নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

রিলিজিয়াস কাউন্সেলিং ; অসুস্থ মানুষদের জন্য সিম্পেথি

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

হুমায়ুন আহমেদ পুরা একটি প্রজন্মকে হিমু বানিয়ে রেখে গেছেন । আমরাই সেই হিমু । অদৃশ্য এক হলুদ পাঞ্জাবী গায়ে । হুমায়ুনের বই এর মাধ্যমেই আমরা জগত টাকে দেখি ।

হুমায়ুনের বই এ আছে বিদেশে হাসপাতালে অসুস্থ রোগীদের মানুষিক জোর বাড়ানোর জন্য ধর্মের আশ্রয় নেয়া হয় । তারা রিলিজিয়াস কাউন্সেলিং করে । তাতে করে রোগির মনোবল বৃদ্ধি পায় ।

আমাদের এখানে এমন সিস্টেম নাই । বাড়িতে শুধু মৃত্যুর সময় তওবা পড়ানোর জন্য হুজুরদের আনা হয় । এমন হলে কেমন হত ? হুজুরদের হাসপাতালে নিয়োগ দেয়া হল । তারা সফেদ পাঞ্জাবী পরে রোগীর বেডের কাছে গিয়ে কাউন্সেলিং করবেন । দোয়া পড়ে ফু দিবেন ।



যার অসুখ হয় , সে আর তার কাছের মানুষ রা বুঝে কি কষ্ট টা যে লাগে । রোগ থেকে সুস্থ হয়ে উঠার সময় টা আসলে অনেকটাই ধৈর্যের । সবার সিম্পেথি হেল্প করে এ সময়টাকে পাড়ি দিতে ।



আমার এক রোগীর সাথে পরিচয় হয় , যার প্রথম হল সিজার , তারপরই তার বড় বাচ্চার ধরা পড়লো থ্যালাসেমিয়া , তার পরপরই তার নিজের ব্রেস্ট এবসেস । তার পরপরই এনাল ফিসার । ব্রেস্ট এবসেস , এনাল ফিসার খুব পেইনফুল ।এত কিছু সহ্য করে রোগীর মনের জোর শূন্যের কোঠায় । রোগী বলে আমি আর পারছিনা । আমি বিষ খাইতে চাই ।



অনেকে আবার সামান্য কিছু হলেও ভেংগে পড়েন । আমি নিজেই একবার আমার খারাপ কয়েকটি রিপোর্ট হাতে পাওয়ার পর কান্না কাটি করেছি । অনেক ক্ষেত্রে রিলিজিয়াস কাউন্সেলিং এর হেল্প নিতে হয় । যেহেতু ডাক্তারের কাছে রোগী সুখ দুঃখের কথা বেশি বলে কাউন্সেলিং জানলে ভাল । রোগীর কাছের মানুষরা জানলে আরো ভাল । সামান্য দু একটি সুন্দর কথা দামী দামী অষুধের থেকেও বেশি কাজ করে ।



আসলে আমরা যারা ধর্ম মেনে চলতে চাই , আল্লাহ আছেন সব সময় আমাদের জন্য এটাই আমাদের এক বিরাট সান্তনা । তিনিই আমাদের কষ্ট দূর করবেন ।



অসুখ বিসুখ ও কিন্তু এক প্রকারের পরীক্ষা । কুরআনে আছে ,



“ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছুটা ভয় , ক্ষুধা এবং ধন , প্রাণ ও ফল ফলাদির ক্ষতি দিয়ে । আপনি সুসংবাদ দিন ধৈর্যশীল দের । তাদের উপর যখন বিপদ আপতিত হয় তখন যেন বলে , “ ইন্না লল্লাহি অইন্না ইলাইহি রাজিউন “ আমরা আল্লাহর ই এবং তার নিকট ই ফিরে যাব । “

ঐ সকল লোকদের জন্য রবের নিকট থেকে শান্তি ,করুণা , আর তারাই হেদায়াত প্রাপ্ত । ( ১৫৬, ১৫৭, ১৫৮ সুরা বাক্বারাহ )



বুখারী শরীফের ৯ম খণ্ডের ৫২৩৯ হাদিস টি হল ,



মহানবী (সাঃ ) বলেছেন , “ মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা , রোগ ব্যাধি , উদ্বেগ , উৎকণ্ঠা দুশ্চিন্তা , কষ্ট ও পেরেশানি আপতিত হয় , এমনকি তার দেহে যদি একটা কাঁটাও বিদ্ধ হয় এ সব কিছুর দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন । “



৫২৫৯ হাদিসে আছে , মহানবী( সাঃ ) বলেন কোন মুসলিম ব্যক্তির উপর কোন কষ্ট আপতিত হলে তার উপর থেকে গুনাহ গুলো এভাবে ঝরে যায় , যেমন গাছ থেকে পাতা ঝরে যায় ।




তাহলে আর কি , কিছু গুনাহ যাদি মাফ হয়ে যায় সেটাই ভাল । আল্লাহ যেন আমাদের ধৈর্য ও তওফিক দেন খারাপ সময় গুলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার ।





চিকিৎসায় রিলিজিয়াস কাউন্সেলিং ; দ্বিতীয় পর্ব

মন্তব্য ৬১ টি রেটিং +২/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

মেহেরুন বলেছেন: ভালো লাগলো আপু। বিপদে পরলে একটাই ভরসা সবসময় যে আল্লাহ্‌ পাক সব ঠিক করে দিবেন।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

না পারভীন বলেছেন: আপুনি , অনেক অনেক ভাল থাকেন আপনি । অনেক শুভকামনা আর দোয়া রইল । :)

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্টের চেয়ে ট্যাগ পড়ে বেশি ভাল লাগল :)

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

না পারভীন বলেছেন: এরে বাই , আগে কইবেন না , তাইলে পোস্ট বাদ দিয়া ট্যাগ ই লিখতাম =p~ :P

৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

বিষন্ন পথিক বলেছেন: আজ পর্যন্ত 'মানুষিক' আর 'মানসিক' এই দুইটা শব্দের পার্থক্য ধরতে পারলাম না। দুইটা কি একই শব্দের বিভিন্ন শাখায় প্রয়োগ?

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮

না পারভীন বলেছেন: বানান ঠিক করার জন্য অভ্র টুলসের হেল্প নিয়েছি , হেতে তো কোন ভুল ধইরলো না । শুঞ্ছি অভ্রটুলস বালা । :P

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

বিষন্ন পথিক বলেছেন: :D

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

না পারভীন বলেছেন: =p~

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ট্যাগ লিখা ভালু তয় ত্যাগ লিখেন না যেন আবার। ডাক্তার যদি রোগীরে ত্যাগ লিখা দেয় তাইলে রোগীর কি হবে, চিকিৎসা কে করবে, অসুখ কেমনে ভালা হইবে ? :D :D :D

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ আফনের উপদেশের জন্য । সামনের লেখায় আফনের কথা স্মরণ করে ট্যাগ লিখবো । =p~ =p~

৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

লাবনী আক্তার বলেছেন: আল্লাহ যেন আমাদের ধৈর্য ও তওফিক দেন খারাপ সময় গুলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার ।




আমিন।

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

না পারভীন বলেছেন: পড়ার জন্য রাশি রাশি ধন্যবাদ লাবনী । অনেক শুভকামনা রইল :)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: তাহলে আর কি , কিছু গুনাহ যাদি মাফ হয়ে যায় সেটাই ভাল । আল্লাহ যেন আমাদের ধৈর্য ও তওফিক দেন খারাপ সময় গুলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার

আমীন

৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো লেখাটা। চিন্তাটা।

আপনি আপু ঢাকা আসছিলেন , যোগাযোগ করলেন না :(
আপনি ব্যস্ত থাকতে পারেন ভেবে আমি ফোন দেইনি

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

না পারভীন বলেছেন: অপর্ণা ,তুমি যে আমাকে মনের কোনায় স্থান দিয়েছো আগে তো বলনি । যদিও আমি ঢাকায় অনেক দিন ছিলাম আর বেশ ব্যস্ত ও ছিলাম কিন্তু আপন জনদের জন্য আমার সময়ের অভাব হয়না । :)

৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

শীলা শিপা বলেছেন: লেখাটা ভাল লাগল আপু... :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

না পারভীন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শীলা শিপা :) :)
অনেক শুভকামনা রইল ।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

আমি ইহতিব বলেছেন: পারফেক্ট টাইমে পারফেক্ট পোস্ট আমার জন্য।

সেলিমকে নিয়ে একটু চিন্তিত আছি। আপনার পোস্ট পড়ে ও আপনার সাথে কথা বলে চিন্তা অনেকটাই কমে গেলো আপু।

অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

না পারভীন বলেছেন: বিথি মনি, সেলিম ভাই আর ঈশিত্বর জন্য । দোয়া রইল অনেক ।


১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

মামুন রশিদ বলেছেন: রোগীর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটা ভাল পদক্ষেপ হবে ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

না পারভীন বলেছেন: যে রোগীর মনোবল থাকেনা , তাদের চিকিতসা করা খুব কঠিন লাগে । সে ই একের পর এক বিপদে পড়ে ।
কাউন্সেলিং এর হেলপ নিতে হয় । এগুলিকে গুছিয়ে রাখার কাজ করছি । :)
পড়ার জন্য অনেক ধন্যবাদ মামুন ভাই । :)

১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: রোজ আপনার কথা আমি তিন বেলা মনে করি, আশা করি বুঝবেন সেটা যে কারণেই হোক না কেন। নেক্সট আসলে আমাকে জানাবেন। এখন দেশ হরতাল আর অবরোধ মুক্ত। আমি আপনার সাথে দেখা করবো :)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

না পারভীন বলেছেন: কি বলবো , সত্যি কথা হল তোমার স্মরণ করার কারণেই হয়তো ঢাকায় গিয়ে তোমার কথা আমারো স্মরণ হয়েছে । হয়তো টেলিপ্যাথির কারণে । :)


১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: চমৎকার একটি বিষয়।

হুজুরদের হাসপাতালে নিয়োগ দেয়া হল । তারা সফেদ পাঞ্জাবী পরে রোগীর বেডের কাছে গিয়ে কাউন্সেলিং করবেন । দোয়া পড়ে ফু দিবেন ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

না পারভীন বলেছেন: তাহলে আমাদের একটু কাজ কমে আরকি সা মু ভাই । :)

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ যেন আমাদের ধৈর্য ও তওফিক দেন খারাপ সময় গুলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার ।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই । কষ্ট করে পড়ার জন্য । অনেক শুভ কামনা রইল ।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

আমি ইহতিব বলেছেন: আজকেই সমাজবিজ্ঞান ক্লাশে ধর্ম পড়াচ্ছিলাম। ধর্ম পড়াতে গিয়ে ক্লাশে আলোচনা হচ্ছিল ধর্মের কাজ নিয়ে। প্রাতিষ্ঠানিকভাবে ধর্ম এখনও টিকে আছে একারণেই যে এর কিছু গুরুত্বপূর্ন কাজ রয়েছে। তার মধ্যে একটি বড় কাজ হচ্ছে, অসহায়ের মধ্যে সহায়ত্বের অনুভুতি জাগানো। মানুষের যখন আর কোন সহায়ের আশা থাকেনা তখন বিধাতার বিশ্বাস তার মধ্যে সহায়ত্বের অনুভুতি জাগায়। মানুষ এক সময় নিজেকে কোন এক অতিপ্রাকৃতিক শক্তির কাছে সমর্পন করতে চায়। বিধাতা ছাড়া এমন আর কে আছে যার কাছে মানুষ নিজেকে সম্পুর্নরূপে সমর্পন করতে পারে? একজন মনোবিজ্ঞানের আজীবন শীক্ষার্থী হিসেবে আমি দৃড়ভাবে বিশ্বাস করি যে এই আত্মসমর্পন মানুষের মধ্যে একপ্রকার মানসিক প্রশান্তি আনে।

তবে আপনি যদি Conflict Perspective এ বিশ্বাস করেন যেমনটা করে থাকেন Karl Marx বা Max Weber তাহলে হয়ত ধর্মকে আপনার মনে হবে সমাজে বিভেদ তৈরির একটি মাধ্যম। অথবা মনে হতে পারে সমাজে নারীদের দমিয়ে রাখার একটি মাধ্যম।

এখন আপনার দৃষ্টিভঙ্গি যা ই হোক আমি কিন্তু Functionalist!

- সেলিম (আমি ইহতিব এর সহধর্মি)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

না পারভীন বলেছেন: অনেক অনেক ভাল লাগছে আপনাকে আমার ব্লগে পেয়ে সেলিম ভাই ।
স্টিফেন হকিংস কয়েকদিন আগে বলেছিলেন , উনি প্রমান করে দিতে পারেন ঈশ্বর নাই ।
আমার বোন খুব মর্মাহত হয়ে বলেছিলেন , দুনিয়ার যত অসহায় এর বেচে থাকার শেষ অবলম্বন আল্লাহ । আল্লাহ কে কেড়ে নিলে প্রমান করে মিথ্যা করে দিলে এই মানুষেরা কোথায় যাবে ?

একটা সুন্দর আগামী কালের জন্য প্রার্থনা করছি । অনেক দোয়া রইল । :)

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

জুন বলেছেন: অনেক সময় দুঃখের সময় আমরা আল্লাহ তায়ালার শরণাপন্ন হই। সমস্ত প্রান মন নিবেদিত করে নিজের ভুলের প্রায়শ্চিত্তের জন্য ক্ষমাপ্রার্থী হই। আর অসুস্থ থাকাকালীন এই কাউন্সিলিং রোগীর মনবল বাড়াতে যথেষ্ট সহায়ক। এমনকি তা যদি প্রানঘাতী রোগ হয় তবুও।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।
+

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

না পারভীন বলেছেন: ধন্যবাদ জুন আপু । ইহা আমার ব্যক্তিগত পড়াশোনা । আমি নিজেই মাত্র গতকাল পড়লাম । ব্লগে দিলাম যদি আর কারো উপকারে লাগে । :)

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

বাউন্ডুলে রুবেল বলেছেন: বাহ। চমৎকার লেখা। ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০

না পারভীন বলেছেন: ভালো লেগেছে বলার জন্য ধন্যবাদ । আরো দুটি পর্ব লিখতে হবে । এই সুন্দর কমেন্ট থেকে অলসতা ঝেড়ে ফেলার মন্ত্র পেলাম । :)

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অসুস্থ অবস্থাতেও ধৈর্য ধারণ করা চাই, কারণ এটা আল্লাহ তা'লার তরফ থেকে পরীক্ষা এবং গোনাহ মাফের মাধ্যম।

আমরা অনেক সময় ছোট খাট অসুখেই ভেংগে পড়ি যেটা অনুচিত। কারণ, আল্লাহ তা'লা আমাকে এর চেয়ে বড় অসুখ দিয়েও পরীক্ষা করতে পারতেন !!

আল্লাহ আমাদের সবাইকে সহীহ বুঝ দান করুন, আমিন।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২

না পারভীন বলেছেন: জহিরুল ভাই , অনেক ধন্যবাদ পড়ার জন্য । অনেক শুভকামনা রইল । :)

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর পোস্ট।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

না পারভীন বলেছেন: এইটুকু ছোট কথায় আরো ২ টি রিলিজিয়াস কাউন্সেলিং লেখার বিরাট অনুপ্রেরণা হয়ে রইল ।
ব্লগ লেখা খুব কঠিন । :(

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

হাসান মাহবুব বলেছেন: তাহলে আরেকটু কথা বলে আপনার কাজ বাড়িয়ে দেই! আমি দেখেছি, যারা ধর্মপ্রাণ মানুষ (সে যে ধর্মেরই হোক না কেন) তাদের মন থাকে প্রশান্ত এবং তারা দীর্ঘজীবি হয়। কারো কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলে এক ধরণের শান্তি পাওয়া যায়। আর তার কাছে নিজেকে সৎ রাখলে বুকে বল থাকে সবসময়। এটা খুব খুব দরকার।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

না পারভীন বলেছেন: জানিনা হা মা , আমার যে কারো উপরে বিশ্বাস নাই :(
যারা ধার্মিক তারাই দেখি বড় অধর্ম গুলো করে । সবারই তো নিজের জন্য অনেক যুক্তি আছে :(
ধর্ম মেনে চলতে গেলে বড় বড় পরীক্ষা গুলো দিতে হয় , না মেনে চললে এসব কোন ঝামেলা নাই ।
বিচিত্র আমাদের জীবন । :)

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

একজন ঘূণপোকা বলেছেন: ট্যাগ পড়ে যা বোঝলাম, তা হল এটি খুব ভালো উদ্যোগ।

যদি কোন কাজে লাগি, তবে প্লীজ একবার ডাকবেন। পাশে থাকতে চাই এই শুভ উদ্যোগের।

ghunpoka13এট জিমেইল ডট কম।


আরেকটা কথা, চেতনাবাজরা কিন্তু আপনের পিছে লাগব।

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

না পারভীন বলেছেন: নাহ , কেউ পিছু লাগেনা । :) সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য রাশি রাশি ধন্যবাদ ।

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিশ্বাসে মুক্তি- কথাটা আমি মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি। ভাল লাগল পোষ্টের চিন্তা-ভাবনা।

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া পাশে থকার জন্য ধন্যবাদ । অনেক শুভকামনা রইল । :)

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৪

সায়েদা সোহেলী বলেছেন: খুব ভালো একটা বিষয় সবার সামনে তুলে ধরেছ আপি । সবাই যদি মনখুলে আলোচনায় আসে তবে তোমার এই পোস্ট অনেকের জন্যই খুবউপকারি হবে ।

আমার মেয়েদের নিয়ে এবং নিজের জন্য বেশ কয়েকবার হসপিটালে থাকতে হয়েছে সেই সুবাদে কিছু অভিগ্গতা আছে ( সব গুলো পজিটিভ নয় ) সময় সুযোগ হলে শেয়ার করবো । অসুস্থতার সময় আমাদের মন নরম থাকে তাই চাইলেইআস্থা দেওয়ার সাথে সাথে অনেক ভ্রান্ত ধারনাও ঢুকিয়ে দেওয়া যায় :(

আমাদের সমাজে প্রচলিত অনেক কর্মই ধর্মের নামে অধর্ম! ! খালি চোখে যদিও তা নির্দোষ মনে হয় কিন্তু সর্বশেষ পরিনতি ভয়াবহ !!!

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮

না পারভীন বলেছেন: আচ্ছা , অভিজ্ঞতা জানিও আপুনি । অনেক ধন্যবাদ তোমাকে । শুভ বিকেল । :)

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খুবই ভালো লাগলো আপু, খুবই খুবই । সাহস পেলাম বুকের ভিতরে । অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা জানবেন । :)

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

না পারভীন বলেছেন: আমারো ভাল লাগলো :) :)
পরের পর্ব পড়ার আমন্ত্রণ রইল আদনান । :)

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

বাউন্ডুলে রুবেল বলেছেন: আশায় থাকলাম পরবর্তী পর্বের। মেডিটেশান কিংবা সুফী মেডিটেশান নিয়েও লেখায় হাত দিতে পারেন সময় পেলে।

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

না পারভীন বলেছেন: পরবর্তি পর্ব দিয়েছি । মেডিটেশান কিংবা সুফী মেডিটেশান নিয়ে আমার তেমন কোন জ্ঞান নেই । একেবারেই নেই । আপনার যদি থাকে তাহলে শেয়ার করুন না ভাইয়া , দেখি সেসব আসলে কেমন ।

ধন্যবাদ ।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

দি সুফি বলেছেন: খুবই সুন্দর পোষ্ট। ++++

আল্লাহ যেন আমাদের ধৈর্য ও তওফিক দেন খারাপ সময় গুলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার । - আমিন।

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সুফি ভাইয়া । অনেক শুভকামনা রইলো । :)

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২২

তন্দ্রা বিলাস বলেছেন: চালিয়ে যান সাথে আছি।

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

না পারভীন বলেছেন: সজীব ভাইয়া । অনেক অনেক ধন্যবাদ । :) :)

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

বাউন্ডুলে রুবেল বলেছেন: সময়ই করে উঠতে পারিনা আসলে, তবে ইচ্ছা আছে কিছুদিন সিরিয়াস ব্লগিং করার। লিখবো ইনশা আল্লাহ।

আপনার বাকি লেখাগুলোও পড়ার আশা রাখছি। হয়তো আজই।

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

না পারভীন বলেছেন: আসলেই প্যালাটেবল ব্লগ লিখা বেশ সময় সাপেক্ষ ব্যাপার । একটা কিছু লিখে ফেললেই হয়না , পাঠযোগ্য করাটা কষ্ট সাধ্য । আমার কাছে যা মনে হয় ।


অনেক ভাল থাকুন রুবেল ভাইয়া । আপনার ব্লগ পড়ার আশায় রইলাম । :)

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮

অদ্বিতীয়া আমি বলেছেন: আমি নিজেই তো এমন , একটুতেই ডিপ্রেসড হয়ে যাওয়া আমার স্বভাব । বাসার কেউ অসুস্থ হলে তো কথাই নেই । আমার ডক্টর হসপিটাল ভীতি আছে ।

অবশ্যই আল্লাহ্‌র উপর বিশ্বাস এবং ভরসা রাখতে হবে , তারপরও সত্যি কথা হল ডক্টর যদি কাউন্সেলিং করেন আর সেটা যদি রিলিজিয়াস ভিত্তিতে, সেটা রোগীর জন্য কতটা স্বস্তির আর আশ্বস্তের ব্যাপার সেটা রোগী মাত্রই বুঝতে পারেন ।

৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

না পারভীন বলেছেন: হাসপাতালের সাথে শধু সুখ স্মৃতি থাকুক এ দোয়া করি । যেমন বেবী হওয়া ।


অনেক ধন্যবাদ আপুনি । :)

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

লালপরী বলেছেন: বিশ্বাসে মুক্তি- কথাটা আমি মনপ্রাণ দিয়ে বিশ্বাস করি।সহমত +++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

না পারভীন বলেছেন: আমি অপার হয়ে বসে আছি , ওগো দয়াময়
পারে নিয়ে যাও আমায়




অনেক ধন্যবাদ লালপরী আপু :)

৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

মায়াবী ছায়া বলেছেন: পোস্ট টা ভাল লাগল আপু।আল্লাহ সবাইকে ভাল রাখুন।।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০২

না পারভীন বলেছেন: থ্যাঙ্কস মায়াবী আপু । অনেক শুভ কামনা রইলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.