নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

শেষমেষ করোনা ভ্যাকসিন আসছে দুই মুসলিম বিজ্ঞানীর হাত ধরেই

২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

জার্মানির পশ্চিম অঞ্চলের Rhineland-Palatinate এর রাজধানী এবং প্রধান শহর Mainz এর Goldgrube street এ অবস্থিত BioNTech এর সদর দপ্তর। ছবিঃ বায়োটেকের উইকি থেকে সংগৃহীত।

শেষমেষ করোনা ভ্যাকসিন আসছে দুই মুসলিম বিজ্ঞানীর হাত ধরেই

করোনা প্রাদুর্ভাব শুরুর প্রাক্কালে কিছু কিছু লোকজনকে দেখা গেছে, তারা মুসলিমদের ঠাট্টা বিদ্রুপ করছেন। মিডিয়ার এই জয়জয়কারের সময়ে অন্যান্য বিষয়ের মত করোনাও হয়ে ওঠে আলোচনার অন্যতম বিষয়। যে যেভাবে পেরেছেন, এই মহামারি থেকে নিজে বাঁচার পাশাপাশি অপরকে বাঁচানোর উপায় উপকরণ খুঁজতে চেষ্টা করেছেন। কোনো কিছু জানতে সক্ষম হলে অনেকেই তা অন্যদেরও অবহিত করতে সচেষ্ট হয়েছেন। মহামারি বা এই ধরণের বিপদাপদ থেকে আত্মরক্ষার জন্য কেউ কেউ হাদিসে বর্ণিত দোআ কালাম পোস্ট দিয়েছেন। বিভিন্ন মিডিয়া এমনকি আমাদের প্রিয় এই প্লাটফরমটিতেও এই বিষয়ক অনেক পোস্ট এসেছে। আমি নিজেও একাধিক পোস্ট করেছি তখন। তবে, লক্ষনীয় বিষয় ছিল, মিডিয়ার সেসব পোস্ট এবং লেখায় এক শ্রেণির লোক তাদের মনোভাবকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। মুসলিমদের কিছুই করার নেই, দোআ পাঠের ভেতরেই তাদের দৌড় শেষ, মোল্লার দৌঁড় মসজিদ পর্যন্ত, মুসলিমরা বিশ্বের বোঝা ছাড়া আর কিছু না, বিশ্বকে করোনা মুক্ত করতে মুসলিমদের কোনো অবদান নেই- ইত্যাদি কথা তাদের কাছ থেকে প্রচুর শুনতে হয়েছে। তাদের সেসব শ্লেষাত্মক খোঁচা দেয়া কথার জবাব দেয়ার ইচ্ছে আদৌ নেই; তবে, তাদের একটু অবহিত করতে পারলে অন্ততঃ কিছুটা প্রশান্তি হয়তো এই ভেবে পাব যে, বাদবাকি বিশ্ববাসীর সাথে তারাও প্রত্যক্ষ করছেন যে, শেষমেষ করোনা ভ্যাকসিন আসছে তাদের এতদিনকার অবজ্ঞা, অবহেলা আর উপহাসের পাত্র দুই মুসলিম বিজ্ঞানীদের হাত ধরেই।

জ্বি, বায়োটেকের প্রধান নির্বাহী এবং সহপ্রতিষ্ঠাতা জার্মানির স্বনামধন্য প্রোফেসর ড. উগার শাহিন ও তার স্ত্রী বিখ্যাত জার্মান ফিজিশিয়ান এবং বায়োটেকের সহপ্রতিষ্ঠাতা ওজলেম তুরেসি। এই দুই বিজ্ঞানীর কথাই বলছি। চলুন, সামান্য পরিচিত হয়ে নিই তাদের সাথে-

ড. উগার শাহিন ও ওজলেম তুরেসি দম্পতি জার্মানির নাগরিক। এই দুই মুসলিম বিজ্ঞানীর হাত দিয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন সামনে ঠিক তখনই ফাইজার ও জার্মান ভিত্তিক বায়োএনটেক কোম্পানিই প্রথম এই সুখবরটি দিয়েছে। বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগার শাহিন বলেন, এ বছরের শেষ দিকে আমরা ইউরোপীয়ান ইউনিয়নের দেশসমূহে করোনার টিকা বিতরণ করতে পারব। –ইউরো নিউজ, এএফপি, এপি

ফাইজার যে করোনা ভ্যাকসিনটির ঘোষণা দেয়, তা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর বলে জানা যায়। আর বড় সুখবর হলো, এ প্রথম ভ্যাকসিনটি আবিস্কৃত হয়েছে নিবেদিতপ্রাণ এক মুসলিম দম্পতির হাত ধরে। এই সুখবরটির মূল্য এই সময়ে কত তা অনুমান করা যাবে না। মুসলিম উম্মাহর গর্ব করার মত বিষয় বটে। ২০২১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়নের অধিভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে বায়োটেকের ভ্যাকসিন বিতরণ করা সম্ভব হবে বলে আশা করছেন বায়োটেকের প্রধান নির্বাহী ড. উগার শাহিন। অবশ্য তিনি জানিয়েছেন, 'এর জন্য এখন প্রয়োজন যথাযথ কতৃপক্ষীয় স্বীকৃতি বা অনুমতি।'

তিনি বলেন, 'আমরা এবছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয়ান ইউনিয়ন বা উভয়ের অনুমতি পেতে পারি। ইতোমধ্যে মার্কিন ওষুধ প্রশাসন, এফডিএর দপ্তর এ সংক্রান্ত একটি অনুমতিপত্র তৈরির প্রক্রিয়া এগিয়ে নিয়ে এসেছে। আমরা খুব সম্ভব ডিসেম্বরে টিকা সরবরাহ করতে পারব।'

তিনি এপিকে বলেন, 'এ টিকা হবে করোনা প্রতিরোধে অসাধারণ প্রতিষেধক।'

সংবাদ সূত্রঃ

দুই মুসলিম বিজ্ঞানী দম্পতির হাত দিয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কার

ড. উগার শাহিন সম্পর্কে আরও জানতে- Uğur Şahin

উৎসর্গঃ আমাদের সম্মানিত ব্লগার চাঁদগাজী ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। পোস্টটি তাকেই উৎসর্গিত।

মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নাস্তিেকেরা বলবে এটা গুজব !

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



গোটা বিশ্বের টিভি, ইন্টারনেট ইত্যাদিতে যুক্ত মিডিয়াগুলো সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরছে। অনেক সত্যকে ইচ্ছে থাকার পরেও তারা গুজব বলে উড়িয়ে দেয়ার সুযোগ এখন আর পাচ্ছেন না। তাদের জন্য দুঃখ হয় সত্যি! মিডিয়া তাদের শেষ ভরসা মিথ্যাচােরেরও মুন্ডুপাত করেছে! আফসোসের বিষয় বটে! B-)

তবে আপনি ঠিক বলেছেন, গায়ের জোরে হলেও, সত্যকে পাশ কাটিয়ে গুজব বলে চালিয়ে দেয়া লোকের দেখা মিললেও মিলতে পারে।

ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া, ধন্যবাদ তারেক ভাই।

৩| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই সু খবর

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

নতুন নকিব বলেছেন:



সেটাই। ধন্যবাদ।

৪| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯

এ আর ১৫ বলেছেন: আপনাদের কি কোন পরিবর্তন হবে না ।
বাহাদুরির বিষয় হলে সাথে সাথে মুসলমান শব্দ ব্যবহার করবেন , কোন মুসলমান অপকর্ম করলে তাকে মুসলমান বললে তেলেবেগুনে চেতে যাবেন ।
এর আগে রহিংগাদের নামের মুসলমান শব্দ যোগ করে তাদের ১২ বাজাবার ১৬ আনা কর্ম করেছিলেন ।
অন্য ধর্মের মানুষ তো এই ভাবে বাহাদুরির বিষয় হলে কখনো ধর্মীয় পরিচয় নিয়া উথামথাম করে না ।
জানি না কবে আপনাদের শিক্ষা হবে ।

প্লীজ এদের নামের আগে মুসলমান শব্দ ব্যবহার করবেন না !!!

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

নতুন নকিব বলেছেন:



আপনি শান্ত হোন ভাই। এখন তো এমনই একটা সময় যখন ঘরে বাইরে মুসলিমরা বিভিন্নমুখী ষড়যন্ত্রের যাতাকলে পিষ্ট। বিশেষ করে পাশ্চাত্যে মুসলিম বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে যখন বহুমাত্রিক প্রয়াস লক্ষ্য করা যায়, মুসলমানদেরকে পৃথিবীর বোঝা বলে নিক্ষেপ করার অপচেষ্টা চলছে, মিডিয়াগুলোতে যখন মুসলিমদের নামের সাথে সন্ত্রাসের কলঙ্ক লেপটে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে, মুসলিম জাতির এই ক্রান্তিলগ্নে বিশ্ববাসীর কল্যানে মুসলমানদের গৌরবময় কোনো অর্জনের সংবাদ দেখে আপনার সমস্যা হয়ে থাকলে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত!

একজন মুসলিম পৃথিবীর কোনো প্রান্তে অপরাধে লিপ্ত হলে, তাকে 'মুসলিম' বলে হাইলাইট করে তার দায় চাপানো হয় গোটা মুসলিম জাতির উপরে। সাম্প্রতিক ইতিহাসে এর উদাহরণ অসংখ্য। পক্ষান্তরে মুসলিম কোনো লোক মানুষের জন্য কল্যানকর কিছু করলে তখন তার নামের সাথে মুসলিম পরিচয় যুক্ত করার ব্যাপারে এত আপত্তি কেন ওঠে, এটাই বুঝার বিষয়।

যাক, আপনি ভালো থাকবেন। শুভকামনাসহ ধন্যবাদ।

৫| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো খবর। আলহামদুলিল্লাহ। করোনা ভ্যাকসিন আসছে, এত চাইতে বড়ো খবর আপাতত কোনোটাই নাই। শেয়ার করার জন্য ধন্যবাদ নকিব ভাই।

এদের নামের আগে 'মুসলিম' শব্দটা ব্যবহার করতে হবে এ কারণে, কোনো সন্ত্রাসী কোনো অপরাধ করলে এবং সে মুসলমান হলে সবাই তাদের 'মুসলিম সন্ত্রাসী' বলে অভিহিত করেন। অপরাধ করলে যদি 'মুসলমান' পরিচয় বড়ো হয়ে ওঠে, কোনো মহান কাজের জন্যও সেই মুসলমান পরিচয়টা তুলে ধরা আবশ্যিক হয়ে পড়ে।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



একদম সত্যি কথাটা বলে দিয়েছেন, খলিল ভাই। আপনাকে মোবারকবাদ। শুভকামনাসহ।

৬| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৯

এ আর ১৫ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
এদের নামের আগে 'মুসলিম' শব্দটা ব্যবহার করতে হবে এ কারণে, কোনো সন্ত্রাসী কোনো অপরাধ করলে এবং সে মুসলমান হলে সবাই তাদের 'মুসলিম সন্ত্রাসী' বলে অভিহিত করেন। অপরাধ করলে যদি 'মুসলমান' পরিচয় বড়ো হয়ে ওঠে, কোনো মহান কাজের জন্যও সেই মুসলমান পরিচয়টা তুলে ধরা আবশ্যিক হয়ে পড়ে।

আপনি এক মহাভুল করছেন , সেটা হোল একমাত্র কিছু মুসলমান , মুসলমানদের বাহাদুরি নিয়ে শত বৎসর ধরে বাহাদুরি করে আসছে , সেই কারনে মুসলমান অপকর্মকারির নামের আগে মুসলমান শব্দটা আপন মনে যুক্ত হয়ে গেছে । যেহেতু অন্য ধর্মের মানুষ এই ধরনের বাহাদুরি করে না , তাই ঐ ধর্মের মানুষের অপকর্মের জন্য ধর্মীয় পরিচিতি যুক্ত হয় না ।
উপরের কমেন্টে একটা লিংক দেওয়া হয়েছে , পড়ুন দয়া করে ।
এই ধরনে মানসিকতা পরিহার না করলে মুসলমান শব্দ জংগির আগে যুক্ত হবে ।

সন্ত্রাসি শব্দের আগে মুসলমান যুক্ত করা হয়েছে পরে, যেটা পরবর্তি ইফেক্ট, বাহাদুরির সময় মুসলমান যুক্ত করার ফল সরুপ ।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

নতুন নকিব বলেছেন:



তর্ক করার ইচ্ছে নেই। আপনার মতামত ভিন্ন হোক বা যা-ই হোক, তাকে সম্মান করি।

ভালো থাকুন।

৭| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: আপনার শিরোনামটাই হাস্যকর।

মুসলমান কি মানুষ না?
নাকি মানুষের চেয়ে মুসললাম বড়?

নাকি আপনি মানুষ এবং মুসললাম আলাদা ভাবে দেখেন?
মনে হচ্ছে ওরা মানুষ না ওরা শুধু মুসলমান।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! এরকম শিরোনাম দেয়াটা আমার কাছেও ভালো লাগেনি। তবু বাধ্য হয়ে দিয়েছি এবং দেয়ার কারণটাও পোস্টের ভেতরে বলে দেয়া হয়েছে। কষ্ট করে পোস্ট পাঠ করলে জানতে পারবেন। তারপরও আপনার সুবিধার জন্য পোস্টের অংশবিশেষ এখানে তুলে দিচ্ছি-

করোনা প্রাদুর্ভাব শুরুর প্রাক্কালে কিছু কিছু লোকজনকে দেখা গেছে, তারা মুসলিমদের ঠাট্টা বিদ্রুপ করছেন। মিডিয়ার এই জয়জয়কারের সময়ে অন্যান্য বিষয়ের মত করোনাও হয়ে ওঠে আলোচনার অন্যতম বিষয়। যে যেভাবে পেরেছেন, এই মহামারি থেকে নিজে বাঁচার পাশাপাশি অপরকে বাঁচানোর উপায় উপকরণ খুঁজতে চেষ্টা করেছেন। কোনো কিছু জানতে সক্ষম হলে অনেকেই তা অন্যদেরও অবহিত করতে সচেষ্ট হয়েছেন। মহামারি বা এই ধরণের বিপদাপদ থেকে আত্মরক্ষার জন্য কেউ কেউ হাদিসে বর্ণিত দোআ কালাম পোস্ট দিয়েছেন। বিভিন্ন মিডিয়া এমনকি আমাদের প্রিয় এই প্লাটফরমটিতেও এই বিষয়ক অনেক পোস্ট এসেছে। আমি নিজেও একাধিক পোস্ট করেছি তখন। তবে, লক্ষনীয় বিষয় ছিল, মিডিয়ার সেসব পোস্ট এবং লেখায় এক শ্রেণির লোক তাদের মনোভাবকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। মুসলিমদের কিছুই করার নেই, দোআ পাঠের ভেতরেই তাদের দৌড় শেষ, মোল্লার দৌঁড় মসজিদ পর্যন্ত, মুসলিমরা বিশ্বের বোঝা ছাড়া আর কিছু না, বিশ্বকে করোনা মুক্ত করতে মুসলিমদের কোনো অবদান নেই- ইত্যাদি কথা তাদের কাছ থেকে প্রচুর শুনতে হয়েছে। তাদের সেসব শ্লেষাত্মক খোঁচা দেয়া কথার জবাব দেয়ার ইচ্ছে আদৌ নেই; তবে, তাদের একটু অবহিত করতে পারলে অন্ততঃ কিছুটা প্রশান্তি হয়তো এই ভেবে পাব যে, বাদবাকি বিশ্ববাসীর সাথে তারাও প্রত্যক্ষ করছেন যে, শেষমেষ করোনা ভ্যাকসিন আসছে তাদের এতদিনকার অবজ্ঞা, অবহেলা আর উপহাসের পাত্র দুই মুসলিম বিজ্ঞানীদের হাত ধরেই।

৮| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

এভো বলেছেন: সন্ত্রাসীদের নামের আগে মুসলমান যুক্ত করা হচ্ছে ২০/৩০ বছর আগে থেকে, কিন্তু তারো আনেক আগে থেকে মুসলমানদের ভিতর গৌরবের কোন ঘটনা হলে ধর্মীয় পরিচয় দেওয়া হয়ে আসছে ।

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

৯| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

রাােসল বলেছেন: Where is Mr ChandGazi. Waiting for his spoiled comments.

২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



হয়তো ব্যস্ত আছেন। আশা করি তিনি আসবেন এবং তার মূল্যবান মতামত প্রদান করবেন।

তার জন্য অপেক্ষা করায় অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১০| ২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

রাােসল বলেছেন: Where is Mr ChandGazi. Waiting for his spoiled comments.

১১| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

মরুর ধুলি বলেছেন: মিঃ এ আর রহমানের ধর্মীয় পরিচয় নিয়ে সন্দেহ আছে।
ইনি কি মুসলিম নাকি মুসলমানদের মধ্যে (বিশেষত এই ব্লগে) দ্বন্দ সৃষ্টিকারী কোন তৃতীয় আত্না?

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১২

নতুন নকিব বলেছেন:



তাকে মূল্যায়নে আপনার অভিমত যথার্থ। এই পোস্টে তার অসহনশীল মন্তব্য তাকে বুঝতে সাহায্য করে যে, মুসলিমদের গৌরবময় কোনো কিছু সহ্য করতে তিনি কতটা অপারগ। আমরা বরাবরই তার জন্য শুভকামনা রাখছি। প্রার্থনা করছি, তার শুভ বুদ্ধির উদয় হোক।

ধন্যবাদ আপনাকে।

১২| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

এ আর ১৫ বলেছেন: করোনা প্রাদুর্ভাব শুরুর প্রাক্কালে কিছু কিছু লোকজনকে দেখা গেছে, তারা মুসলিমদের ঠাট্টা বিদ্রুপ করছেন

এক্সকিউজ মিই ----- কিছু লোকজন কারা ? তারা কি মুসলমান নহে এবং কাদেরকে ঠাট্টা করছে ? কিছু মাওলানা হুজুরের উল্টাপাল্টা কথার জন্য ?

তারা কি দাবি করেছিল ?

সংক্রামক ব্যধি বলে কিছু নেই
মুসলমানদের করোনা হবে না
করোনা হোলে কোরান মিথ্যা হয়ে যাবে ( নাউযুবিলল্লাহ )
মাক্স না কিনা বরং মাথায় টুপি পড়েন
করোনা অমুসলিমদের জন্য অভিশাপ
কোরান পরিবর্তনের জন্য এটা আল্লাহর তরফ থেকে চায়নার উপর গজব ।
করোনা অমুসলিমদের গজব, মুসলমানদের পরিক্ষা
মসজিদের জামাতে করোনা প্রবেশ করতে পারবে না , লক ডাউনে মসজিদ খোলা থাকবে

এই সমস্ত উল্টাপাল্টা কথা বলার জন্য তারা ঠাট্টা বিদ্রুপের শিকার হয়েছে এবং যারা বিদ্রুপ করেছে তারা ও মুসলমান ।
আপনি কি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন ।
এই বিদ্রুপ শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ ছিল কারন অন্য দেশের হুজুরা এই ধরনের উল্টাপাল্টা কথা বলে নি ।

আপনারা যে জীবনে পাল্টাবেন না , তার প্রমাণ আবার আবিষ্কারকের ধর্ম নিয়ে টানাটানি শুরু করেছেন ।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



এক্সকিউজ মিই ----- কিছু লোকজন কারা ? তারা কি মুসলমান নহে এবং কাদেরকে ঠাট্টা করছে ? কিছু মাওলানা হুজুরের উল্টাপাল্টা কথার জন্য ?

তারা কি দাবি করেছিল ?


-কারও নামোল্লেখ করতে চাই না। একটু খোলা চোখে তাকালে এই ব্লগে অনেক প্রমান পেয়ে যাবেন আশা করি। আর যদি জেগে থেকে ঘুমের ভান ধরে থাকতে চান তাহলে আপনাকে জাগানোর সাধ্য কার?

এই সমস্ত উল্টাপাল্টা কথা বলার জন্য তারা ঠাট্টা বিদ্রুপের শিকার হয়েছে এবং যারা বিদ্রুপ করেছে তারা ও মুসলমান ।
আপনি কি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন ।
এই বিদ্রুপ শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ ছিল কারন অন্য দেশের হুজুরা এই ধরনের উল্টাপাল্টা কথা বলে নি ।

আপনারা যে জীবনে পাল্টাবেন না , তার প্রমাণ আবার আবিষ্কারকের ধর্ম নিয়ে টানাটানি শুরু করেছেন ।


-কিছু লোক ভুল ভ্রান্তিযুক্ত অমূলক কথাবার্তা যে একেবারে বলেনি, তা নয়, কিন্তু একটু ভালোভাবে তাকালে অহেতুক উপহাস, ঠাট্টা, বিদ্রুপ আপনার চোখ এড়ানোর কথা নয়। অবশ্য সেটা তখনই সম্ভব, সত্যটা উপলব্ধি করার ইচ্ছে যদি আপনার আদৌ থেকে থাকে।

ধন্যবাদ, ভালো থাকবেন, প্রার্থনা।

১৩| ২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২১

নেওয়াজ আলি বলেছেন: যথার্থ প্রকাশ।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া।

১৪| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:




টিকা কেন, দোয়া কাজ করবে না?

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



আরে, বলেন কি! মাথা খারাপ! কাজ করবে না মানে? কাজ তো করেছেই! কাজ তো এত দিন যাবত দোয়া দিয়েই হয়ে এসেছে। দোয়া না থাকলে আমেরিকার মত আমাদের দেশের অবস্থা যে হতো না, তার গ্যারান্টি কি? আপনি দোয়া না করলে হয়তো মরে সাফ হয়ে যেতাম আমরা এত দিনে। :) :) :)

টিকার তো সবেমাত্র ঘোষনা এলো যে, শিঘ্রই আসছে....। :) :) :)

১৫| ২১ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



এদের পরিচয় কি মুসলিম, নাকি জার্মান?

এরা কি কোরান হাদিস থেকে এই বিদ্যা পেয়েছেন, নাকি জার্মান পড়ালেখা থেকে?

বাংলাদেশে যেই মৌলভী স্বপ্নে টিকা পেয়েছিলেন ( নবী ইব্রাহিম ( আ: )'এর মতো ), উহা কি বাজারে আসছে?

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, মুসলিম এবং জার্মান। এরা জার্মানিতে পড়ালেখা করলেও কুরআন হাদিস বাদ দিয়ে চলেন না। আর আমি পোস্টের কোথাও এ কথা বলিনি যে, তারা কুরআন হাদিস দিয়ে এই টিকা উদ্ভাবন করেছেন। অপ্রাসঙ্গিক কথা না বলাই উচিত।

বাংলাদেশে যেই মৌলভী স্বপ্নে টিকা পেয়েছিলেন ( নবী ইব্রাহিম ( আ: )'এর মতো ), উহা কি বাজারে আসছে?

-তিনি তো আপনার কাছাকাছি এলাকার এবং পার্শ্ববর্তী জেলার লোক। এসব ফালতু কথা আমাদের কাছে জিজ্ঞেস না করে বরং তার সাথে সরাসরি কথা বলে দেখতে পারেন। সেটাই ভালো।

১৬| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই ভালো খবর। বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ প্রিয় নকিব আপনাকে। তাহলে আমরা অবশেষে ভ্যাকসিন পেতে চলেছি।
শুভেচ্ছা জানবেন।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ প্রিয় চৌধুরি ভাই। ইনশাআল্লাহ, আমরা ভ্যাকসিন পাব। সর্বশেষ আপডেট জানার জন্য আজকের প্রথম আলোর এই সংবাদটি দেখে আসতে পারেন-

ডিসেম্বরেই টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য

শুভেচ্ছা নিরন্তর।

১৭| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভ্যাকসিনও কি মুসলমান।হালাল নাকি হারাম।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৩

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! প্রিয় নুরুলইসলা০৬০৪ ভাই, 'ভ্যাকসিন মুসলমান' সে কথা আবার কে বললো? বলেছিলাম যে, দু'জন মুসলিম বিজ্ঞানীর হাত ধরেই শেষমেষ ভ্যাকসিন আসছে। ভ্যাকসিনের ক্ষেত্রে হালাল হারামের প্রশ্ন অবান্তর।

ভালো থাকুন।

১৮| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

মাহিরাহি বলেছেন: শাহীনের জন্মভূমি তুরস্কে।

ভ্যাকসিন বা টীকার প্রচলন শুরু হয় তুরষ্ক থেকে।

রোগপ্রতিরোধের জন্য বিভিন্ন টিকা নেওয়ার কথা আমরা সবাই জানি। আধুনিক জগতের বিশেষ করে ইউরোপের টিকার সাথে পরিচয় পর্বটি বেশ অভিনব। গুটিবসন্তে আগে প্রতি দশজনে তিনজন মারা যেত। তুর্কিরা স্মলপক্স প্রতিরোধের জন্য কাউপক্সের প্রবেশ ঘটাত মানুষের শরীরে। ১৭১৬ থেকে ১৭১৮সাল পর্যন্ত ইস্তাম্বুলে বির্টিশ রাস্ট্রদুতের স্ত্রী ছিলেন, লেডি মন্টাগু। তিনি তুর্কিদের টিকাদানের কথা জানতেন। তার সন্তানকে টিকা দেন স্মলপক্স ঠেকানোর জন্য। পরে ইংল্যান্ডে ধারাবাহিকভাবে চিঠি লেখেন টিকার ব্যপারে। প্রথমদিকে চার্চ এবং চিকিতসকদের প্রবল বিরোধিতার সম্মুখিন হতে হয়। ১৭২৪ সালে ডক্টর ইমানুয়েল টিমোনি রয়্যাল সোসাইটিতে টিকার ব্যপারে একটি গবেষনা পত্র জমা দেন। টিমোনি ছিলেন মন্টাগুর পারিবারিক চিকিতসক। এরপর ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক এডওয়ার্ড জেনার গুটিবসন্ত রোগের ভ্যাকসিন প্রয়োগ করেন। এরপর পরই টিকাদানের ব্যপারটি ইংল্যান্ড এবং ফ্রান্সে ছড়িয়ে পর


www.historyofvaccines.org/content/variolation-turkey

http://www.t-vine.com/an-ottoman-history-of-vaccination

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

নতুন নকিব বলেছেন:



চমৎকার তথ্যসমৃদ্ধ মন্তব্য রেখে যাওয়ায় আন্তরিক অভিনন্দন।

অনেক অনেক ভালো থাকবেন, প্রার্থনা।

১৯| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: যাই হোক, কানা চায় দুই চক্ষু দান।
করোনা থেকে মুক্তি চাই। বাঁচতে চাই।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৫

নতুন নকিব বলেছেন:



করোনা থেকে মুক্তিই মূল কথা।

ধন্যবাদ।

২০| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২১

আল ইফরান বলেছেন: “নিশ্চয় যারা অস্বীকার করে, তাদের আপনি সাবধান করুন আর না-ই করুন, তারা স্বীকার করবেনা। আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণ কুহরে মোহর মেরে দিয়েছেন; তাদের দৃষ্টির ওপর আবরণ টেনে দিয়েছেন। তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি" (সুরা বাকারাহঃ ৬-৭)

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। ধন্যবাদ।

২১| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ২:২১

কানিজ রিনা বলেছেন: এ আর ১৫, আপনি দেখি একে ৪৭ রাইফেল এর মত
বুম বুম বেগে রেগে গিয়েছেন। দুইজন মুসলিম অ্যাপ্লাইড মেডিসিন বিশেষজ্ঞ বিজ্ঞানী করণা ভ্যাকসিন আবিষ্কার করেছেন, এর আগে আফ্রিকান মুসলিম বিশেষজ্ঞ
বিজ্ঞানীও করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছেন জানা
যায়। তাছাড়া চীন জার্মান আমেরিকা অন্যান্য দেশ সহ
আমাদের বাংলাদেশও করোনার টিকা আবিষ্কারের কথা
জানা গেছে। এখন কোনটা ঠিক কার্যকর পদ্ধতিতে
এগোবে বোঝা মুশকিল।
অ্যাপ্লাইড মেডিসিন বিশেষজ্ঞ মুসলিম বিজ্ঞানীরা যদি বলেন
আল্লাহর রহমতে আমরা এগিয়ে গিয়েছি তাহলে কেমন হবে
নিশ্চয়ই জার্মানি বিশেষজ্ঞ দুইজন মুসলিম। এখানে রেগে যাওয়ার কি হলো? তসলিমা নাসরিন তো বলেই বসলো করোনাভাইরাস কিন্তু আল্লাহ ঠিক করে দিবে না ও একজন ডাক্তার হয়ে পৃথিবীর মানুষের কি উপকারে এসেছে।
বাংলাদেশের বিশেষজ্ঞদের করোনার টিকা যদি বিশ্বে কাজে আসতো তাহলে কি আমাদের অহংকার ছিল না?
আমেরিকা চীন জার্মান রাশিয়া তো প্রতিযোগিতায় লেগেছে
কে কার আগে করোনার ভ্যাকসিন ব্যবসা করতে পারবে।
নিশ্চয়ই মুসলিম দুইজন বিশেষজ্ঞের ভ্যাকসিন যদি আগে কার্যকর হয় তাহলে তো জার্মানির অহংকার তাই নয় কি?
আসলে অহংকার বলে কিছু না পৃথিবীর এত বড় একটি সমস্যা থেকে উদ্ধার হওয়া যায় বড় কথা সেটা প্রশংসাও হতে পারে অহংকার হতে পারে। ধন্যবাদ পোস্টের জন্য।


২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৮

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা, সুন্দর মন্তব্যের জন্য।

অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আশা, পরিবার পরিজন নিয়ে কুশলে ছিলেন এবং আছেন।

শুভকামনা সবসময়।

২২| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
করোনা ভ্যাকসিন আসছে দুই মুসলিম বিজ্ঞানীর হাত ধরে

উগার শাহিন নামটা আরবি।
আদতে আরবীয় বা তুর্কি মুসলিমরা ওনাদের মুসলিম মনে করে?
উগার শাহিন কি নিজেকে কখনো মুসলিম পরিচয় দিয়েছে? দেয় নি। জার্মান পরিচয় দেয়।

ওনার জন্ম তুরষ্ক-সিরিয়া সীমান্তের একটি শহর, যা কুর্দিস্থান এলাকা।
আরব ও তুর্কিরা কুর্দিদের মুসলিম মনে করে না, বেশীরভাগ মেরে সাফ করে দিয়েছে।
ওনার পরিবার মুসলিম দেশ তুরষ্কে অনিরাপদ মনে করে ৪ বছরের উগার শাহিনকে নিয়ে ইওরোপ চলে এসে স্থায়ী হয়, ইয়োরোপেই লেখাপড়া করে মানুষ হয় উগার শাহিন।
মুসলিম দেশ তুরষ্কে থাকলে তারা অমানুষ হতো, নতুবা তুর্কিদের হাতে মারা পরতো।

২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

২৩| ২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: শিরোনাম পছন্দ হয়নি, তবে সামু ব্লগের কিছু নরপশু যেভাবে নিরন্তর ইসলামবিদ্বেষী আচরণ করে যাচ্ছে, শুধুমাত্র বিশেষভাবে তার জবাবে এ পোস্টের যৌক্তিকতা রয়েছে, বিশেষ করে সূচনায় আপনি যেহেতু পোস্টের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন। তবে আপনার পোস্টের কারণে নরপশুদের কূচক্রী ত্যানা-প্যাঁচানো স্বভাব যাবে বলে মনে হয় না।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক অনুধাবনমূলক মন্তব্য পেয়ে আনন্দিত।

অনেক অনেক ভালো থাকার দুআ।

২৪| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৭

এমেরিকা বলেছেন: জার্মানির হাজারো মুসলিম হাজারটা আবিষ্কার করলেও আমার খুশি হবার কোন কারণ নেই। যদি বাংলাদেশের বা মিশরের বা সৌদি আরবের বা ইরানের একজন অমুসলিম বিজ্ঞানীও একটা মহৎ কিছু আবিষ্কার করে দেখায়, আমি তিন দিন আল্লাহ্‌র দরবারে সেজদায় পড়ে থাকব। মুসলিম জাতির জন্য প্রচন্ড দরকার এই দুনিয়ার উপকার হয় এরকম কিছু করে দেখানো।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



সহমত। অনেক অনেক শুভকামনা জানবেন।

২৫| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪১

কালো যাদুকর বলেছেন: তাদের বলেন , আমরা দুচোখ বন্ধ করে রাখব। তারা যেন তাড়াতাড়ি টিকা নিয়া নেয়। আমরা কিছু দেখবো না। এদের লাজ লজ্জা কখনো হবে না।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা।

২৬| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

ঢাবিয়ান বলেছেন: কিছু ব্লগারের গাত্রদাহের কারন খুব পরিষ্কার। মুসলিম মানেই , মৌলবাদী, টেরোরিস্ট , অজ্ঞ এই পরিচয় তারা যে কোন মূল্যে প্রতিষ্ঠিত করতে চায়। এদের ঘৃনার আগুনে ঘি ঢেলে দিয়েছেন পোস্টের লেখক। এনজয়িং দেয়ার লম জম্ফ =p~ =p~

এইসব চুরান্ত সাম্প্রদায়িক কমেন্টের সুন্দর প্রতিউত্তর দিচ্ছেন পোস্টের লেখক।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২০

নতুন নকিব বলেছেন:



কিছু ব্লগারের গাত্রদাহের কারন খুব পরিষ্কার। মুসলিম মানেই , মৌলবাদী, টেরোরিস্ট , অজ্ঞ এই পরিচয় তারা যে কোন মূল্যে প্রতিষ্ঠিত করতে চায়। এদের ঘৃনার আগুনে ঘি ঢেলে দিয়েছেন পোস্টের লেখক। এনজয়িং দেয়ার লম জম্ফ =p~ =p~

-এই ধরণের পোস্ট দেয়ার প্রয়োজন যাতে ফুরিয়ে যায় সেটাই কামনা করি।

আপনার উপলব্ধি চমৎকার। অভিনন্দন অসাধারণ মন্তব্যের জন্য।

অনেক অনেক শুভকামনা।

২৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

রাােসল বলেছেন: Thanks for your reply in last para against comments 15.

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



এমনিতেই করোনার ব্যাখ্যায় কিসব আজগুবি স্বপ্ন টপ্নের উদ্ভট কথাবার্তা প্রচার করার কারণে ঐ ব্যক্তির উপরে যথেষ্ট বিরক্ত ছিলাম। এর উপরে আমাদের ব্লগের আরেক ভদ্রলোক, যিনি কি না জন্মসূত্রে সেই স্বপ্নে করোনা থিউরি প্রাপ্ত ব্যক্তিরই প্রতিবেশী জেলার লোক, তিনি কি না আমার কাছ থেকে জানতে চান সেসব! কি আজব বিষয়!

দুঃখ কোথায় রাখি! যাক, কমেন্টের ভেতরে থাকা এত ছোট একটি বিষয়ও আপনি লক্ষ্য করেছেন বলে ধন্যবাদ। বুঝা যাচ্ছে, কমেন্টসগুলো আপনি মনযোগের সাথে দেখেছেন।

শুভকামনা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.