নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

মন্ডল দাদা

মন্ডল দাদা › বিস্তারিত পোস্টঃ

নীরব সুর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

নীরবতা ভীষণ দুচোখ জুড়ে
আছড়ে জল পড়ছে ধীরে,
আড়ালে বিশাল নদীর বুকে
মিশে যায় ডেউয়ের সুরে।

কান্না খেকো রাত যে আমার
জোনাক বলে সঙ্গী তোমার,
প্রতি প্রীতির শেষে যে তাহার
কষ্টের রোলেই ভীষণ আহার ।

পাশেই বসা ঝি ঝি পোকা
হাজার শব্দে একই কথা,
কষ্ট কি তোর বলরে বোকা
কেনই বা তুই সঙ্গী একা ।

হাজার প্রশ্নের বেড়া জালে
মিসে মায়ার এই সংসারে ,
মরীচিকা পিছে ছুটে চলে
মিথ্যার পাহাড় আঁকরে ধরে ।

শত আঘাত বুকে নিয়ে
কেনবা আবার নতুন করে,
জরিয়ে কিছু স্বপ্নে এরিয়ে
হারিয়ে খোঁজা মিথ্যে সুরে ।

আমি নয়ত সেইত আসে
কেন তবে যন্তনা মিসে,
আশ্রয় যদি নীরব রসে
বাঁচনা কেন সেই স্মৃতির আসে

............... মন্ডল দাদা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.