গুলোও খুব ভাল দিচ্ছে। রিয়াজ সব পরীক্ষাই খুব ভাল দিলো। এখন শুধু ফলাফলের অপেক্ষা। আস্তে আস্তে ফলাফলের দিন এসে উপস্থিত হলো। আজ রিয়াজের পরীক্ষার ফলাফল দেবে। সবাই স্কুলে এসেছে ফলাফল নিতে। রিয়াজও এসেছে তার বড় ভাইয়ের সাথে। যখন ফলাফল ঘোষণা করলো তখন রিয়াজ জানতে পারলো, সে বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে! রিয়াজ খুশিতে নেচে উঠলো। রিয়াজ তার ভাইয়ের সাথে স্কুল থেকে দেয়া ফলাফল কার্ড হাতে বাসায় প্রবেশ করলো। রিয়াজ আজ খুব খুশি সে বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল করেছে শুধু ভাল নয় রীতিমত সে প্রথম হয়েছে। এবার চাঁদের বুড়ির কাছে যাওয়া কেউ আটকাতে পারবে না।

রাতে ঘুমানোর আগে তার ভাইয়া কে বললো, ভাইয়া আমি তো পরীক্ষায় প্রথম হয়েছি, এবার আমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে চলো আমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে এসে গেম খেলবো। তার ভাই বলে, তুই বিছানায় গিয়ে ঘুমা আর মনে মনে চাঁদের বুড়ির কাছে তোর মোবাইলের কথা বলিস। রিয়াজ মনে মনে চাঁদের বুড়ির কাছে তার মোবাইলের কথা বলে ঘুমিয়ে গেল। পরদিন সকালে চোখ খুলেই দেখতে পেল, টেবিলের উপর একটা সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল রাখা আছে। রিয়াজ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলো মোবাইলের দিকে, তারপর কাছে গিয়ে মোবাইল টা ভাল করে দেখলো। অতঃপর সে আর দেরি না করে মোবাইল টা অন করেই গেম খেলতে শুরু করে দিলো। আর ভাবতে লাগলো হয়ত রাতে চাঁদের বুড়ি তার মনের কথা শুনতে পেয়েছে তাই সকাল সকাল তার জন্যে মোবাইল পাঠিয়ে দিয়েছে ।

বিশেষ দ্রষ্টব্য: এই লেখাটি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:

"রিয়াজের চোখে ঘুম নেই। "

-ব্লগের প্রায় গল্পের শুরু "ঘুম নেই"; লাইনটা কি নকল করে চালিয়ে দিলেন?

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

অতঃপর হৃদয় বলেছেন: নকল করার ইচ্ছা আমার নেই। আর নকল করতে পারিও না, যদি পারতাম তাহলে আমার একাডেমিক রেজাল্ট গোল্ডেন এ প্লাস থাকত। যে সাইন্স বানান করতে পারেনা সে পেয়েছে এ প্লাস। আমার কয়েক বেঞ্চ বেছনে বসেছিল। আর নকল করলে এতদিন লেখার বন্যায় ভাসিয়ে দিতাম। যা লিখি তা মনের ভেতর থেকে আসে, আসে কল্পনা থেকে, আসে বাস্তব থেকে।

২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৭

প্রাইমারি স্কুল বলেছেন: আমারও একটা মোবাইল লাগবে চাঁদের বুড়ির কাছে মোবাইলের কথা বলবো কি ?

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

অতঃপর হৃদয় বলেছেন: হ্যাঁ বলে ফেলুন :) :) আশা করি চাঁদের বুড়ি আপনাকেও মোবাইল দিবে। আমার তো মোবাইল নেই, কত বলি আমাকে একটা দেন কিন্তু দেয় না।

৩| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

কাল্পনিক কামিনী বলেছেন: গল্প দারুণ হয়েছে। মোবাইল টা চাঁদের বুড়ি দেয় নাই, হয়তো বাসার কেউ রেখে দিছে। মোবাইল দেওয়ার আগে ভাল রেজাল্ট আদায় করে নিয়েছে। গল্পে লাইক দিলাম।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

অতঃপর হৃদয় বলেছেন: হা হা হা!!! আপনি বুঝতে পারছেন তাহলে!!!! :) ধন্যবাদ পাঠ করার জন্য।

৪| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

প্রাইমারি স্কুল বলেছেন: হাহাহাহা - আমিও বলি কিন্তু দেয় না।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

অতঃপর হৃদয় বলেছেন: আসেন কোলাকুলি করি,!!!!!!!!!!!!!! :) :) :)

৫| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

জুন বলেছেন: ছোট ভাইয়ের মুখে হাসি ফোটাতে বড় ভাই হলো চাদের বুড়ি। সাথে ভাইকে পড়াশোনাতেও আগ্রহী করে তুললো।
গল্পটি ভালোলেগেছে অত:পর হৃদয়।
+

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

অতঃপর হৃদয় বলেছেন: হ্যাঁ একদম ঠিক ধরেছেন। ভালো লাগার জন্য ধন্যবাদ।

৬| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সোনামণি বলেছেন: জুন বলেছেন: ছোট ভাইয়ের মুখে হাসি ফোটাতে বড় ভাই হলো চাদের বুড়ি। সাথে ভাইকে পড়াশোনাতেও আগ্রহী করে তুললো।

আমাদের উচিত ছোট বাচ্চাদের টোপ দিয়ে পড়াশোনায় মনোযোগী করা। যখন বাচ্চারা বড় হবে তখন নিজেই ভাল মন্দ বুঝতে শিখবে। ছোট বেলায় তাদের ভাল মন্দ দেখার দায়িত্ব পরিবারের।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: আপনার সাথে একমত। বাচ্চাদের ভাল কিছু শেখাতে হবে এবং পড়াশনায় মনোযোগী করতে হবে সেটা যে করেই হোক।

৭| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সোনামণি বলেছেন: ও বলতে ভুলে গেছি, গল্পটা অনেক সুন্দর ছিল, যেমন মজার ছিল তেমন শিক্ষণীয়ও ছিল। ধন্যবাদ হৃদয়।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ সোনামণি। :) :)

৮| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে ছোটদের গল্প । :)

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপুমনি। :)

৯| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
গল্প পড়ে ভালো লেগেছে ।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।

১০| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই। ছোটদের জন্য এমন গল্পই দরকার। লাইক রইল গল্পে।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা রইল।

১১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।

১২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: আধুনিক গল্প, বেশ ভালো লাগলো +।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: হ্যাঁ আধুনিক। ধন্যবাদ পাঠ করার জন্য। ভালো থাকুন সবসময়।

১৩| ২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রাইমারি স্কুল বলেছেন: আমারও একটা মোবাইল লাগবে চাঁদের বুড়ির কাছে মোবাইলের কথা বলবো কি ?

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

অতঃপর হৃদয় বলেছেন: হাহাহাহা!!!!! :) :) আপনিও বলে ফেলুন।

১৪| ২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৪২

ডঃ এম এ আলী বলেছেন: গল্প ভাল লাগল ।
ধন্যবাদ অনুসরণ করার জন্য ।
শুভেচ্ছা রইল ।

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১২

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো গল্পটা

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

অতঃপর হৃদয় বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ।

১৬| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

নীল-দর্পণ বলেছেন: আমার একটা চাকরী লাগবে, চাঁদের বুড়ির কাছে বললে কি কাজ হবে? ;)

গল্পে ভাললাগা :)

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০১

অতঃপর হৃদয় বলেছেন: বলে দেখেন, দিতে পারে, হাহাহা :) :) ভালো লাগার জন্য ধন্যবাদ।

১৭| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:২৬

বৃতি বলেছেন: বাহ, ছোটদের গল্পঃ চাঁদের বুড়ি অনেক ভালো লেগেছে :) অনেক শুভেচ্ছা থাকলো, অতঃপর হৃদয়।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৩০

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালোবাসা রইল।

১৮| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: আমার নামটাও কিন্তু রিয়াজ !!:)

২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স!!!!!! মনে নাই আমার!!!!! ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.