নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি - প্রসঙ্গ -খাদ্যে বিষাক্ত রাসায়নিক

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

কুষ্টিয়ায় স্মৃতি নামের ৮ বছরের বাচ্চাটি তরমুজ খেয়ে মায়ের বুক খালি করে দিয়ে পরপারে চলে গেছে । আশংকা জনক অবস্থায় আছে শিশু অনিক । পরিবারের আর সব সদস্যরাও অসুস্থ ।



উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়ায় গ্রামে আসকার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আসকার আলীর মেয়ে। অসুস্থ সবাইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আসকারের ছেলে অনিককে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



হাসপাতালে চিকিত্সাধীন আসকার আলী প্রথম আলোকে জানান, ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন তিনি। গত শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি কুমারখালী রেলগেট বাজার থেকে ২০০ টাকা দিয়ে বড় আকারের তরমুজ কিনে বাড়ি যান।



শনিবার সকাল নয়টার দিকে তাঁর স্ত্রী ওই তরমুজ কেটে ছেলেমেয়েসহ বাড়ির অন্যদের দেন। বিকেলের দিকে কয়েকজনের পেট ও মাথাব্যথা দেখা দেয়। রাতের দিকে সবার বমি হতে থাকে। অবস্থা খারাপ দেখে আজ সকালে এলাকাবাসী তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আবুল হাসনাত বলেন, খাদ্যে বিষক্রিয়ায় এক শিশু মারা গেছে। ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সবাইকে চিকিত্সা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, তরমুজটি কোনো রাসায়নিক দিয়ে পাকানো ছিল। এ কারণে বিষক্রিয়া হয়েছে।

প্রথম আলোর খবরের লিংক

অন্য খবরে এসেছে শিশু অনিক ও মারা গেছে । এখন বাকি ১৯ জন হাসপাতালে ভর্তি ।



এবার তরমুজ ,এর আগের বছর লিচু খেয়ে শিশু মারা গেছে ।প্রতিনিয়ত অধিক মুনাফার লোভে খাদ্যে বিষ মিশিয়ে চলেছে ব্যবসায়ীরা । শিশুরা সে বিষক্রিয়া সামাল দিতে না পেরে মৃত্যু মুখে পতিত হচ্ছে । মুরগীর মাংসে মাত্রাতিরিক্ত রাসায়নিক , মাছে রাসায়নিক । জনগণ কোন দিকে যাবে ?



প্রতিদিন টিভিতে দেখাচ্ছে তরমুজের বাম্পার ফলন হয়েছে এবার দেশে । তাও কেন বিষাক্ত রাসায়নিক মেশানোর প্রয়োজন পড়লো ? ব্যবসায়ীদের আর কত লাভ দরকার ?

গর্ভবতী মায়েরা যখন জিজ্ঞেস করে , কি কি ফল খেতে পারবো বলে দেন ?

খুব ইতস্তত অবস্থায় পড়ে যেতে হয় । আসলে সে কি খাবে ? ইচ্ছে করে , আড়তদার দের জিজ্ঞেস করি আপনারা কোন খাবারে বিষ মিশান না কান্ডলি একটু যদি বলেন ? এই মা আর তার শরীরের ভিতর বেড়ে ওঠা শিশুটির জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার । আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত এই ফলফলালীর মধ্যে আছে তা । কিন্তু টাকা দিয়ে এগুলি খাওয়া আর বিষ খাওয়া একই । চোখের সামনে নিজের গাছের ফল ছাড়া আর কোন ফলমূল নাই যা সে খেতে পারে । সবগুলোতে বিষ মেশানো ।

আর এ গুলো থেকে হয় মারাত্মক জটিলতা । গর্ভপাত , পানি ভেঙ্গে যাওয়া , শিশু পেটে মারা যাওয়া .অপরিণত শিশু . শিশুর শ্বাসকষ্ট .বিকলাঙ্গ শিশু , মানসিক প্রতিবন্ধি ।



এ সব সিজনাল ফলমূল আম, জাম , কাঁঠাল , কলা , লিচু , পেঁপে তে রয়েছে পুষ্টি উপাদান যা বুদ্ধির বিকাশ আর শক্তির উৎস । সচেতন পরিবার শিশুদের এ গুলি দিচ্ছেনা । বিশ্বনন্দিত ক্রিকেটার “ সাকিব আল হাসান “ ও তার সাক্ষাতকারে বলেছেন যেগুলো খেলে শক্তি পাব তাও খেতে পারিনা , সব জায়গায় ফরমালিন । কিভাবে ভাল খেলবে আমাদের ছেলেরা ?

বাংলাদেশ সরকারের সাথে জনগণের সম্পর্ককে রুপায়ন করতে গেলে বলতে হয়

‘ সর্প হয়ে দংশন করো

ওঝা হয়ে ঝাড় “

একদিকে রয়েছে এসব বিষের সহজলভ্যতা । অন্যদিকে

কয়েকদিন পর পর মোবাইল কোর্ট বের হয় , খাদ্যে বিষ সনাক্ত করে । তারপর নষ্ট করা হয় ফলমূল গুলো ।



জানিনা , ফরমালিন মেডিকেল কলেজ আর হাসপাতাল ছাড়া আর কারো কোন কাজে লাগে কিনা । কিভাবে ফরমালিন ব্যবসায়ীদের হাতে যায় , সে টা না বের করে কিছু ফলমূল ডেস্ট্রয় করাটা জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছু মনে হয়না ।

উৎপাদন আর বিপণন এর সাথে জড়িত এটা বের করে এগুলো নির্মূল করা কেন সম্ভব হচ্ছেনা , এটা এক বিস্ময় । ফরমালিন , কার্বাইড , ইথিলিন ও আরও কত কি যে তারা মেশায় তারাই ভাল জানে ।



এ সমস্ত রাসায়নিক শরীরের কিডনি বের করে দিতে পারেনা । বরং আস্তে আস্তে কিডনিই বিকল হয়ে যাচ্ছে । দেশে ক্রনিক রেনাল ফেইলুর এর রোগী ক্রমশই বেড়ে যাচ্ছে । ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে । ডায়াবেটিস বাড়ছে ।

দেশের স্বাস্থ্যখাতে ব্যয় বেড়ে যাচ্ছে ।


মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ এ ব্যপারে কামনা করছি । মাননীয় প্রধান মন্ত্রী আপনি ও একজন মা , একজন নানী , দাদী । চোখের সামনে বাচ্চারা অসুস্থ হয়ে গেলে কেমন লাগে আপনি জানেন । নিষ্ঠুর বিবেকহীন এ ব্যবসায়ীদের হাত হতে আপনি জনগণকে রক্ষা করতে এগিয়ে আসুন । আজ আমরা বড় অসহায় আর জিম্মি । ছাড়াছাড়া ভাবে দেয়া জেল , জরিমানা , মোবাইল কোর্ট যেহেতু এ ভয়াবহ অপরাধ রুখতে পারছেনা , এর জন্য আরও বড় ধরনের শাস্তি দিয়ে এ সমস্যা সমাধানে এগিয়ে আসুন ।





- ডাঃ নার্গিস পারভীন

মন্তব্য ২২৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (২২৯) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

হাসান মাহবুব বলেছেন: সুমনের গানের কথা মনে পড়ে গেল,

"কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে"

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫

না পারভীন বলেছেন: শুনেছি ফরমালিনের সহজলভ্যতা রোধ করার আইন ৬ মাস ধরে চাপা পড়ে আছে কোন কোন ফাইলের নীচে ।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: বানিজ্য মন্ত্রনালয়ের কিছু ঘুষখোর মানুষ আর রাজনৈতিক নেতা সামান্য লাভের জন্য ফরমালিন নিষিদ্ধ করবেন না। আর ঐ ফরমালিনের কারনে মারা যাবে নিরীহ মানুষ যারা রাজপথে বা সংসদে গিয়ে হাজার কোটি টাকার গান গাইতে পারেনা! নেতাদের কাছে এসব প্রানের কি দাম, আছে? চেতনা জিন্দাবাদ।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭

না পারভীন বলেছেন: প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোন আশা আড় নাই । :(

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৮

মুদ্‌দাকির বলেছেন: আসলেই এই ব্যপারটা সিরিয়াসলি ডিল করতে হবে, সময় থকতেই !!!!!!!

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০০

না পারভীন বলেছেন: বিবেকহীন অমানুষ গুলোর ফাঁসি চাই ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই, আমি ভয়ে ফল খাওয়া ছেঁড়ে দিয়েছি। :D

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৪

না পারভীন বলেছেন: যা খাবেন তাতেই বিষ !

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমি কিছু মৌসুমি ফল খাই, যেগুলো সাধারণত বাজারে খুব কম পাওয়া যায়। এগুলাকে অনেক ঝোপঝাড় এর ফল বলে। যেমন কাঠ লিচু,বেত ফল,পানি ফল, করমচা, আর একটা লাল ছোট গুটি গুটি একটা ফল আছে নামটা ভুলে গেছি। এরকম বেশ কিছু ফল আছে এগুলা মানুষ বেশী একটা খায়না তাই ভেজাল নাই বললেই চলে। আর আমার জানামতে এগুলা চাষ করাও হয়না।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫

না পারভীন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য রথি ভাই ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

নাছির84 বলেছেন: অরণ্যে রোদন করে লাভ কি ? যেভাবে বেঁচে আছেন, সেভাবেই কোনমতে ৬৪.৯ বছর পার করার চেষ্টা করুন।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,এই আবেদন নিয়ে আপনি শাহবাগের মোড়ে একমাস অনশন করে মরে গেলেও কেউ কর্ণপাত করবে না। কারণ আমরা আমজনতা। এই শব্দটার মধ্যে বিভেদের পরিমান অতল।
ব্যক্তিগতভাবে আমি কিছুটা নৈরাশ্যবাদী। তাই এমন মন্তব্যের জন্য দুঃখিত।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

না পারভীন বলেছেন: আল্লাহর দয়া হতে হতাশ হওয়া নিষেধ আছে ইসলামে ।

প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ পড়লে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ।
ধন্যবাদ রোমেল ।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

বোধহীন স্বপ্ন বলেছেন: খাইছে, ফলও খাওয়া যাবে না দেখছি!!!

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২

না পারভীন বলেছেন: স্বপ্ন ভাই , গতবছর লিচু খেয়ে বাচ্চা মারা গেলো
এবার তরমুজ
আম, জাম , কাঁঠাল , লিচুর সিজন তো শুরুই হয়নি ।
সি , আর, এফ (ক্রনিক রেনাল ফেইলুর , ক্যান্সার রোগীরা যত কষ্ট পায় , তাদের ডাক্তার ও তাদের কষ্ট দেখে সমান কষ্ট পায় ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অবতার পাঠাও। একজন ত্রানকর্তা পাঠাও।

যেই ব্যবসায়ী লোভে এই বিষ মেশায়- তার সন্তান যদি এই ফল খেতে পারতো!


তাতেও কি হুশ হবে?

আমাদের পথে পদে ফাঁদ। পূঁজিবাদ তার হিংস্র নখল বিছিয়ে রেখেছে সর্বত্র।

ভাল মানুষদের বলা হয বোকা!
সৎ লোকদের বলা হয় বোঝেনা কিছু!
অথূমূল্যে মূল্যায়িত হয়- জ্ঞান, মর্যাদা, সামাজিক অবস্থান!

প্রকৃত জ্ঞানীরা, সৎরা, ভালরা কোনঠাসা হযে আছে??/?

চাই পূর্ন পরিবর্তন। এ কমপ্লিট চেঞ্জ!

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬

না পারভীন বলেছেন: হে আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অবতার পাঠাও। একজন ত্রানকর্তা পাঠাও- আল কুরআন ।

ধন্যবাদ বিদ্রোহী ভাই ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

রিফাত ২০১০ বলেছেন: ঢাকাবাসী বলেছেন: বানিজ্য মন্ত্রনালয়ের কিছু ঘুষখোর মানুষ আর রাজনৈতিক নেতা সামান্য লাভের জন্য ফরমালিন নিষিদ্ধ করবেন না। আর ঐ ফরমালিনের কারনে মারা যাবে নিরীহ মানুষ যারা রাজপথে বা সংসদে গিয়ে হাজার কোটি টাকার গান গাইতে পারেনা! নেতাদের কাছে এসব প্রানের কি দাম, আছে?

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

না পারভীন বলেছেন: শুনলাম গত বছর কোন মন্ত্রীর নাতি লিচু খেয়ে ৩ দিন হাসপাতালে ভর্তি ছিলো ।

ধন্যবাদ রিফাত ভাই ।

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আজকাল বিষ ও মনে হয় এসবের চেয়ে কম বিষাক্ত ||

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২২

না পারভীন বলেছেন: আমারো তাই মনে হয় ।
ধন্যবাদ মুন ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৬

না পারভীন বলেছেন: জনগুরুত্ব পূর্ণ ও সময়ের আর্তনাদ সম্বলিত পোস্ট প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের সুবিধার্থে স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ রইলো ।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

না পারভীন বলেছেন: পোস্ট স্টিকি করা হোক ।

১২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

ইমরান ৯০ বলেছেন: সময়টা খুব কঠিন.।.।.।।।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

না পারভীন বলেছেন: আসলেই সময় খারাপ .ধন্যবাদ ইমরান ভাই .

১৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় না ফরমালিনের কারনে এই মৃত্যু।
তরমুজের নমুনা ও নিহতের পাকস্থলির রস ঢাকায় এনে এর বিষ সনাক্ত করতে হবে। পচা তরমুজে হয়তো মারাত্বক জিবানু ছিল।

তরমুজের কারনে নাও হতে পারে।
১৯ জন অসুস্থ। ১ তরমুজ পরিবারের ৫-৬ জন খাওয়ার কথা।
২০ জন কিভাবে খেল?

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

না পারভীন বলেছেন: আমার মনে হচ্ছে মাত্রাতিরিক্ত ফরমালিন cardio respiratory failure হয়ে মারা গেছে শিশু দুটি . ওখানকার ডাঃ ও ফরমালিন কে দায়ী করেছেন .বেটার ডায়াগনোসিস এর জন্য postmortem করে viscera এক্সামিনেশন এর জন্য পাঠানো যায় .

১৪| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: পৃথিবীর আর কোথাও খাদ্যদ্রব্যে মরণঘাতি রাসায়নিক মেশায় বলে জানা নেই । সব সম্ভবের দেশে আমরা বাস করি ।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

না পারভীন বলেছেন: সব সম্ভবের দেশ হলেও কেন দেশের নেতাদের কাছে এই সমস্যা সমাধান অসম্ভব .সেটাই বুঝে আসছেনা
ধন্যবাদ মামুন ভাই

১৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:



এখন থেকেই সকলের এর বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। না হয় সামনে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯

না পারভীন বলেছেন: কিন্তু কিভাবে? ফরমালিন কিট দিয়ে ফর্মালিন আছে কিনা এটা দেখা ত সমাধান নয় . কয়েকদিন পর পর কিছু ফলমুলে ফর্মালিন আছে বলে সেগুলোকে নষ্ট করাটাও সমাধান নয়
নানাবিধ রাসায়নিক মেশানো হচ্ছে . কেন জনস্বাস্থ্যের এ দিকটির দিকে সরকারি নজর পড়ছেনা ...

১৬| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: জানি না কতভাবে আর কতদিনে এই সমস্যা গুলি র দিকে নজরদারি বাড়বে ...
:( :( :( :( :( :(

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৩

না পারভীন বলেছেন: এখানে ফর্মালিন মুক্ত আম পাওয়া যায় এটা বলে ফর্মালিন যুক্ত আমের ব্যবসার দিন আসছে সামনে .জনগণ জিম্মি .কি খাবে? কোন খাবার আছে এ দেশে যা বিষ মুক্ত?

১৭| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১০

অদ্বিতীয়া আমি বলেছেন: যে ব্যাপারটা নিয়ে লিখেছেন আপু, যথার্থ ই বলেছেন । মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ খুবই জরুরী ।
এটা এক ধরণের মার্কেট ফেইলিওর , যা গভরমেন্ট ইন্টারভেনশন ছাড়া সল্ভ সম্ভব নয় ।

কিন্তু গভরমেন্ট এর তো মাথা ব্যাথা দেখি না । আর এই সব মোবাইল কোর্ট , জরিমানা করে করে তো কিছুই হবে না ।

সম্ভবত নেক্সট জেনারেশন হবে ফরমালিন প্রুফ |-)

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

না পারভীন বলেছেন: খাদের বিষাক্ত রাসায়নিক ধীরে ধীরে ভাইটাল অর্গান গুলো কে নষ্ট করে দিচ্ছে . শিশুরা বিষ সহ্য করতে না পেরে মারা যাচ্ছে . গুরু তর সমস্যা হিসেবে চিহ্নিত করেন এর প্রতিকার আশু প্রয়োজন

ধন্যবাদ অদ্বিতীয়া

১৮| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৩

কানা দাজ্জাল বলেছেন: সরকারি কর্মচারী যারা তাদের আমরা চাকর বলতে পারি। আর প্রজাতন্ত্রের পালের গোদা তাকে নিশ্চয় ই হে'দ চাকর বলা যাবে? আর মহিলা হলে হেড বুয়া। এইসব বুয়া ছুয়ার হস্তক্ষেপ কামনা না করলে হয়না? কিছু হইলেই বুয়ারে ডাক। আজতক উনাদের ডাইকা কোন ফায়দা হইছে? এখন দেশী ফল মূল-ও পোলাপানরে খাওয়াইতে পারুম না? খাওয়াইতে গেলে উনার পারমিশন নেওয়া লাগব? উনারে খালি কন স্বাভাবিক রাখুক আইন আদালত, নিয়ম নীতি আর কিছু লাগব না। কথায় কথায় হের কাছে ধন্যা দিয়া কোথায় পাঠাইছেন, দেখেন? বাচ্চারে তরমুজ খাওয়াইবেন, তাও হেরে জিগায়া। পোলাপানরে খাওয়ামু কি? তিলে তিলে না মাইরা একেবারে মাইরা ফালাইলে হয়না?।

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

না পারভীন বলেছেন: এটা তৈরী করছে বিশাল হেলথ হেজার্ড । তিলে তিলে যেমন মারা যাচ্ছে শিশুরা আকস্মিক ভাবেও মারা যাচ্ছে ।
যখন সব মন্ত্রনালয় ফেইল তখন দেশের হেডের মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকানো ছাড়া আড় কি করার আছে ?

ধন্যবাদ দাজ্জাল ভাই।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৬

আজীব ০০৭ বলেছেন: আজকাল বিষ ও মনে হয় এসবের চেয়ে কম বিষাক্ত ||

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

না পারভীন বলেছেন: আজকাল বিষ ও মনে হয় এসবের চেয়ে কম বিষাক্ত |


সহমত ।
ধন্যবাদ আজীব ০০৭ ভাই ।

২০| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৬

নীল জোসনা বলেছেন: কি শুনাইলেন আপা । :( :(

তরমুজ কিনতেও বিপদ । দোকান ভর্তি তরমুজ ভালো টা চেনার উপায় কি ?

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

না পারভীন বলেছেন: কোন টাতে বিষ মেশানো এটা চেনার উপায় নাই । কারণ সিরিঞ্জ দিয়ে তরমুজে বিষ ঢুকানো হয় ।


ধন্যবাদ নীল ভাইয়া ।

২১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধুর !!! আপা কার কাছে কি প্রত্যাশা করেন ? এক তরমুজ খেয়ে মানুষ মারা গেলে সরকারের কি করার আছে। তাদের দরকার ক্ষমতা এছাড়া অন্য কিছু নিয়ে ভাবার সময় তাদের নেই।

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

না পারভীন বলেছেন: এ নিয়ে কোন আন্দোলন সভা হতে দেখিনা । কারণ শরীরে জমে যাওয়া বিষ আস্তে আস্তে ধ্বংস করছে ভাইটাল অর্গান । আর শিশুদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হওয়ায় তারা মারা গেছে ।


যখন সব মন্ত্রনালয়ের সদিচ্ছার অভাব পড়েছে তখন প্রধান মন্ত্রীর হস্তক্ষেপই পারে এ থেকে আমাদের রক্ষা করতে ।

২২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্ট স্টিকি হওয়া উচিত! যদিও আমার ধারনা আমরা মেনে নিয়েছি যে আমাদের খাবারে ফরমালিন সহ বিষ থাকবে, আমরা সেইটা খেয়ে বেশ বেঁচে থাকবো আজীবন! আর অসুখ বিসুখ তো হইতেই পারে! ফলাফল তরমুজ ওয়ালা তার ফলে বিষ মাইরা সেই টেকা দিয়া যখন বাজারের বড় রুই মাছটা কিনে, ওরেও বিষ মারসে মাছয়ালা, মাছ বেইচা মেছো গেলো লিচু কিনতে, ছোট পূলারে খাওয়াইলো বিষ, নিয়ে গেল ডাক্তারখানায়, ডাক্তার প্রাইভেট মেডিকেলের বকলম, দিল ভেজাল অষুধ! অবস্থা হইলো খারাপ! আমি কয়েকজনের পেশা উল্লেখ করলাম বলে ভাইবেন না যে শুধু এই পেশাগুলারে গালি দিতাসি, আমরা সবাই পচে গেসি লোভে! সবাই টাকা চাই, সমৃদ্ধি চাই, সেটা হচ্ছেও কিন্তু! উপরের সাইকেলে দেখেন সবার পকেট ভরলো, সার্ভিস বাড়লো, দেশের জিডিপি বাড়লো, বিষের ব্যবসা যে সব বড় হনুরা করেন তারা তো লালে লাল(তাদের ছেলে মেয়েরা কেউ এই দেশে থাকে না, মাঝে মাঝে যখন আসে তখন শুধু পিজা হাটগুলাতেই খায়), ক্ষমতায় আসার জন্য এত, থাকার জন্য যত কিছু করা হয় তা তো অই সব ব্যবসা করার জন্যই! ব্যবসায়ী সূচকে যখন মানবতা মাপা হবে তখন এ তো সবে শুরু!

একটাই শক্তি থামাতে পারে, আমরা যদি জেগে উঠতে পারি, আমরা যদি পারতাম! আমরা সবাই সবাইকে যে তিলে তিলে হত্যা করছি, এই বোধটা যদি আমাদের আসতো! কিন্তু আমার মনে হচ্ছে আমরা এইটা মেনে নিয়েছি! আমাদের দেশে ভোক্তা অধিকার বলে কোন কথা আছে বলে তো কোথাও শুনি না!

তারপরেও পোস্ট স্টিকি করা যেতে পারে! আশা করতে তো দোষ নেই!

পোস্টের জন্য ধন্যবাদ নাপা আপু!

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫

না পারভীন বলেছেন: জনগুরুত্ব পূর্ণ ও সময়ের আর্তনাদ সম্বলিত পোস্ট প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের সুবিধার্থে স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ রইলো ।



ধন্যবাদ ইফতি ।

২৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১

শরৎ চৌধুরী বলেছেন: ভয়াবহ এক বিষাক্ত লোভ ঘিরে ধরছে আমাদের।

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭

না পারভীন বলেছেন: মাননীয় মডারেটর ,

জনগুরুত্ব পূর্ণ ও সময়ের আর্তনাদ সম্বলিত পোস্ট প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনের সুবিধার্থে স্টিকি করার জন্য ব্লগ কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রইলো

২৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮

মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস বলেছেন: গতকাল টিভিতে দেখলাম তরমুজ খেয়ে কয়েকজন মারা যেতে এবং আরো বেশ কয়েকজন হাসপাতালে রোগী হিসেবে ভর্তি হতে,
আমরা ফলফলাদি খাচ্ছি শরীরকে শক্ত করার জন্য সেই ফলফলাদি যদি শরীরকে বিষাক্ত করে তুলে তাহলে আমরা কী খাবো?
ডাক্তার সাহেব আমাদের কী খেতে বলবেন?
আমার মনে হয় এমন একদিন আসবেন ডাক্তার সাহেব বলতে বাধ্য হবেন ভাল করে ফরমালিন খান,

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

না পারভীন বলেছেন: বিষাক্ত মানুষেরা মিশিয়ে দিচ্ছে বিষ । আরো বিষাক্ত মানুষের ইন্ধনে তারা পেয়ে যাচ্ছে মুনাফায় লাল হয়ে যাওয়ার কালো চাবি ।


এইসব বিষের উতপাদন , বিপনন , ইন্ধন দাতাদের হাত হতে আল্লাহ আমাদের রক্ষা করুণ ।

হে আল্লাহ তোমার সৃষ্টির ( এই সব বিষাক্ত অন্তরের মানুষদের ) অনিষ্ট হতে আমাদের রক্ষা করো । সুরা ফালাক
প্রধান মন্ত্রী যেন এ ব্যপারে দৃষ্টি দেন ।

ধন্যবাদ ওমর ফারুক ভাইয়া

২৫| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩

হোসাইনের ছেলে বলেছেন: প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করাটা কতটুকুন আশাব্যাঞ্জক জানিনা! তবে এসবের প্রতিকার সহসা হওয়ার কোন লক্ষন দেখছিনা। বাঙ্গালীর জীবনের মূল্য আজ নেই বললেই ছলে। তবে আপনার ইচ্ছা এবং আকাঙ্খার প্রতিফলন ঘটুক এই কামনা করি।

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

না পারভীন বলেছেন: মানুষের জীবনের মূল্য এত কমে গেলো কেনো !
কি এর সমাধান জানা নাই


ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

২৬| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫

ধুমধাম বলেছেন: আমি ভয়ে ফল খাওয়া ছেঁড়ে দিয়েছি, আজ চার বছর হলো। একেবারে সরাসরি গাছের না হলে খাই না

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

না পারভীন বলেছেন: ফল খাওয়া আমাদের পরিবার ও ছেড়ে দিয়েছে .কিন্তু প্রকৃত সমাধান ত এটা হতে পারে না .


ধন্যবাদ ধুমধাম ভাইয়া

২৭| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পোস্ট স্টিকি করা হোক ।
পোস্ট স্টিকি করা হোক ।
পোস্ট স্টিকি করা হোক ।

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

না পারভীন বলেছেন: পোস্ট স্টিকি করা হোক.


ধন্যবাদ বিদ্রোহী ভাইয়া

২৮| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

আসিফুর রহমান নাজিব বলেছেন: খাদ্যে বিষাক্ত রাসায়নিক একটি মারাত্মক সমস্যা। পোস্ট স্টিকি করা দরকার ছিলো। করেনাই কেন?

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

না পারভীন বলেছেন: যাদের ছোট বাচ্চা আছে তাদের বুকেই দুটো ছোট শিশুর মারা যাওয়ার খবর শেল হয়ে বিধেছে


ব্লগ মডারেটরাও হয়তো সমস্যা র গুরুত্ব অনুধাবন করতে পারছেনা
ধনুবাদ আসিফ ভাই

২৯| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ইসপাত কঠিন বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীকে বরং অনুরোধ করবো সংশ্লিষ্ট সকলের হাতকে শক্তিশালী করতে যাতে তারা হস্তক্ষেপ করতে পারে এবং সব জায়গায় হস্তক্ষেপ করার যন্ত্রণা থেকে যাতে মাননীয় প্রধানমন্ত্রী নিস্তার পান।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪

না পারভীন বলেছেন: হাত গুলো বড়ই দুর্নীতি গ্রস্থ .প্রধানমন্ত্রী আপনার আবেদন গুরুত্ব সহকারে নিলে খুব ভাল হয়


ধন্যবাদ ইস্পাত ভাই

৩০| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৫

অন্ধবিন্দু বলেছেন:
বোন পারভীন,
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ নয় আমি জনগণের আক্ষেপ কামনা করি। তাঁদের সচেতনতা একতা-প্রতিরোধ কামনা করি।

ব্লগ পাতাটি লেখার জন্য কৃতজ্ঞতা জানাই।
ব্লগ কর্তৃপক্ষকে লেখাটি ‘দৃষ্টি আকর্ষণ’ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫

না পারভীন বলেছেন: জনগণ এর সচেতনতা এখানে কিভাবে কাজে লাগতে পারে তা ব্যক্ষা করলে ভাল হত.
ধন্যবাদ অন্ধবিন্দু

৩১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: আর কতভাবে মরব আমরা? স্রষ্টা এবং তার সৃষ্টি- উভয়েই বাংলাদেশি মারার ক্ষেত্রে দারুণ সৃজনশীল।

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

না পারভীন বলেছেন: আমরা কিডনি ফেইল করে .ক্যান্সার হয়ে .স্ট্রোক করে বিছানায় গড়াতে গড়াতে মারা যেতে চাই না
আমাদের শিশুদের এভাবে হারাতে চাই না



আহারে সোনার বাংলাকে তামা তামা করে ফেলল বিষাক্ত মানুষ গুলা .কি বলব প্রফেসর! !

৩২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

অন্ধবিন্দু বলেছেন:
বাংলাদেশে তো আইন আছে ! বড় ক্যানভাসে দেখলে, আইনের কার্যকারিতা কিন্তু ঐ সচেতনতা থেকেই উপযুক্ত মাত্রায় প্রয়োগ ঘটাতে পারে। রাষ্ট্রনীতি কিন্তু তাই ই বলে। পৃথিবীর উন্নত দেশগুলো তার উদাহরণ।

ধন্যবাদ, পারভীন।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩০

না পারভীন বলেছেন: না ! জনগণ কে প্রোটেকশনের জন্য আইন নাই আর থাকলেও তার প্রয়োগ নাই

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

তারছেড়া লিমন বলেছেন: দেশ প্রেম আজ ফরমালিন দিয়ে ঢাকা.......... ওরা তো এইসব খায় না তাই ওদের কিছু এসে যায় না................
দুই দিন মিডিয়া চিৎকার করবে ওদের কাটতি বাড়াবে কেউকেউ কেউটের মত তার মলিন বদন নিয়ে কুমীরের কান্না কাঁদবে তারপর সব চুপ। বড় অদ্ভুত একটা দেশ । এদেশের ব্যবসায়ী বলেন আর নেতা বলেন ১২ বার সার্ফ-এক্সেল দিয়ে ধুলেও এদের দেহের ময়লা যাবে মনের টা যাবে না............. বেগুনে বিষ খাচ্ছি, আমে, টমেটো,সব রকম ফল, মাছ মাংশ ........ আসলে বিষ দিয়ে যদি ভাল (মুনাফা)কিছু হয় তো বিষই সই............

তাইতো নচিকেতার মত বলতে হবে একদিন" আমার মৃত দেহে ঝুলবে নোটিশ বোর্ড কতৃপক্ষ দায়ী না"

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৫

না পারভীন বলেছেন: ধন্যবাদ লিমন ভাই.
ফরমালিন প্রেম .আহা কবিতা লিখার জন্য একটি ভাল শব্দ পাওয়া গেল .
আসলেই কারো কোন মাথা ব্যথা নেই .

৩৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: ভয়ঙ্কর অবস্থা। মানুষ কিভাবে বেঁচে থাকবে।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৯

না পারভীন বলেছেন: মানুষের দাম নেই ভাই . এতো বাংলাদেশে প্রচুর আছে

৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৩

ইমিনা বলেছেন: আমি তো সেই কবে খেকে ই ফল খাওয়া ছেড়ে দিয়েছি।
ফল দেখলেই এখন কেমন যেন ভয় ভয় করে।
মনে হয় এর ভেতর রাখা আছে শান্ত শীতল ছুরি ।
আর আইন ও নোংরা মানুষগুলোর জন্য প্রতি মুহূর্তে অনুভব করি প্রচন্ড ঘৃনা।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৫

না পারভীন বলেছেন: ধন্যবাদ আপু . কিন্তু প্রশ্ন হল এই সব দিন কি বদলাবে না? শুধু খারাপের সূচকেই কি আমরা তর তর করে উপরে উঠে যাব?


৩৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

ইমিনা বলেছেন: জানি না আপু, খুব হতাশা বোধ করি। কতো সহজে আমরা চারদিকের অন্যায় মেনে নিচ্ছি। প্রশাসন তো প্রহসন মাত্র। আমরা আমদের রক্ষা করতে পারি না, ঘৃণাটা তাই আমাদের উপর ই, আমার উপর ই :( :(

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০

না পারভীন বলেছেন: কত হাজার মরলে পরে বলবে তুমি শেষ
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেষে

৩৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮

ডার্ক ম্যান বলেছেন: গত জোট সরকারের আমলে একটা ভাল উদ্যোগ ছিল ''ভেজাল বিরোধী অভিযান"। কেন যে বন্ধ হল। এই দেশে ভাল কিছু বেশী দিন টিকে থাকতে পারে না।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

না পারভীন বলেছেন: ধন্যবাদ ডার্ক ভাইয়া, কেমিকেলস গুলোর উতপাদন বন্ধ করা দরকার। ভেজাল বিরোধী অভিযান ও চালু রাখা দরকার। কিন্তু স্বার্থান্বেষী মহলের জন্য ই হচ্ছেনা।

৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

অবচেতনমন বলেছেন: বিবেকহীন অমানুষ গুলোর ফাঁসি চাই,ফাঁসি চাই,ফাঁসি চাই

এত এত মানুষের ভিড়ে মানুষ খুঁজে পাওয়া বড় দায়,
তাইতো সর্বদা এতসব পৈচাশিক ঘটনার রূপ নেয়।

ভাল থাকবেন জীবনের প্রতিটি মুহূর্তে সর্তকতার সহিত এই প্রত্যাশায় অবচেতন মন।

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অবচেতনমন ভাইয়া । সরকারের একটু সদিচ্ছা থাকলে খাদ্যে রাসায়নিক মেশানো কঠিন হত ব্যবসায়ীদের জন্য । শুভকামনা রইলো ।

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩১

জানা বলেছেন:
যে কোন ভাবেই হোক পোস্টটি নজর এড়িয়ে গিয়েছিল।

জীবন রক্ষার স্বার্থে একটি অত্যন্ত জরুরী পোস্ট। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় ডাঃ না পারভীন।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪

না পারভীন বলেছেন: প্রিয় জানা আপু , জনগুরুত্বপূর্ণ পোস্ট স্টিকি করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা । :)

৪০| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১১

জেনারেশন সুপারস্টার বলেছেন: অন্যপোস্টে যেকথাগুলো বলেছি তাই এখানে পেস্ট করি......

চারপাশের মানুষগুলোর অসততা আর প্রতারণায় ভরা চরিত্রগুলো দেখে আশা হারিয়ে ফেলছি।নতুন উৎপাত তরমুজ খেয়ে মানুষ মারা যাচ্ছে আর এরচেয়ে খারাপ কিছুই হয়না।খাদ্য,পানি আর চিকিৎসা- এই ৩ টা খাতে তো অন্তত বিশুদ্ধতা থাকা উচিৎ।দেশ সন্ত্রাসী,হাইজ্যাকার থাকুক আমি অতটা সিরিয়াস হব না পুলিশ বা সরকারের বিরুদ্ধে-এগুলা সবদেশে সবসমাজেই থাকে।প্রশাসন দূর্নীতিবাজেরা দূর্নীতি করুক,বিভিন্ন অবকাঠামো নির্মাণে দেরী হোক,সরকারী বিভিন্ন খাতে উন্নয়নে কালবিলম্ব হউক আমার কোন মাথাব্যথা নাই-কিন্তু যেগুলা আমাদের মৌলিক ব্যাপারসেপার যেমন খাদ্য,চিকিৎসা,পানীয় এগুলাতে তো ১০০% বিশুদ্ধতা থাকা চাই।এসব খাতে যদি এমন অবস্হা হয় তাহলে সমাজের উপর শেষ আশাটাও হারাতে হয়।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯

না পারভীন বলেছেন: ধন্যবাদ সুপারস্টার ভাইয়া ,

আমাদের দেশ আসলেই সোনার বাংলাদেশ । কত সুন্দর ফলফলালী হয় । কিন্তু

আবারিত সুযোগ দেয়ার কারণে নষ্ট মানুষেরা সব ধ্বংস করছে ।

রাসায়নিকের উতপাদন , বিপনন বন্ধ করা দরকার । আর ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি দেয়া দরকার ।

৪১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

হাসিনুল ইসলাম বলেছেন: কেউ কেউ এমন মৃত্যুর জন্য খাবারে বিষক্রিয়াকে এড়িয়ে বিশেষ কোনো জীবাণু সংক্রমনের কথা ভাবতে পারেন, এমনটা হাইপোথেসিস হিসেবে ভাবতেই পারেন, যেমন ১৩ নং মন্তব্যে দেখলাম। তারপরও ফরমালিনের অপপ্রয়োগ আর মুনাফার জন্য খাবারে অযাচিত উপাদান মেশানোর বিরুদ্ধে কথা বলতে বলতে একসময় হয়ত পরিবর্তন ঘটবে বলে আশা রাখা ছাড়া উপায় নেই। যখন একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে তখন কর্তৃপক্ষেরই দায়িত্ব বিষয়টি কি তা প্রমাণের। তেমন কোনো নড়াচড়া ঘটেছে বলে মনে হচ্ছে না, হয়ত কাজ চলছে কিন্তু আমি/আমরা জানি না। আসলে প্রকৃত অর্থে যারা মারা যাচ্ছে তাদের হয়ত অভাবী দৃর্বল শরীর, (?) তাই সামান্য পঁচা খাবার খেয়ে হজম করতে পারছে না।

বাংলাদেশে এখন কেবল দুটি প্রাকৃতিক খাবার বিষমুক্ত:
১. সজনে ডাঁটা (নিজে পাড়তে গেলে বানরের মত কসরত করতে হতে পারে) ২. ছাল উঠা কুত্তার পিঠের মত দৃর্বল মাঠের দৃর্বা ঘাস (হার জিরজিরে গরু হলে সরাসরি তা পাওয়া যাবে)

আমরা প্রজারা হয় বানর, নয় গরু, যদি আমরা বিষমুক্ত খাবার পাওয়ার বায়না ধরি!!!

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ হাসিনুল ভাইয়া ।




খাদ্যে বিষাক্ত রাসায়নিক মেশানোর মূল উতপাটন করতে হবে ।

৪২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২২

অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্টটি স্টিকি করে সামু একটি ভালো কাজ করলো।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

না পারভীন বলেছেন: আসলেই তাই ভাইয়া ।


পোস্ট স্টিকি করার জন্য সামুকে ধন্যবাদ । সরকারের সুনজর চাই ।

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্টটি স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষের প্রতি একরাশ শুভেচ্ছা রইল ও প্রিয় না পারভীন আপুর প্রতি শ্রদ্ধা রইল গুরুত্বপূর্ণ এই পোস্টটির জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাইয়া ।




এবার বিষাক্ত রাসায়নিকের উতপাদন ,বিপনন , আর খাদ্যে বিষ মিশিয়ে দেয়ার বিরুদ্ধে সরকারের আশু ব্যবস্থা চাই ।

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

বাংলাদেশী দালাল বলেছেন: কিভাবে ফরমালিন ব্যবসায়ীদের হাতে যায় , সে টা না বের করে কিছু ফলমূল ডেস্ট্রয় করাটা জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছু মনে হয়না । [/si

সহমত। অনেক ধন্যবাদ আপা।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ বাংলাদেশী দালাল ভাইয়া ।



বিষাক্ত রাসায়নিকের উতপাদন ,বিপনন , আর খাদ্যে বিষ মিশিয়ে দেয়ার বিরুদ্ধে সরকারের আশু ব্যবস্থা চাই ।

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

মদন বলেছেন: একমত।


খাদ্যে ভেজালকারীদের সরাসরি ব্রাশফায়ার করা হোক। কোন ক্ষমা নয়।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মদন ভাই ।





সরকার এ ব্যাপারে কেন নীরব এটাই এখন কার প্রশ্ন ?

৪৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৩

রেজাউর রাতুল বলেছেন: সবার আগে আমাদের নিজের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে, আমারা নিজেরাই তো নিজেদের মুখে বিষ তুলে দিচ্ছি । ঐ তরমুজ তো, তরমুজ বিক্রেতার ফ্যামিলিরাও খেতে পারতো, কিংবা সে ও তো অন্য কারো কাছ থেকে তরমুজ কিনে খায় । সেই তরমুজেও তো বিষ থাকতে পারে । এই কথাটা যখন আমরা বুঝতে শিখবো, তখন হয়তো ভাল কিছু আসা করতে পারবো । নতুবা যতোই লাফালাফি বা লেখালিখি করি বা সরকার যতোই কড়া আইন করুক না কেন, কোন লাভ হবে না । সচেতন আমাদেরকেই হতে হবে এবং অন্যকেও সচেতন করে তুলতে হবে ।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ রাতুল ভাই ।



৪৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

আমি সাদমান সাদিক বলেছেন: এসব বিষয়ে সবার সচেতন হওয়া উচিত ।।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ সাদমান সাদিক ভাই ।



সরকারের এ ব্যপারে এগিয়ে আসা দরকার । স্রকার চেষ্টা করলে সব পারবে ।

৪৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৪

টুম্পা মনি বলেছেন: খুব শক্তভাবে ব্যাপারটা ডিল করা উচিত। আর দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি হওয়া উচিত। কেননা খাদ্যে বিষক্রিয়ায় মানুষ হত্যাও খুনের পর্যায়ে পড়ে। ধন্যবাদ সময়োপযোগী পোষ্টের জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮

না পারভীন বলেছেন: অনেক ধন্খাযবাদ টুম্পা মনি ।

বিষ মিশিয়ে খুব ধীরে তারা খুন ই তো করছে বড়দের । ছোট রাতো সাথে সাথে মারা যাচ্ছে ।



এসব দেখার কি কেঊ নেই ?

৪৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৩

আমি কাল্পনিক সজল বলেছেন: আমরা কি এখন আদৌ ফল খাই? খাই তো বিষ! তাদেরও তো সন্তান আছে, কিন্তু তাও কেন তারা ঠিক হচ্ছে না? কারণ, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা। :( :(

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১

না পারভীন বলেছেন: ধন্যবাদ সজল ভাই ।


হারানোর বেদনা খুব কঠিন । বাসায় ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আঁতকে উঠতে হয় । নিজেরা বিষ খাচ্ছি । ওদের মুখেও বিষ তুলে দিচ্ছি ।

যা খাই তাতেই বিষ । :(

৫০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "জানিনা , ফরমালিন মেডিকেল কলেজ আর হাসপাতাল ছাড়া আর কারো কোন কাজে লাগে কিনা । কিভাবে ফরমালিন ব্যবসায়ীদের হাতে যায় , সে টা না বের করে কিছু ফলমূল ডেস্ট্রয় করাটা জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছু মনে হয়না ।"


ফরমালিনে উৎস কোথায় সেটা নির্নয় করা প্রথমে প্রয়োজন ফরমালিন মেশানো ফল-মুল নষ্ট করার পূর্বে। একই সাথে বিক্রেতা > আড়তদার > কৃষক পর্যায়ে পৌছাতে হবে কোন পর্যায়ে ফরমালিন মেশানো হচ্ছে তা নির্ধারন করার জন্য।


আর কনজিউমারদের অভ্যাসও পাল্টাতে হবে। চক-চকা ফল-মূল শাক-সবিজি কেনার পূর্বে নিজে চিন্তা করতে হবে এই ফল-মুল বা শাক-সবজিতে পতঙ্গ আক্রমন করে নি কেন? নিশ্চয় কোন বিষাক্ত রাায়নিক পদার্থ মেশানো হয়েছে?

সুতরং শুধু সরকার না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা কামাল পলাশ ভাইয়া ।

গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন ।
ফল মিষ্টি হবে কিনা , লাল হবে কিনা এই সব প্রশ্নের উত্তর আজ বিষাক্ত রাসায়নিক ।
হ্যা৬ ফল অবশ্যি লাল আ্রর মিষ্টী হবে , না হলে ফেরত দিয়ে যাবেন ।

৫১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

রিফাত ২০১০ বলেছেন: ফরমালিন মুক্ত খাদ্যের নিশ্চয়তা চাই।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

না পারভীন বলেছেন:
অনেক ধন্যবাদ রিফাত ভাইয়া ।


বিষাক্ত রাসায়নিকের উতপাদন ,বিপনন , আর খাদ্যে বিষ মিশিয়ে দেয়ার বিরুদ্ধে সরকারের আশু ব্যবস্থা চাই ।

৫২| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৬

শাদা-অন্ধকার বলেছেন: ইউএসএ'র এক বিশ্ববিদ্যালয়ে এই সেমিস্টারে ইনভার্টিব্রেট ইভোলিউশনারি বায়োলজির টিচিং এসিস্ট্যান্ট হওয়ার সুবাদে বেশ কিছু সংরক্ষিত বিভিন্ন প্রজাতির এনিম্যাল যেমন স্টার ফিশ, জেলি ফিশ, রে ফিশ, স্কুইড, ক্র্যাব নিয়ে কাজ করতে হয়েছে। জেনে অবাক হয়েছি যে এই সব এনিম্যাল সংরক্ষণ করা হয় ক্যারোসেফ (প্রোপিলিন গ্লাইকল) নামক এক প্রকার রাসায়নিক দিয়ে যা হিউম্যান এর জন্য ফরমালিনের (বহুল ব্যবহ্রত প্রিজারভেটিভ) তুলনায় অনেক নিরাপদ। আমার প্রফেসর আমাকে আরো জানালেন হেলথ হ্যাজার্ডের কথা মাথায় রেখে যথাযথ অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য সংরক্ষিত স্পেসিম্যানে ফরমালিন ব্যাবহার নিষিদ্ধ। মনে মনে ভাবলাম - হায়! আমার দেশে মানুষের জীবনের মূল্য এইসব মৃত সংরক্ষিত জীবজন্তুর চেয়েও কম। সামনে জ্যোষ্ঠ মাস- ফরমালিন সমৃদ্ধ ফলমূলে ভরে যাবে প্রিয় স্বদেশ। নীতি নির্ধারকেরা বিকারহীন-- নিজের সন্তান কে কী খাওয়াচ্ছেন তাও ভাবার সময় নেই তাদের। কেবলি +, -, x, আর % নিয়ে ব্যস্ত.. আরে বোকা মানুষ.........
"কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে"

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ শাদা অন্ধকার ভাইয়া । আসলেই অবাক হলাম । ওরা স্টুডেন্ট দের দিকে এতটা চিন্তা করে । সেই ঝাঁঝালো ফরমালিন মিশ্রিত দিন গুলো মেডিকেলের প্রথম আড় দ্বিতীয় বর্ষের দিন গুলোর কথা মনে পড়ে গেলো । কত যে খারাপ লাগতো । গ্লভস ছারাই হাত দিয়ে ফরমালিনে ভেজানো স্পেসিম্যান গুলো ধরতে হত । :(


"কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে"

৫৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ফল মুলে বিষ মেশানো , এক শ্রেনির অসাধু ব্যাক্তিদের দ্বারা এইসব জীবন নাশক কাজ চলছে । উচিৎ সাঁড়াশী অভিযান চালিয়ে সরকারী ভাবে বন্ধ করা ।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু ভাই ।





বিষাক্ত রাসায়নিকের উতপাদন ,বিপনন , আর খাদ্যে বিষ মিশিয়ে দেয়ার বিরুদ্ধে সরকারের আশু ব্যবস্থা চাই ।

৫৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খাদ্যে বিষক্রিয়া হলে মানুষ কীভাবে নিজেকে রক্ষা করবে? বাজারে এখন যে কমলা বা আপেল পাওয়া যায়, তা দেখলেই বুঝা যায় কত অখাদ্য হয়ে আছে। এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অচল হয়ে গেছে। মানুষের আস্থা কমে গেছে।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল ভাইয়া ।





যথাযথ কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রায় অচল হয়ে গেছে। সহমত ।


একটা জাতি অসুস্থ জাতিতে পরিনত হয়ে যাচ্ছে ।

৫৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ এ ব্যপারে কামনা করছি । মাননীয় প্রধান মন্ত্রী আপনি ও একজন মা , একজন নানী , দাদী । চোখের সামনে বাচ্চারা অসুস্থ হয়ে গেলে কেমন লাগে আপনি জানেন । নিষ্ঠুর বিবেকহীন এ ব্যবসায়ীদের হাত হতে আপনি জনগণকে রক্ষা করতে এগিয়ে আসুন । আজ আমরা বড় অসহায় আর জিম্মি । ছাড়াছাড়া ভাবে দেয়া জেল , জরিমানা , মোবাইল কোর্ট যেহেতু এ ভয়াবহ অপরাধ রুখতে পারছেনা , এর জন্য আরও বড় ধরনের শাস্তি দিয়ে এ সমস্যা সমাধানে এগিয়ে আসুন ।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ ভাইয়া ।




প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আর কোন আশা নেই ।

৫৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৬

উপপাদ্য বলেছেন: এসব ছোট খাটো বিষয় নিয়ে সরকার চিন্তিত নয়। সম্ভবত।

সামু গুরুত্বপূর্ন সব পোস্ট স্টিকি করছে ইদানিং। বাহ বেশতো। ভালোই লাগছে।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯

না পারভীন বলেছেন: হাহাহা উপপাদ্য ভাইয়া ।


সরকারের নজর নাই । থাকলেও আমাদের নজর সীমার বাহিরে । তবু ও আশা রাখি , হয়ত একদিন ঠিক হবে সবকিছু

৫৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এক পরিসংখ্যানে দেখা গেছে ল্যব্রটরীর কাজে দেশে যেখানে ২০০ মেট্রিক টন ফরমালীন দরকার হয় সেখানে আমাদের দেশে ৮৫০ মেঃটন ফরমালিন দেশে বৈধ অবৈধভাবে প্রবেশ করছে তার মানে দেখা গেল প্রতি বছর আমাদের দেশের মানুষ ৬৫০ মেঃটন ফরমালিন খাবারের সাথে গিলছে।এটা ভাবতেই গা শিহরে উঠে।

গতকিছুদিন আগে দেশে গিয়ে খাবারের দিকে তাকাতেই ভয় পেতাম,মনে হচ্ছে খেলেই সাথে সাথে মারা যাবো, সাথে সাথে মরে গেলে সমস্যা নেই কিন্তু নীরব ঘাতক তো ভিতরটা খেয়ে পঙ্গু করে দিবে।আমরা কত অভাগা জাতী যে বিষ খেয়ে নাম মাত্র বেঁচে আছি।পৃথিবীর আর কোন দেশে এমন খাদ্য নিয়ে এমন নির্মমতা শুনা যায়না।

সরকারের উচিৎ খুব দ্রুত এই বিষয়ে কঠিন হওয়া, দরকার হলে মানুষ না খেয়ে থাকুক তবুও কোন পিতা মাতাকে তার সন্তানের মুখে যেন বিষ তুলে দিতে না হয়।

জন গুরুত্বপুর্ন এই পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ ডাইরেক্ট টু দ্যা হার্ট ভাইয়া ।






প্রতি বছর আমাদের দেশের মানুষ ৬৫০ মেঃটন ফরমালিন খাবারের সাথখেয়ে ফেলছি !!
আতংকিত না হয়ে পারলাম না ।

৫৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৩

শাহ আজিজ বলেছেন: এবারের বাজারে তরমুজ দেখবেন টকটকে লাল। প্রথম দিনেই আমার সন্দেহ হয়েছে এই অস্বাভাবিক লাল রঙ নিয়ে । লম্বা সিরিঞ্জ দিয়ে লাল রঙ ঢোকানো হচ্ছে তরমুজের মাঝে , আমার বিশ্বাস । একদিন মাত্র কিনেছি , এখন বন্ধ । কলা খাওয়ার আগে ধুয়ে খাই । মাছ কিনতে গেলে বোতলে ফোটানো নিয়ে যাই , মাছ ধুয়ে তারপর বলি কাটতে । সমুদ্র থেকে সরাসরি আসা মাছ বরফ গলতে না গলতেই কিনে নেই, একমাত্র খাটি ও সস্তা । তবে পাঙ্গাস মাছ ফরমালিন মুক্ত ।

কারা তরমুজের ভিতরে লাল রঙ ঢোকাচ্ছে তা বের করতে হবে এবং তাকে অচল করে দিতে হবে এই আপনাকে, আমাকেই । সরকার প্রধান এখন চেতনার জামাতিকরনে ব্যাস্ত ,ডোন্ট ডিস্টার্ব !!

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ শাহ আজিজ ভাইয়া ।


হতাশ হয়ে যেতে হয় দেশের অবস্থা দেখলে ।

৫৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

হাসান বিন নজরুল বলেছেন: এই সব রাসায়নিকের জন্যই মানুষের ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়ছে...

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই


এর প্রতিকার চাই।

৬০| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

মাথা ঠান্ডা বলেছেন: সামনে ঘোর অন্ধকার।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মাথা ঠান্ডা ভাইয়া

বিষাক্ত রাসায়নিক এর বিরুদ্ধে সোচ্চার হবার সময় এসেছে

৬১| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সবকিছুতেই আজ ভেজাল। না খেযে দিন কাটাতে হবে।


পোস্টটি স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষের প্রতি একরাশ শুভেচ্ছা রইল ও প্রিয় না পারভীন আপুর প্রতি শ্রদ্ধা রইল গুরুত্বপূর্ণ এই পোস্টটির জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।



সবকিছুতেই বিষ। এর প্রতিকার চাই

৬২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

মেলবোর্ন বলেছেন: কি বলবো বুঝে উঠতে পারছিনা তবে সবাই নিজে আগে সচেতন হই এবং অন্যকে সচেতন করার মাধ্যমে বেশি কল্যান সম্ভব, আর সরকার সে তো জনগনের জন্যই তারা যদি না জাগে তবে সকাল হবে কবে।

মনুষের মনুষত্যেও ভেজাল মিষে গেছে যে আপু কেমনে কি হবে।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

না পারভীন বলেছেন: ধন্যবাদ মেলবোর্ন।

সরকার এর জাগা দরকার

৬৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

হেডস্যার বলেছেন:
ফল খাওয়া বাদ দিছি অনেক দিন হইলো।
প্রত্যেক বছর একবার জাষ্ট আম, কাঠাল আর তরমুজ কয়েক টুকরা টেষ্ট করি। ঐ একবারই করি, আর খাই না।

খাদ্যে ভেজাল আর রাসায়নিক মেশানো ব্যাক্তিদের কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক...

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

না পারভীন বলেছেন: হেড স্যার ভাইয়া কোন দিকে যাবেন। শাক সব্জি, মাছ মাংস খাওয়া বাদ দেয়া গেলে মোটকথা কোনকিছু না খেতে হলে আর ও ভাল হত।

৬৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এত সুন্দর একটা পোষ্ট কিভাবে যে নজর এড়িয়ে গেল বুঝতেই পারলাম। খুব খারাপ লাগলো।


খাদ্যে যারা রাসায়নিক তথা ফরমালিন মেশায় তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক ভাইয়া।

বিষাক্ত রাসায়নিক এর আমদানি বন্ধ করা দরকার।

৬৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭

সোহানী বলেছেন: ফল খেতে পারি না - ফরমালিন, সব্জি খেতে পারি না - রাসায়নিক বিষ, মুরগি খেতে পারি না - ক্রমিয়াম, মাছ খেতে পারি না - ফরমালিন, ভাত খেতে পারি না - আর্সেনিক, পানি খেতে পারি না - দূষিত, গরু/খাসী খেতে পারি না - হরমোন, সব্জি খেতে পারি না - পেস্টিসাইড..................

এবার বলেন আমরা কি খাবো আর আমাদের বাচ্চাদের কি খাওয়াবো। এভাবে আমরা কি দিনের পর দিন ঢুকে ঢুকে মরবো আর আমাদের ভবিষ্যত প্রজন্ম বিকলাঙ্গ হয়ে জন্মাবে নতুবা জন্মের পর বিকলাঙ্গ হবে।

মাননীয় সরকার আপনারা কোনটা চান ?????

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী আপু।


আর কি বাকি আছে যাতে বিষ নেই। একটা অসুস্থ জাতি হয়ে উঠছি আমরা!

৬৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি ভয়ানক ব্যাপার!!! এই ব্যাপারে আশু সমাধান চাই!
পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ কা_ভা





বিষাক্ত রাসায়নিকের উতপাদন ,বিপনন , আর খাদ্যে বিষ মিশিয়ে দেয়ার বিরুদ্ধে সরকারের আশু ব্যবস্থা চাই ।


৬৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২

রোজেল০০৭ বলেছেন: Click This Link

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২১

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ রোজেল ভাইয়া লিংকটির জন্য ।





ডিডিটি , এল্ড্রিন , হেপ্টাক্লোর , ফরমালিন সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুন বেশি আছে । আর অল্প বয়সেই স্ট্রোক , ক্যান্সার এর শিকার আমাদের যুব সমাজ । আর একটু বেশি বয়সে রেনাল ফেইলুর ।

৬৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

জানা বলেছেন:

কিছুদিন আগে কাগজে এবং টিভিতে দেখেছি ভ্রাম্যমাণ আদালত বেশ উৎসাহের সাথে কিছু খাবারের দোকানে দোকানে গিয়ে তাদের মাথায় দু'টো গাঁাট্টা মেরে (কিছু ফাইন টাইন করে আরকি) "দুষ্টুরা কোথাকার! আর ককখোনো এমন করো না কিন্তু বাছা" টাইপের কাজ করতে এবং তাতে ক্যামেরা-ট্যামেরা ঘুরিয়ে পেঁচিয়ে বেচারা ম্যজিস্ট্রেটের ফটো-ভিডিও করে এক্কেবারে তোলপাড় কান্ড। আমরা মুরুক্ষুরা ভাবলাম এইবার বুঝি সুস্বাস্থ্য নিশ্চিত হয়ে গেল। আর আমাদের কেউ বিষ/ফরমালিন মিশিয়ে মেরে ফেলার ফরমালিটি করতে পারবে না। হাহ্‌।

সেই কাজটি কে কখন এবং কতটুকু জোরের সাথে করলো যা, বিষাক্ত রং ও ফরমালিন এর রাসায়নিক জিনিস সাধারণের হাতে যা না পৌঁছায় তার একটি কঠোর ব্যবস্থা নিতে? না, কেউ না। কেউ তাতে হিম্মৎ রাখেনি। কি করবেন?

এখন এই "আমরাই' যতখানি সম্ভব জোরের সাথে সোচ্চার হতে হবে, সংশ্লিষ্টদের আমাদের এই দুর্দশার কথা কানে তুলে ব্যবস্থা নিতে বাধ্য করতে হবে। অর্থাৎ নিজের জীবন, সন্তানের জীবন, আপনজনদের জীবন সর্বপোরী সকল মানুষের জীবন রক্ষায় মানবিক চিৎকারটি অব্যহত রাখতে একত্র হতেই হবে।

!!!!!

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

না পারভীন বলেছেন: ফুড এন্ড এগ্রিকালচারাল অরগানাইজেশনের সহয়তায় ঢাকার খাদ্য সামগ্রী নিয়ে টেস্টে পাওয়া গেছে খাদ্যে মিশ্রিত আছে ডিডিটি , এল্ড্রিন , হেপ্টাক্লোর , ফরমালিন, সিসা , আর্সেনিক , ক্রোমিয়াম । Click This Link

চিকিতসা শাস্ত্রের বই এ স্ট্রোক , ডায়বেটিস , হার্টের সমস্যা , কিডনীর সমস্যার বয়স দেয়া থাকে । কিন্তু এখন অল্প বয়সেই সবার সব রোগ হয়ে যাচ্ছে । কারণ সবাই প্রতিদিন বিষ খাচ্ছে ।

দুঃখ জনক এ সমস্যার বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে ।

ধন্যবাদ জানা আপু ।

৬৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭

তিক্তভাষী বলেছেন: কি ভয়ানক! মনে হচ্ছে পুরো জাতি বিষ খেয়ে আত্মহত্যা করতে চাচ্ছে! সামহোয়ারইন ব্লগে আমার প্রথম পোস্ট টিই ছিল এ বিষয়ে।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ তিক্তভাষী ভাইয়া ।

জেনেশুনেই বিষপান করতে হচ্ছে আমাদের ।

৭০| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭

আমার জীবন বলেছেন: যতদিন না আপনাদের কেউ এই ভেজাল খাদ্য খেয়ে বিষক্রিয়ায় না মারা যাবে, ততদিন কি আপনাদের টনক নড়বে না? আজ আপনার বাচ্চা মেয়েকে যদি এভাবে হারাতে হতো! মানুষের সমস্যাগুলোকে একবার নিজের দিক থেকে চিন্তা করুন, বিবেক বলে যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন। :|

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

না পারভীন বলেছেন: এই কথাটা চরম সত্য । নিজেদের গায়ে এসে না পড়া পর্যন্ত সবকিছুকে পাশকাটিয়ে যাবার এক অভ্যাসে পরিনত হয়েছে আমাদের । আমাদের সরকার ও এর ব্যতিক্রম নয় ।

৭১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬

রাহুল চক্রবর্তী বলেছেন: সময়োপযোগী যথার্থ একটি পোস্ট।তবে,সকল সরকারের আমলেই এই ভেজাল সংক্রান্ত ভেজাল লেগেই থাকে।মানতেই হয়,সরকার সবদিক সামলে উঠতে পারে না(ভেজালটা সরকারি-বেসরকারি সকল মহলেই ছড়িয়ে আছে)।সেক্ষেত্রে প্রথমেই নিজেদের মানষিকতা বদলানো উচিৎ।

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ রাহুল ভাই ।




মানসিকতা বদলে না হয় ফেললাম কিন্তু না খেয়ে তো খাওয়া যাবেনা । ফুড এডাল্টারি সর্বত্র । সরকারকেই এর ব্যবস্থা নিতে হবে ।

৭২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

অপরিচিত অতিথি বলেছেন: fol mul khai na. Mas o khawa saira disi. Khai sudhu murgi r goru

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

না পারভীন বলেছেন: হাহাহা , অপরিচিত অতিথি ভাই ধন্যবাদ ।



মুরগীতে ক্রোমিয়াম , গরুতে হরমোন । এবার কি খাবেন চালে আর্সেনিক । Click This Link দেখেন কি অবস্থা । গ্রামে গিয়ে লাংগল ধরা ছাড়া উপাই নাই ।

৭৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১

রাহুল চক্রবর্তী বলেছেন: আমি কেবল ভোক্তাদের মানষিকতা বদলানোর কথা বলছি না আমি সেসকল ব্যবসায়ীদের কথাও বলছি।তবে হ্যাঁ স্বাভাবিক ভাবে তাদের মানষিকতা না বদলায় তবে পিটিয়ে বদলানো উচিৎ।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

না পারভীন বলেছেন: বদলাবেনা রাহুল ভাই ।

ওদের কি কোন বিবেক আছে ? তারা জেনে শুনেই এগুলি করছে ।

৭৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ভাই ।

৭৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

মোঃ নুরুল আমিন বলেছেন: খুব সুন্দর। ধন্যবাদ

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৫৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ নুরুল ভাই

৭৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

মোঃ নুরুল আমিন বলেছেন: বাড়িতে ফল নিতে গেলে বিপদে পরতাম। বিশেষ করে যখন চিন্তা করতাম ছোট ছোট ভাস্তিরা খাবে.।

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৫৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ নুরুল আমিন ভাই। ছোট বাচ্চা দের জন্য চিন্তা হয়। সেই সাথে নিজেরাও ক্রনিক রোগ গুলোতে ভুগতে থাকব, এটা ভেবে খারাপ লাগে

৭৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

শাবা বলেছেন: দৃষ্টি আকর্ষণ করার জন্য পারভীন আপুকে বিশেষ কৃতজ্ঞতা।
আমি বুঝি না ব্যবসায়ীরা কিভাবে এ কাজ করতে পারে। কারণ তাদেরও তো সন্তান-সন্তুতি রয়েছে, তারাও তো এসব ফলই খাচ্ছে। যেমন, আম ব্যবসায়ী যদি নিজের জন্য ভলো আম সংগ্রহ করে রাখে, কিন্তু সে তো তাদের মতো ব্যবসায়ীর বন্ধুর বিষ মিশানো অন্য ফল কিনবে। এক সময় আমার ইচ্ছে ছিল একটা অর্গানাইজেশন করে প্রত্যেক আড়তে কিংবা উৎপাদন কেন্দ্রে গিয়ে ব্যবসায়ীদেরকে এটা বুঝানো, নিজের মেশানো বিষ তারা নিজেরাই খাচ্ছে। আখেরে সবার মত তাদেরই ক্ষতি হচ্ছে। এই অনুভুতিটা বা গণসচেতনতা যদি তৈরি করা যায়, তাহলে অনেকাংশে বিষ মিশানো কমে যাবে। এজন্য আইন করে অভিযান চালিয়ে অতটা সুবিধা করতে যাবে না।
আসুন আমরা এমন কোন কিছু করতে পারি কি না্।

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৫২

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ শাবা আপু। একটা ভাল উদ্যোগ এর প্ল্যান করেছিলেন আপু। এরা জেনে বুঝেই এসব করে।

৭৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: কিছুই ভালো লাগছেনা আর।অবৈধ কাজের মানুষগুলোর মধ্যে বোধশক্তি জাগানোর জন্যে সামাজিকভাবে সবাই বসে উপায় বের করা হউক।

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৪৮

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সুপারস্টার ভাইয়া। বিবেক নেই এদের।

৭৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

একজন ঘূণপোকা বলেছেন: আমারা টাকা দিয়ে বিষ কিনে, তা খাদ্য নামে খাচ্ছি।

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৪৫

না পারভীন বলেছেন: ঘূনপোকা ভাই অনেক ধন্যবাদ

৮০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

অপ্রচলিত বলেছেন: ভয়াবহ অবস্থা। টাকা দিয়ে সবাই বিষ দিয়ে খাচ্ছি, কারও কোন ভ্রূক্ষেপ নেই। এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলাটা অতি আবশ্যক।

একটি চমৎকার যুগোপযোগী পোস্টে অনেকগুলো প্লাস আর সহমত জানিয়ে শেষ করছি।

ভালো থাকুন সদা সর্বদাই।

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৪৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ অপ্রচলিত ভাইয়া।

৮১| ০১ লা মে, ২০১৪ রাত ২:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৪২

না পারভীন বলেছেন: ধন্যবাদ বিথি। আশু স্থায়ী ব্যবস্থা গ্রহণ দরকার।

৮২| ০১ লা মে, ২০১৪ ভোর ৪:১৫

স্প্লিকনট অয়ন বলেছেন: একদিকে ব্যাবসায়ীরা অধিক মুনাফার লোভে ফলে বিষ মেশাচ্ছে অন্যদিকে কিছু হুজুগে পাবলিক ঘটনাগুলোকে পুজি করে রিউমার ছড়াচ্ছে। সেদিন আমার এলাকাতেই আমাদের পরিচিত ফলের দোকান থেকে এক পুলিশের লোক দুপুরে তরমুজ কিনে নিয়ে যায়। রাতের বেলা খবর পাই উনি মারা গেছেন হাঁসপাতালে। এইবার বিভিন্ন পাবলিক আইসা বলা শুরু করে তরমুজ খাইয়া মারা গেছে। তরমুজে বিষ। ঐ ব্যাবসায়ী তো যায় যায় অবস্থা। সে কান্নাকাটি করে আমাদের বলল, "ভাই আমার ব্যাবসার অবস্থা আপনারা জানেন, কিন্তু খোদার কসম ভাই আমি ফলে কোন প্রকার ওষুধ ব্যাবহার করি না।"
পরে খবর নিয়ে জানলাম মৃত লোকটি তরমুজ ছুয়েও দেখেনি।

প্রধানমন্ত্রী আসলেই বিপদে আছেন। প্রত্যেকটা সেক্টরেই যদি ওনাকে হস্তক্ষেপ করতে হয় তাহলে মন্ত্রিসভা রাইখা লাভ কি? তারপরেও অতিদ্রুত কোন ব্যাবস্থা আশা করছি।


অনেক ধন্যবাদ এইরকম একটি পোস্টের জন্য।

০১ লা মে, ২০১৪ ভোর ৫:৪০

না পারভীন বলেছেন: আপনার মত অনেকের মনে হতে পারে শিশুরা বিষাক্ত তরমুজের কারনে মারা যায়নি, ভিচেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সঠিক ভাবে পরীক্ষা করলে এ ক্ষেত্রে বিষ আসার কথা।
দুটি বাচ্চা একসাথে মারা গেছে, সেই সাথে যারা যারা তরমুজের পিস খেয়েছে সবাই অসুস্থ এটা আরেকটি ঘটনার সাথে মিলিয়ে দিয়ে কি বুঝাতে চাইলেন বুঝলাম না।

৮৩| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কর্তাব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হোক। দেশের মানুষ এই করুণ পরিণতি থেকে মুক্তি পাক ।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০৭

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই !


যা অবস্থা !! কেউ গুম হয়ে মারা যাচ্ছে কেউ কেউ ধীরে ধইরে বিষ খেয়ে মারা যাচ্ছে !!

৮৪| ০১ লা মে, ২০১৪ সকাল ৯:০৪

এম. রহমান বলেছেন: োবকেউম শকিম ঞিমিউক ্রনমি

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১০

না পারভীন বলেছেন: B:-)


ধন্যবাদ রহমান ভাই ।

৮৫| ০১ লা মে, ২০১৪ সকাল ১১:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফরমালিনের জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে,এখন সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় , আর সম্ভব হলেও সেটা বেশ সময় সাপেক্ষ ।

সেক্ষেত্রে আমাদেরই আসলে ফল খাওয়ার ইচ্ছা ত্যাগ করে দেওয়া উচিত , কিংবা খেলেও যেসব দেশী কম লাভজনক ফলে ফরমালিন মেশানো হয় না সেগুলো খাওয়ার অভ্যাস করা উচিত ।

যারা ফলে ফরমালিন মেশায় , তারা নিশ্চিত অধিক লাভের জন্য কাজটি করে থাকে । সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুণ , আমরা সবাই যদি ফরমালিন থাকার কারণে ঐসব ফল খাওয়া বন্ধ করে দেই তাহলে যারা লাভের জন্য ফরমালিন মেশাতো , তারাই আবার লাভের জন্য ফলে ফরমালিন মেশানো বন্ধ করে দিবে ।

আপাততো এটাকেই আমার সবচে কার্যকরী পদক্ষেপ মনে হচ্ছে । পোস্টের জন্য ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১৬

না পারভীন বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় ভাইয়া , যা কিছু খাওয়া বাদ দেয়া সম্ভব বেশির ভাগ মানুষ তা বাদ দিয়েছে । উপরের অনেক ম্নতব্যে তা আছে । কিন্তু শাক সব্জি , মাছ না খেয়ে তো উপায় নাই । সেগুলোতেও ফরমালিন ।


আমদানী নিষিদ্ধ করে জোগান বন্ধ করতে হবে প্রথমে
২য়ত , কঠোর মান নিয়ন্ত্রণ করতে হবে ।
৩য়ত , ভোক্তাদের সচেতন হতে হবে ।

৮৬| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৩৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: If government want, he must take a action about this situation
because this government take more dangerous decision than this issue

plz take action for ourselves

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ কাগজের নৌকা (রাসেল হোসেন) ।



বাংলাদেশ ছাড়া এ উদাহরণ আর কোথাও নাই ।

৮৭| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:২২

সজল আহমদখ বলেছেন: :(

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২১

না পারভীন বলেছেন: ধন্যবাদ সজল ভাই । আসলেই মন খারাপ কর পরিস্থিতি

৮৮| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৩

তাসজিদ বলেছেন: আমরা খাব কি?যা খাই তাই তো বিষে ভরপুর।

আর ফরমালিন এত সস্তা ও সহজলভ্য কেন?

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০০

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ তাসজিদ ভাইয়া !
এটাই ত জিজ্ঞাসা !

৮৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
@ হাসান মাহবুব,

"কত হাজার মরলে পরে বলবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে"


এ জাতির বিবেক নামের ফিনিক্স পাখি গিয়েছে উড়ে
ফিরিবে কি কভু সাজ প্রভাতে,
শুদ্ধি মালা লয়ে হাতে...?

ধন্যবাদ ।

০১ লা মে, ২০১৪ রাত ৯:১৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী ভাইয়া।

৯০| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৫০

শাশ্বত স্বপন বলেছেন: ডা. নার্গিস পারভীন, আমি আপনার লেখার অংশ বিশেষ আপনার নামে দেনিক আমাদের সময় পত্রিকায় ছাপাতে চাই, যদি অনুমতি দেন।

০১ লা মে, ২০১৪ রাত ৯:৩১

না পারভীন বলেছেন: শাশ্বত ভাইয়া অনেক ধন্যবাদ। সরকারের নজরে আনার জন্য পত্রিকার গুরুত্ব অপরিসীম।

এই লেখাটা ব্লগের জন্য লেখা। অংশ বিশেষ দিতে গেলে ঠিক কেমন হয়,সে ও একটা ব্যাপার।
আমি বরং পত্রিকার জন্য আরেকটি লিখে দিতে পারি। nargishperveen172 @yahoo. com আমার যোগাযোগের আইডি

৯১| ০১ লা মে, ২০১৪ রাত ৮:৫০

হিমচরি বলেছেন: ধন্যবাদ ডাক্তার আপু, আপনার ইনফরমেটিভ লেখার জন্য।
আমি একজন কৃষিবিদ হিসাবে বলতে পারি- প্রযুক্তির এই সময়ে আমাদের সচেতনতা খুবই দরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে যেমন নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে, পাশাপাশি কি অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় প্রযুক্তির অপব্যবহার করছে যার প্রতিফলন আমাদের সমাজে দেখা যাচ্ছে। কোটি মানুষের এই দেশে ফসলের উৎপাদন বৃদ্ধিতে বীজ, সার, মাইক্রোনিউট্রিয়েন্টস, বালাইনাশক, প্লান্ট গ্রোথ রেগুলেটরস ইত্যাদির ব্যবহার যেমন অনস্বীকার্য তেমনি এদের মাত্রাতিরিক্ত ব্যবহার এখনো ব্যাপকতর! শুধুমাত্র বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য কৃষকরা যেই মাত্রায় (প্রতিদিন সকাল, বিকাল) বালাইনাশক ব্যবহার করে তা নিঃসন্দেহে মানবদেহের জন্য ক্ষতিকর। তার প্রতিকারের জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে যে মনিটরিং দরকার তা প্রয়োজনের তুলনায় নগন্য! তাই আসুন সবাই মিলে এইদেশকে রক্ষা করি, এইদেশের মানুষের জন্য সবাই কাজ করি। শুধুমাত্র প্রধানমন্ত্রী বা সরকার আইন করে এই অপকর্ম থেকে রক্ষা করতে পারবে না। আসুন সবাই যার যার জায়গায় নৈতিকভাবে অর্পিত দায়িত্ব পালন করি, গণসচেতনতা সৃষ্টি করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকারের সবুজ বাংলাদেশ গড়ি।

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:২৫

না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হিমচরি ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য ।
আমাদের দেশের এ অবস্থা । বিদেশে তারা কিভাবে বালাই নাশক ব্যভার করে । তাদের মনিটরিং ব্যবস্থা কেমন জানার আগ্রহ তৈরী হয়েছে আপনার মন্তব্য দেখে ।

৯২| ০২ রা মে, ২০১৪ রাত ৩:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, সত্যি কথা বলতে কি, ভাবতে লজ্জা লাগে আমি বাংলাদেশে জন্মেছি, যে দেশে কিছু মানুষরুপী পশু (আসলে পশুরা কি এত খারাপ??) নিজের পায়ে নিজে কুড়াল মারে !

আচ্ছা, ঐ ব্যবসায়ীগুলোর মাথায় এক কথাটা কি একবারও আসে না যে, তার নিজের সন্তান, আত্মীয় স্বজনও তো এই বিষাক্ত ফলগুলোই খাবে ! তরমুজের ব্যবসায়ী যখন অন্য কোন বিষাক্ত ফল খাবে তখন সে নিজেও তো সেই বিষের কবলে পড়বে !! কি অদ্ভুত এক জাতি আমরা !!

লাভটা দু'টা দিন আগে ঘরে তোলার জন্য নিজেকে মেরে ফেলা?? এই পয়সা দিয়ে তুই করবি কি রে ভাই?? বিষ কিনে খাবি??? X( X(

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৩৪

না পারভীন বলেছেন: ধন্যবাদ জহিরুল ভাই । নৈতিক শিক্ষার অভাব । ছোট বেলায় ভাল করে নৈ্তিক শিক্ষা দিয়ে দিলে বর হয়ে মানুষের ক্ষতি হয় এমন কাজ করা যায় না ।

৯৩| ০২ রা মে, ২০১৪ ভোর ৪:৩৫

জাহাঙ্গীর জান বলেছেন: শুনেছি জাতীয় সংসদে আইনকরতে যাচ্ছে সরকার ।আইন করে লাভ কি যদি সেটা প্রয়োগ করা না যায় । খাদ্য বেজাল মুক্ত রাখতে হলে আইন হতে হবে কঠিন সর্ব উচ্চ শাস্তি মৃত্যুদন্ড সেটি না হলে যেই লাউ,সেইকদু থেকে যাবে ।

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৩৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই ।
সেই আইন তৈরীর ফাইল ও চাপা পড়ে আছে । এটাতো খুন ।
ফাঁসি দেয়া দরকার ।

৯৪| ০২ রা মে, ২০১৪ সকাল ৭:১৫

স্প্লিকনট অয়ন বলেছেন: আপনি আমায় ভুল বুঝেছেন। আমি বলিনি যে শিশুরা তরমুজ খেয়ে মারা যায়নি। এটাও বলিনি যে তরমুজে বিষাক্ত ক্যামিকেল মেশানো হচ্ছে না। আমি বলতে চেয়েছি যে কিছু অসাধু ব্যাবসায়ীর কারনে যারা সৎভাবে ব্যাবসা করছেন তারাও ভুগছেন। ঘটনাটি এই কারনেই বলা, সবগুলো এলাকায় হয়তো বিষ আক্রান্ত ফল নেই কিন্তু বাঙ্গালীর হুজুগ প্রিয়তার কারনে বিষাক্ত ফল না খেয়েও অনেকে ভয়ে আধমরা হয়ে যাচ্ছে। ধন্যবাদ।

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৪০

না পারভীন বলেছেন: ধন্যবাদ অয়ন ভাই ক্লিয়ার করার জন্য ।

৯৫| ০২ রা মে, ২০১৪ সকাল ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: নিজেদের সচেতনতা ও দরকার ,জা ধিরে ধিরে আসছে মনে হল ।

০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৩

না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মসু মনি ।
ইন্ডিয়ার ফলমূলে কি বিষ মেশায় ?
জানতে চাচ্ছি , এই বিষ মেশানো কি বাংলাদেশিদের নিজস্ব আবিষ্কার ?

৯৬| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:২৬

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: আপা, আপনি ছোট্ট করে খুব সুন্দর গুছিয়ে লিখেছেন। এর সাথে আমি আরো কিছু অ্যাড করছি। এখানে তারা ফল পাকাচ্ছে যেমন ক্যমিক্যাল দিয়ে,তেমনি সুন্দর রঙ আনার জন্য চামড়া-কাপড় শিল্পে ব্যবহৃত কৃত্রিম রঙ সরাসরি মেশাচ্ছে। ফলে উল্লেখিত কিডনি এবং লিভার ফেইলুর এর ঘটনা বহুগুন বেড়ে গেছে।

আর ইদানিং জুস, এনার্জি ড্রিঙ্কস কিংবা কোলা নামক যেসব পানীয় বিক্রি হচ্ছে তার মধ্যে নামে বেনামে লেবেলে উল্লেখিত পরিমান থেকে বহুগুন বাড়িয়ে মেশানো হচ্ছে ক্ষতিকারক প্রিজারভেটিভ এবং স্টিমুলেন্ট। যেমনঃ বেনজয়িক এসিড, সোডিয়াম বেনজয়েট, সর্বিক এসিড, প্যারাবেন্স, টরিন, এমনকি ইথানল। এখন বলেন, নিজে খাবেন কি আর বাচ্চাদের খাওয়াবেন কি?

০২ রা মে, ২০১৪ রাত ৯:৫২

না পারভীন বলেছেন: ছাইচাপা ভাইয়া, আমাদের শরীর এখন রাসায়নিক দ্রব্য রাখার গুদাম এ পরিণত হয়েছে

৯৭| ০২ রা মে, ২০১৪ বিকাল ৪:৫৬

জাহাঁপনা। বলেছেন: অবস্থা ভয়াভহ , খাদ্যে রাসায়নিক দেয়ার শাস্তি ফাঁসি দাবি করছি

০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৫

না পারভীন বলেছেন: জাঁহাপনা ভাইয়া, আপনার সাথে একমত। এদের ফাসি দেয়া হোক।

৯৮| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪৪

খন্দকার আরাফাত বলেছেন: কি দেখে কোন যুক্তিতে আপনার মনে হল মাননীয় প্রধানমন্ত্রী ফরমালিন বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন ? 8-|

০২ রা মে, ২০১৪ রাত ১০:০০

না পারভীন বলেছেন: ধন্যবাদ আরাফাত ভাই। বক্তব্য হচ্ছে প্রধান মন্ত্রীর পদক্ষেপে যদি নীরব মারণাস্ত্র থেকে ভুক্তভোগী জনগণ রক্ষা পায়।

৯৯| ০২ রা মে, ২০১৪ রাত ১০:২৭

ইউসুফ জাহিদ বলেছেন: ভাল।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:০১

না পারভীন বলেছেন: এই বক্তব্য কে সাপোর্ট দেয়ার জন্য ধন্যবাদ ইউসুফ জাহিদ ভাই ।

১০০| ০২ রা মে, ২০১৪ রাত ১০:৪৬

হীমু বলেছেন: এসব কথা বলে আর কি হবে !
চলে যাওয়া মানুষগুলো তো আর ফিরে আসবে না ! :-(
আর ঐসব পশুদেরও কিছুই হবে না !

০৩ রা মে, ২০১৪ রাত ১২:০৪

না পারভীন বলেছেন: দেশের অবস্থা দেখলে হতাশ না হয়ে পারা যায় না । তবু আশা দেশের খাদ্য সামগীতে কেউ বিষ মিশিয়ে দিচ্ছেনা এই দিন দেখে যেন মিনিমাম মারা যেতে পারি ।



ধন্যবাদ হীমু ভাই ।

১০১| ০২ রা মে, ২০১৪ রাত ১০:৫৮

নিকষ বলেছেন: এই জাতীয় কেমিকেল ফুড ব্যবসায়ী, আর কোম্পানির মালিকগুলিরে আইনা সিমপ্লি এসিডের ডোবা বানাইয়া ছাইড়া দেয়া উচিত। এতই যখন তিনাগোর কেমিকেল মিশানোর শখ - তাহাদিগকে ঢাল ঢোল বাজাইয়া কেমিকেলেই বিসর্জন দেয়া হোক।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:০৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ নিকষ ভাই । আপনার প্রস্তাবে আমার সমর্থন আছে । :)

১০২| ০২ রা মে, ২০১৪ রাত ১১:০১

লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ভাল লাগল সচেতনতা মুলক এই লেখাটি পড়ে। আমি কয়েক দিন থেকে ভাবছিলাম বিষক্রিয়া নিয়ে লিখব -যা মানুষ না বুঝে খেয়ে যাচ্ছে । মুরগীর খাবারে বিষ ক্রিয়ার কারনে মুরগী এবং মুরগীর ডিমে যেই ক্ষতিকর রুপ ধারন করেছে তা বলাই বাহুল্য । আমরা বাচ্চাদের কি খাওয়াবো ? কয়েক দিন ধরে দেখছি তীরের তেল দিয়ে কিছু রান্না করলে চর্বির মতন তেল ভেষে থাকে। ২ লিটার তেলের দাম ২৩০ টাকা ।

মুরগীর বিশেষ রিপোর্ট এর লিংক
Click This Link

সবাই সচেতন হোক আর সুস্থ্য থাকুক এই কামনা করি। খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে...। না খেয়ে এখন আর কেউ মরে না, বরং দীর্ঘদিন বেঁচেই থাকে।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:২০

না পারভীন বলেছেন: লুবনা আপু অনেক ধন্যবাদ । লিংক্টি শেয়ার করার জন্য । তবুও ও সবাই এত নীরব কেন ?

১০৩| ০২ রা মে, ২০১৪ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

গর্ভাবস্থায়ই বাচ্চার কিডনির সমস্যা দেখা দিয়েছে আমার পরিচিত একাধিকজনের, জানি না এসব খাবারের কোন বিষক্রিয়ার কারণেই কি না ।

সত্যিই, ইদানিং খাদ্য কিনতে আতঙ্কগ্রস্থ থাকতে হয় ।
জনগনের এসব অনুরোধ সরকারের কতোটুকু দৃষ্টিগোচর হয় তাই দেখার বিষয় ।

অনেক ধন্যবাদ না পারভীন জ্বলন্ত একটি বিষয় উপস্থাপনের ।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:২৮

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি আপু ।

আমাদের শরীর এখন ক্ষতিকর রাসায়নিকের গুদামঘরে পরিনত হয়েছে । কিন্তু এসব দেখার কেউ নাই কেন ? যারা দেখার তারা কোথা থেকে খাবার কিনে কে জানে ?

১০৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:০২

ফয়েজ ভাই বলেছেন: চিন্তার বিসয়

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৩

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ ফয়েজ ভাই । দেশের কর্তাব্যক্তিদের চিন্তার উদ্রেক কবে হবে ?

১০৫| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৬

বৃতি বলেছেন: জরুরী বিষয় নিয়ে লিখেছেন আপু। পৃথিবীর অনেক দেশেই এই সমস্যা আছে। আশা করছি এই ব্যাপারে বাংলাদেশে সরকার পর্যায়ে সংশ্লিষ্টরা সচেতন হবেন, কঠোর আইন পাস এবং বাস্তবায়িত হবে।

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:২৪

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি আপু । আমাদের ও আবেদন সরকার এ ব্যাপারে ব্যবস্থা নিক ।

১০৬| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১৪

ইছামতির তী্রে বলেছেন: আমার ৬ বছরের ছোট্র এক ভাতিজি তরমুজ খাওয়া বাদ দিয়েছে। কারণ ওর বাবার সাথে সে টিভিতে ঘটনাটি দেখেছে। আমার অসুস্থ বাবা-মা এখন আমার কাছেই। বিভিন্ন ফলমূল খেতে দিলে উনারা হাসতে হাসতে বলছেন, 'বাবা খেয়ে তো মরবো না?" আমিও কাস্ট কাসি দিয়ে বললাম, 'ইয়ে না, মানে এটা মনে হয় ভালই আছে। আল্লাহর নাম নিয়ে খান"। পরে বুদ্ধি করে আমিই আগে খেলাম। যাতে করে মরলে আমিই আগে মরি।

এই হলো অবস্থা। কবে মিলবে মুক্তি????

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:২২

না পারভীন বলেছেন: ধন্যবাদ ইছামতি ভাইয়া ।
কবে মিলবে মুক্তি কে জানে ?


আশায় আশায় দিন চলে যায়।

১০৭| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখন ফলের দোকানে যেতেই ভয় লাগে ------ খাবটা কি !!!!

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৫

না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ লায়লা আপু। বিষাক্ত রাসায়নিক মুক্ত খাদ্য চাই।

১০৮| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২২

জহির উদদীন বলেছেন: আমরা যেহেতু আমাদের সততা, আন্তরিকতা সব কিছুই প্রধানমন্ত্রীর কাছে জমা রেখেছি তাই এই জ্বি হুজুর প্রধানমন্ত্রীর যাদুর পরশের ধমক বা হস্তক্ষেপ ছাড়া আমাদের সততা দেখানোর বা সোজা হয়ে যাওয়া প্রশ্নই আসেনা.....
মহান আল্লাহর ভয় পাওয়া কে ছেড়ে আমরা কাকে ভয় করতে শিখছি....

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:১২

না পারভীন বলেছেন: ধন্যবাদ জহির ভাই।

১০৯| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২৪

ইখতামিন বলেছেন: এক কেজি আম কিনেছিলাম গত সপ্তাহে। ইচ্ছে করেই একটা আম রেখে দিয়েছিলাম। এখনও তা সতেজ আছে। তাহলে কী পরিমান ফরমালিন আছে তাতে? কী পরিমান বিষ....!!!

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:১৬

না পারভীন বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই। দেখেন তাহলে অবস্থা। মাল্টা ত মনে হয় কোনদিন পঁচবেনা। আপেল ও পঁচতে অনেক সময় নেয়।

১১০| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:১৯

টয়ম্যান বলেছেন: একমত +++্

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:০১

না পারভীন বলেছেন: ধন্যবাদ টয়ম্যান ভাইয়া ।

১১১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:২৩

মো: আবু জাফর বলেছেন: জনসাধারনের সর্তকতার জন্য জানানো যাচ্ছে যে কিছু অসাধু আম ব্যবসায়ী, কাচা অপরিপক্ক আম কে বেশি দাম পাবার আশায়, ক্যামিকেলের মাধ্যমে পাকিয়ে থাকেন।। যা মানব শরীরের জন্য অত্যান্ত ক্ষতিকর, এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী আম পরিপক্ক হবার আগেই পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে থাকেন ।। এসব আম সাধারনত পাকে না, আমের বিভিন্ন অংশ নরম হয়ে পচে যায় ।। বা আঠির কাছ থেকে আগেই বের হয়ে আসে ।।

# এজন্য আমের মৌসুম শুরুর আগেই পাওয়া আম কেনা থেকে বিরত থাকুন ।। অথবা পরামর্শের জন্যে আমাদের সাথে যোগাযোগ করুন ।।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:১১

না পারভীন বলেছেন: ধন্যবাদ জাফর ভাই । মৌসুমের গুলোতেই বিষ থাকে । আগের গুলোতে তো থাকবেই ।

১১২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:১০

মাটি আমার মা বলেছেন: প্রচন্ড গরমে বাসায় গিয়ে এক গ্লাস তরমুজের রস, বড় প্রশান্তি আনতো। তরমুজের বিষক্রিয়া নিউজটা দেখার পর তরমুজের দোকানের পাশ দিয়ে যখন যাই, খুব লোভ লাগে, কিন্তু সাথে সাথে নিজের অবুঝ সন্তানটির কথা মনে হলে নিজের মনকে সংবরন করি। ফলের বাজারে গেলে আতঙ্কগ্রস্থ হয়ে যাই। মনে হয় সবই বুঝি বিষ। এ অবস্থা থেকে এই জাতি কবে মুক্তি পাবে?

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৫০

না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। গরমের দিন ও আল্লাহ দিলেন, সুমিষ্ট তরমুজ ও আল্লাহ দিলেন। অথচ বিষ মিশিয়ে সব বিষাক্ত করে দেয়া হচ্ছে।

১১৩| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২৫

আমি ইহতিব বলেছেন: আমার জামাইটা ফলের পাগল, এই বিষাক্ত ফল খেয়েই হয়তো ক্রনিক রেনাল ফেইল্যুর হল ওর। আর এর ফলে যে দূর্ভোগ হল তা পোহাতে হল আমাদের পরিবারের সবাইকে।

গতকাল ট্রেনে করে ঢাকা ফিরছিলাম নোয়াখালী থেকে। পথে স্টেশনে স্টেশনে যেসব খাবার নিয়ে ফেরিওয়ালারা উঠছিলো তার চেহারা দেখেই আঁতকে উঠছিলাম আর যারা ঐ খাবার কিনে খাচ্ছিলো তাদের জন্য কষ্ট বোধ করছিলাম।

আমাদের দেশের মত অদ্ভুত দেশ মনে হয় বিশ্বে কমই আছে। একদিকে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হই আমরা আর অসুস্থ হয়ে চিকিৎসা নিতে গেলে দেখা যায় সেসব চিকিৎসা ব্যবস্থা অনেক ব্যয়বহুল। ফলে অনেক দরিদ্র পরিবারের মানুষজনদের পরিবারের প্রিয় মানুষটির মৃত্যুর দিকে যাত্রা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকেনা।

ব্যবসায়ীদের শুভ বুদ্ধির উদয় হবে কিনা আদৌ কে জানে।

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:৫৭

না পারভীন বলেছেন: কি জানি! এই রেনাল ফেইলুর ৪০ এর পরে আসার কথা। সেলিম ভাই এর বায়োপ্সি করলে বুঝা যেত কেন হয়েছে।
দেশ টা বিষ মুক্ত হয়েছে এ দেখে যেতে পারবো তো? হতাশ হয়ে যেতে হয় দেশের অবস্থা দেখলে।

১১৪| ০৮ ই মে, ২০১৪ সকাল ৯:১০

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link


১১৫| ০৮ ই মে, ২০১৪ সকাল ৯:১৭

শাশ্বত স্বপন বলেছেন:
Click This Link

০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৮

না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া, অনেক কৃতজ্ঞতা রইল। কিন্তু দেশ পেছনের দিকে যে ভাবে এগুচ্ছে, কোন আশার আলো দেখতে পাচ্ছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.