নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ডা: নার্গিস পারভীন। বর্তমানে সরকারের স্বাস্থ্য সৈনিক। আমি ডাক্তারি ছাড়া আর কিছু পারি না।

না পারভীন

©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।

না পারভীন › বিস্তারিত পোস্টঃ

ঈদ বকওয়াজ - ঈদুল ফিতর ২০১৪ , প্রধানমন্ত্রীর ফোন আর ইনবক্সীয় আলোচনা

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

(১)

দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে ম্যাসেজ দিয়েছেন আমাকে । প্রধানমন্ত্রীর মেসেজ গত ঈদেও পেয়েছিলাম ।B-)

আমার গত কর্মক্ষেত্রের পান্না ( আমার এসিস্টেণ্ট ) সে একবার প্রধান মন্ত্রীর ফোন পেয়েছিল ।

মনে মনে ভাবলাম তুমি এসিসটেন্ট তোমারে ফোন দেয় আর আমি ডাক্তার , আমাকে ফোন করেনা প্রধান মন্ত্রীর এ ক্যামন বিবেচনা ?

আমি আরো ভাবলাম , ওটি করার সময় বা বিভিন্ন কারণে আমাকে ফোন সাইলেন্ট করতে হয়েছিল , ওই সময় প্রধান মন্ত্রী আমাকেও নিশ্চয় ফোন দিয়েছেন , আহারে মিস করলাম । :|





পান্নার সাথে প্রধান মন্ত্রীর কি কথা হল , আমার জিগানোর আগেই পান্না বলতে শুরু করল ,

প্রধান মন্ত্রী ফোন দিয়ে ওকে বলে , “ আমি প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলছি ... “

পান্না হুড়মুড় করে বলল , আসসালামু আলাইকুম ম্যাডাম “

প্রধান মন্ত্রী পান্নাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে নিজের কথা এই বলে টলে শেষ করলেন , তারপর ফোন কেটে দিলেন। শেষ কথাটা ছিল “ আপনার সন্তান কে স্কুলে পাঠান “

পান্না পুরা বেকুব । খুব দুঃখ করে আমাকে বলল , “ আমার কথা কিছুই শুনলোনা , নিজে ফোন করল , নিজেই রেখে দিল । “

একটা রেকর্ড করা ফোন কলে পান্নার প্রতিক্রিয়া দেখে আমি হাসিতে ফেটে পড়লাম । পান্না ও বোকা বোকা ভাবে হাসতে লাগলো । :D:D

(২)

গতকাল ঈদের দিন শুরু করেছি ১০০ মিটার বেগে দৌড় দিয়ে । টুম্পামনি তার ননস কে পায়ে ধরে সালাম করতে এসেছিল । ;) দৌড়ে ছুডুবেলায় আমি পুরুষ্কার হিসেবে সিরামিক্সের বাটি পেয়েছিলাম স্কুলের এনুয়াল গেমসে । টুম্পা অবশ্য হুমকি দিয়ে রেখেছে আমি ১০০ মিটার দিলে সে ২০০ মিটার দিবে , তবুও সালামী উদ্ধার করে ছাড়বে ।



আমি সালামী পেয়েছি ৫০০ টাকা । দিয়েছি ১০০০ টাকা । ৫০০ টাকা নেগেটিভ ব্যালেন্সে আছি । তবে সালামী দেয়ার মধ্যেও আনন্দ আছে । যারা দেয় তারাই জানে ।

তো ভাই ও বোনেরা আপনাদের কে সালাম । আমাকে নিঃশর্ত ভাবে সালামী প্রদান করে এই আনন্দ অনুধাবন করার সুযোগ দেয়া হল ( হাহাহা ) :P:P



(৩)

মাগরিবের পরে ভাবলাম টিভি দেখবো । কিন্তু এত এডের ভিতর থেকে কিভাবে টিভি দেখা সম্ভব কারো এই বিষয়ে জ্ঞান থাকলে আমাকে ধার দিবেন ।

X((

আমি যতবার পোগ্রাম দেখতে যাই আগামী ৫-৭ দিন কিকি দেখাবে আর ফেয়ার এন্ড পাগলী , এটা সেটার এড দেখতে দেখতে কাহিল । আরেকটা হল খবর । সেখানে কি বলবে আগে থেকেই তো মুখস্থ , “ বড় জামাত শোলাকিয়ায় , হাসপাতালে ডাক্তার নাই রোগীদের ভোগান্তি , আর একটা খবর হল ঢাকা শহর খালি , নগরবাসী স্বস্তিতে আছে । “



সত্যি কথা হল ঢাকা শহরে খালি হয়ে গেলে আমাদের ভাল লাগেনা , যারা চলে গেছে তাদের জন্য মনের কই জানি একটু কষ্ট লাগে । :|

সে যাই হোক ঈদের পোগ্রাম দেখার মত যত ধৈর্য দরকার তা আমার নাই । আমি শেষে টম এন্ড জেরি দেখলাম , ডিসকভারি দেখলাম ।



(৪)

ঈদের ২ দিন আগে সামুতে একটা লেখা দিয়েছিলাম । ৭ টি অন লাইন পত্রিকা নিজের সম্পত্তি মনে করে কপি পেস্ট করেছে কোন প্রকার অনুমতি ছাড়া । আমার না হয় ইসলামি পোস্ট ,এভাবে নিয়ে গেলেও ইসলামের প্রচার হল ভেবে শান্তি পাওয়া গেলো ।

যারা কষ্ট করে গল্প কবিতা লিখেন তাদের লেখাও বেনামে চুরি হয়ে যায় । এ থেকে পরিত্রাণ পাবার উপায় হিসেবে ব্লগার খেয়া ঘাট , ব্লগার মইনুল ভাই , ব্লগার মাসুম ভাই ভেবে ভেবে বের করেছেন , লেখাচুরি প্রিভেন্ট করার উপায় হল , “লিখা লিখি বন্ধ করে দেয়া । “ :P:P

হাহাহা

যারা আমার ব্লগ পড়েন তারা হয়ত খেয়াল করেন নাই , আমার লেখাগুলো সব আমি ময় । একটা ধর্মীয় পোস্ট তাও ডাক্তারি কথাবার্তায় ভর্তি । তো তারা আমার নাম খানা কেটে বেনামে দিয়ে দিতে পারেনি । B-)



ভাই সকল আপনারা জানেন , নব নিযুক্ত সরকারি চাকরির এত কম পয়সায় কিভাবে সত ভাবে চলব এটা নিয়ে দুশ্চিন্তায় আছি । :(( তাই এখন থেকে খুব কায়দা করে চেম্বারের ঠিকানাটা লেখায় ঢুকিয়ে দিব ভাবছি । হাহাহা । যাহ ! যত খুশি কপি পেস্ট হয়ে যাক সমস্যা নাই । (হাহাহা)

B-)

(৫)

এ কয় দিন আচ্ছামত ব্লগে সময় দিলাম । যারা মনে করেন ধর্মীয় লেখা আর ডাক্তারি লেখা ছাড়া আমি আর কিছু লিখতে পারিনা তাদের কথা মিথ্যা প্রমাণ করার জন্য দুঃখী__বন্ধু আরেকটা ব্লগ শুরু করেছি । ওটাতে আমি গোপনে কিছু লেখার চেষ্টা করছি । সবাই ভিজিট না করলেও সমস্যা নাই । তাও এজন্য বলা আমার নিজ হস্তে আঁকা প্রো পিকের মত আরেকটা প্রোপিক যদি দেখেন আপনাদের ঘরে কমেন্ট করে গেছে ,তা হলে আমাকে চিনে নিও ( নিবেন ) বন্ধু । “ :D



(৬)

রোজা তো চলে গেলো । কাল রাতে এশার নামাজ পড়তে গিয়ে দেখি দীর্ঘ তারবী পড়া আর লাগবেনা । আমার মত নয়া ধার্মিক যাদের এশার নামাজ কেই বিরাট লম্বা লাগতো , তাদের তো এশার নামাজ কে খুবি ছোট লাগছে :P



। সেহেরিতে প্রতিদিন উঠতে পেরেছিলাম , তাহলে এখনো ফজরের অক্ত টা ঠিক মত পড়ার একটা চেষ্টা দেয়া যায় । অবশ্য শয়তান শিকল থেকে মুক্তি পেয়ে গেছে । আযান তো কানে ঢুকেই না , এলার্ম ও না । দেখি কি বুদ্ধি বের করা যায় ।



(৭) ফেইসবুকের একটা ব্যাপার নিয়ে আসতে হল ।

নয়া অনেক মানুষ এড হয়েছেন তাদের সবাই কে বন্ধু তালিকায় স্বাগতম । যারা আমাকে ইনবক্সে পান না , তাদের জন্য , যদি অতি প্রয়োজন হয় , তাহলে পুরো কথা লিখে ইনবক্স করবেন । ডাক্তারদের ফোন নাম্বার , মেইল এড্রেস , আর ইনবক্স সবই ট্রেনের চেইনের মত । এটা অকারণে ব্যাবহার করা যায় না । অকারণে ইউজ করলে রাখাল বালকের মত প্রয়োজনে পাওয়া যাবেনা ।



গাইনি আর অবসের বিষয় ( স্ত্রী রোগ আর ধাত্রী বিদ্যা ) ছাড়া আর কোন বিষয়ে আমার তেমন কোন জ্ঞান নাই । তাই আর কিছু জিজ্ঞেস করে কখনোই লজ্জায় ফেলবেন না এই অনুরোধ টুকু রইলো ।



সবাইকে ঈদ মোবারক । :D







মন্তব্য ৬৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: ঈদ মুবারক। আপনার নতুন নিকটা অনুসরনে নিলাম। দেখি কেমন গল্প লিখতে পারেন :-B

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩

না পারভীন বলেছেন: হিহিহি :) অনুসরনে নেয়া দেখে একটা গান মনে পড়ে গেলো "আমি কষ্ট পেতে ভালবাসি,,, " পাঠকদের উপর অত্যাচার ছাড়া আর কিছু না।
ঈদ মোবারক হামা :)

২| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক আপু। ভাল লেগেছে আপনার পোস্ট । :)

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮

না পারভীন বলেছেন: ঈদ মোবারক সেলিম ভাই। আপনার ভ্রমন পড়েও দারুন লাগলো। কমেন্ট দিয়ে আসবো :)

৩| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্ট পইড়া হাসুম না কান্দুম বুঝবার পারলাম না। তয় যাই হোক ঈদ মুবারক দিলাম।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৬

না পারভীন বলেছেন: আপনি হাসতে পারেন কান্ডারি ভাই। আমি খবরে দেখলাম, সেমাই এর বাজারে বিরাট ধ্বস।
দোকানী সাক্ষাতকারে বলল, আপনারা প্রচার করেন সেমাই অস্বাস্থ্যকর পরিবেশে বানায় তাই এই অবস্থ।
দেন ঈদ বখসিস, ভাল একটা খবর দিলাম :)

৪| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

সুমন কর বলেছেন: সামুর ঈদ সংকলন উপলক্ষ্যে চমৎকার একটি লেখা, আপনার কাছ থেকে উপহার পেলাম। B-) ;) অনেক ধন্যবাদ।

পরবর্তী আপডেটে সংযুক্ত হবে। আসবেন।

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১২

না পারভীন বলেছেন: সুমন ভাই, সব লেখা একজায়গায় করে আপনি এমনিতেই সবাই কে কৃতজ্ঞ করে দিয়েছেন। আপনাকে অগনিত ধন্যবাদ :)

৫| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বখশিশ মুবারাক || :)

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪

না পারভীন বলেছেন: বখসিস মুবারক :) :) মুন কত উঠছে মোট?

৬| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার লেখা পড়া মানেই ভাল লাগা, ভাল থাকুন সবসময়... :)

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৩

না পারভীন বলেছেন: ধন্যবাদ জহিরুল ভাই। আপনিও ভাল থাকবেন। ঈদ মোবারক :)

৭| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১

অপ্‌সরা বলেছেন: পান্না হুড়মুড় করে বলল , আসসালামু আলাইকুম ম্যাডাম “
প্রধান মন্ত্রী পান্নাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে নিজের কথা এই বলে টলে শেষ করলেন , তারপর ফোন কেটে দিলেন “ আপনার সন্তান কে স্কুলে পাঠান “ “ এই কথা বলে



প্রধানমন্ত্রী আমাকেও ফোন করেছিলেন!!!!!!!!!!!!!!!!!!!

তবে আমি ভাবছি যাদের সন্তান নেই তারা কেমনে সন্তানকে স্কুলে পাঠাবেন?? এই সব কি ???????????? X(

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

না পারভীন বলেছেন: হু, এইডা কিছু হইলো ;) :P
একমত, সহমত, আর কি কি বলা যায় একটু ভাষা জোগাড় করে দাও তো অপি :)

৮| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

অপ্‌সরা বলেছেন: যাদের বেবি নাই তাদের লিস্ট করতে হবে তারপর সেইসব মানুষের বিবাহের জন্য প্রার্থনা করে ঈদ শুভেচ্ছা বাণী জানাতে হবে আর তারপর ??????????

তারপর সন্তানকে স্কুলে পাঠানোর চিন্তা!!!:):):)

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

না পারভীন বলেছেন: হাহাহা, উত্তম প্রস্তাব। :) :) :)

৯| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

ভাল লাগলো পড়ে

ঈদ মোবারাক

৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

না পারভীন বলেছেন: হাহাহা মাহবুব ভাই। আপনার ফেবু আইডি কোনটা?

১০| ৩০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ মোবারক আপু!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:০১

না পারভীন বলেছেন: ঈদ মোবারক অভি। ফুটবল খেলা দেখে আসছি। দাঁড়ান একটা যুতসই মন্তব্য দিয়ে আসবো :)

১১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৬

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক আপু।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

না পারভীন বলেছেন: ঈদ মোবারক প্র পা ভাইয়া :)

১২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখার স্টাইলটা ভাল লাগে।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

না পারভীন বলেছেন: লেখার স্টাইল নিয়ে প্রশংসা করলে আমি একেবারে ফিদা হয়ে যাই।

অনেক কৃতজ্ঞতা ঢাকাবাসী ভাই। :) ঈদ মোবারক :)

১৩| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: আমি অনুষ্ঠান খুঁজে না পেয়ে বিড়াল আর তেলাপোকার অদ্ভুত এক কার্টুন দেখতেছি। নাম কি ঈশ্বর জানেন!

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

না পারভীন বলেছেন: আমি ওটার নাম জানি। কার্টুন টার নাম " উগি " আমি কি করুম কার্টুন দেখা ছাড়া বিনোদনের কোন বিকল্প নাই।
অনেক ধন্যবাদ ভাইয়া। ঈদ মোবারক :)

১৪| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লিখেন আপনি। চালিয়ে যান আনেক উন্নতী করতে পারবেন দোয়া করি। তবে আপনার অনুমতি ছাড়া অনলাইন পত্রিকায় আপনার লেখা প্রকাশ করা সত্যিই অতিদু:খ জনক। তাও আবার বে-নামে।



ঈদ মোবারক।

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

না পারভীন বলেছেন: নাহ, বেনামে দেয়নি, নামেই দিয়েছে। তবুও থ্যক্স ফর সিম্পেথি :)
ভাল থাকবেন ইমতিয়াজ ভাইয়া

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

বাংলাদেশী দালাল বলেছেন: সত্যি কথা হল ঢাকা শহরে খালি হয়ে গেলে আমাদের ভাল লাগেনা , যারা চলে গেছে তাদের জন্য মনের কই জানি একটু কষ্ট লাগে

অতিব সত্য কথন আপু, বোঝে না সে বোঝে না । :( :(

টেলিভিশন দেখার চেষ্টা আমিও করেছি। হয়রান, পেরেশান, ত্যাক্ত, বিরক্ত, আশাহত, নির্বোধ, প্রতারিত ও পরাজয় বরণ করে ডিসকভারিতে মেগা স্ট্রাকচার দেখলাম। :(( :(( :((

আপু আপনার পেশা ডাক্তারি না হয়ে অন্য কিছু হলে বলতাম সব কাজ ছেড়ে শুধু লেখালিখি করুন। কিন্ত তা সম্ভব নয়। একজন ডাক্তার আমাদে অনেক বেশি জরুরি। তাই এটুকু অনুরোধ করতে পারি, সময় পেলেই যেন কিছু না কিছু লেখা আপনার থেকে পাই।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

না পারভীন বলেছেন: হাহাহা, ভাইয়া :) সামুতেও ব্লগিং করে টাকা পাওয়ার একটা পথ তৈরি হয়েছে। দেখি কি করা যায়। ;)

১৬| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

এক্স রে বলেছেন: হা হা হা বেশ মজা নিয়ে পড়লাম।
লেখা চুরি হলে প্রথম প্রথম খারাপ লাগতো। এখন আর কিছু মনে করি না। করুক চুরি :-P

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

না পারভীন বলেছেন: লেখা চুরি নিয়ে ব্লগার আলিম আল রাজির ফেইস বুক স্টেটাস দেখে ও হাহাপগে

আপনারা কিভাবে এই "কিছুই মনে হয় না " নামের নির্বাণ লাভ করেছেন ভাইয়া? ;)

১৭| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

পাজল্‌ড ডক বলেছেন: ''ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল লিখেন আপনি। চালিয়ে যান আনেক উন্নতী করতে পারবেন দোয়া করি'' :D
''বাংলাদেশী দালাল বলেছেন:আপু আপনার পেশা ডাক্তারি না হয়ে অন্য কিছু হলে বলতাম সব কাজ ছেড়ে শুধু লেখালিখি করুন।''

সহমত। :)
ঈদ মুবারক আপু।

(উপরের ব্ল্যাংক মন্তব্যটি ভূলবশত,মুছে দিবেন প্লিজ।)

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

না পারভীন বলেছেন: " Nothing Goes Unpaid " আহা, বড় ভাল লাগলো

শুভ কামনা রইলো পাজলড ডক ভাইয়া।

১৮| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

এক্স রে বলেছেন: রাজি ভাইয়ের মতোই অহরহ অস্বস্তিকর ঘটনায় পড়েছি। এইচ এস সি থিম সং টা কে যেন চুরি করে রস আলো তে দিয়ে দিয়েছিল। তারপর আমাকেই বেশ কয়েকজন কপিবাজ ভেবেছিল। লেখা চুরি হলে আর চোর প্রশংসা পেলে আগে রেগে যেতাম। আর এখন হাসি, সম্ভবত "কিছুই মনে হয়না" এটা ভেবেই হাসি :-P

৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

না পারভীন বলেছেন: আচ্ছা চুরি হতে হতে আর কপিবাজ খেতাব পেতে পেতে মন খারাপ রেজিস্টটেন্স হয়ে গেছে।
হাহাহা, ভাল। :D.

ঈদ মোবারক নেন এক্স রে ভাইয়া :)

১৯| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

না পারভীন বলেছেন: ঈদ মোবারক এহসান ভাইয়া :)

২০| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরে বাপস! পুরো ঈদ প্যাকেজ দেখছি... B-) ;)

সবই পেলাম, ডাক্তার সাহেব!
আশা করি ঈদ ভালোয় কেটেছে :)

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

না পারভীন বলেছেন: ব্লগার মইনুল ভাই বলতে কিন্তু আপনাকে বুঝানো হয়েছে মইনুল ভাই।
:) :)

আলহামদুলিল্লাহ ঈদ ভাল কেটেছে। বিদেশে বসেও আপনি দেশের সবার সাথে আছেন দেখে খুব ভাল লাগছে।:)

২১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখিয়াছি! ;) :D
এজন্য গর্বিত :)

তবে এই লেখা চুরি যাবে না, এটা নিশ্চিত।

পশ্চিমারা লেখার ভেতরে নিজের নামও উল্লেখ করে দেয় কৌশলে। :P


(এখন স্বদেশ থেকেই লিখছি...)

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

না পারভীন বলেছেন: আচ্ছা, ভাল আইডিয়া পাওয়া গেছে। দেশে স্বাগতম। :) :)

২২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৩

সায়েম মুন বলেছেন: বকওয়াজ ভাল পেলাম। কিন্তু ঈদ বকশিস কারো কাছ থেকে পেলাম না। বা কোন প্রধানমন্ত্রী আমারে ফোন দিলো না। আবসোস। #:-S

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

না পারভীন বলেছেন: মুন ভাইয়া, কি দেশে ল্যান্ড করছেন? নাকি এখনো বিদেশে?

২৩| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৮

শাবা বলেছেন: এ লেখাটিও চমৎকার হয়েছে। কোন ৭ টি অন লাইন পত্রিকা এ কাজ করেছে, নামগুলো বললে খুশি হবো।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

না পারভীন বলেছেন: কিছু নাম আগের পোস্ট এর কমেন্টে কালেকশন করা আছে। গুগল সার্চ দিলে ও হাজির সব।

থাক, প্রচার হয়েছে। ঘন ঘন পোস্ট দিয়ে জ্বালাতন করে নিলাম একটু। ;)
সাবা আপু, আপনি পড়েছেন এতে আমি ব্যপক খুশি :)

২৪| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পান্না পবর্র্ পড়ে হাসতে হাসতে শেষ ।
আমাাকে এক ভিন্ন দলিয় লোক প্রশ্ন করেছিল , প্রধান মন্ত্রীর ফোন কেটে দেয়ায় তার কোন সমস্যা হবে কি না ?
আমার ফেবু স্ট্যাটাস প্রায়ই কপি হয় , একজনকে বল্লাম এটা কি সঠিক হয়েছে?
এরপর সেই ব্যাটা আমাকে ব্লক করে দিয়েছে ।
ইসলামী স্ট্যাটাস হলে তবু না হয় শান্তনা পেতাম হাহাহাহা ।
এবার যাই আপনার নতুন বাড়ী থেকে ঘুরে আসি ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

না পারভীন বলেছেন: ফেবু স্ট্যাটাস কপি হয়ে যাচ্ছে? ভাইয়া আপনি তো ফেবু সেলিব্রেটি

এড মেহ ! আমি বলগ ;)

২৫| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপরে...বাকোয়াজ হবে কেন এতো দেখি রসবোধের হাড়ি! কতকিছূকে ছুয়ে গেলেন এক পোষ্টে!!!!

ডাক্তারনীর রসবোধে আপ্লুত! সাধারনত ডাক্তারদের !সবাই নিরস ভাবে!!

আপনিতো বহুমূখি প্রতিভায় প্রতিভাত! ধারনাকে উল্টে দিলেন...কনগ্রাচুলেশন!

তাইতো বলি দু:খি বন্ধুরে কেমন চেনা চেনা কেন মনে হচ্ছিল ;)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০০

না পারভীন বলেছেন: :#>
বাস্তবে কিন্তু আমি বোরিং একটা প্রানী, বৃক্ষ গোত্রীয় ;)

২৬| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

আমি তুমি আমরা বলেছেন: পান্না পুরা বেকুব । খুব দুঃখ করে আমাকে বলল , “ আমার কথা কিছুই শুনলোনা , নিজে ফোন করল , নিজেই রেখে দিল । “


=p~ =p~ =p~


লেট ঈদ মুবারক :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

না পারভীন বলেছেন: ঈদ মোবারক আমি, তুমি আমরা ভাইয়া। ঈদ কেমন গেলো?

২৭| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫

সায়েম মুন বলেছেন: এখনো বাইরে আছি। আরও কয়েক মাস থাকবো। :)

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

না পারভীন বলেছেন: সফল হয়ে ফিরে আসুন, প্রার্থনা রইল :)

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:২২

মাইনুল ইসলাম মিলন বলেছেন: হাসিনা আন্টি আমাকে ম্যাসেজ দিয়ে ভালোবাসা না দেখিয়ে যদি আমাকে ১০টাকা মোবাইলে ফ্লেক্সি দিতো।অনেক খুশি হতাম।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

না পারভীন বলেছেন: ঈদ সালামী ;) আপনি সালাম টাতো আগে পাঠাবেন মিলন ভাই। :P

২৯| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: খুশ মোবারক বহুত

১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৯

না পারভীন বলেছেন: থ্যানকু, বন্ধু ভাই। এত দিন পর প্রতিউত্তর করলে কুরবানির ঈদের আগাম শুভেচ্ছা জানাতে হয়। ;)

ভালো থাকবেন।

৩০| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

আমি ইহতিব বলেছেন: বেশী দিন দূরে থাইকেন্না আপু পিলিজ লাগে।

আপনার লেখার ফ্যান তো অনেক আগেই হইছি নতুন করে তাই আর কিছু বললামনা।

পরের পোস্টের অপেক্ষায় থাকলাম...........................

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০০

না পারভীন বলেছেন: দেশি, তুমি অনেক আজে বাজে লেখাও হজম করে বিপুল উৎসাহ দিয়ে গেছ। "শ্রেষ্ঠ পাঠক" এর পুরস্কার টি তোমার। :) ভাল থেকো।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা ।মজার পোস্ট । ঈদের সময়টা ব্লগে না থেকে তো দেখছি অনেক মিস করছি ।দুঃখী__ বন্ধু আপনার নিক ! আপু আপনি তো কবিতাও লিখেন ! অনুসরণে নিয়ে নিলাম ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

না পারভীন বলেছেন: প্রিয়তমেষু ( অনেক প্রিয়) অদ্বিতীয়া আপুনি, ওগুলিকে কবিতা বলার সাহস পাইনা, এলোমেলো কথা মালা হয়ত। কবি কবি ভাব, কাব্যের অভাব :)

আপনি কোথায় ছিলেন ঈদে? ভাল থাকুন ও সুস্থ থাকুন :)

৩২| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

শান্তির দেবদূত বলেছেন: বিলম্বিত ঈদ মোবারক।
ঈদের টিভি প্রোগ্রাম দেখার সবচেয়ে ভালো পদ্ধতি হলো নেট ২/৩ দিন পর নেট থেকে নামিয়ে দেখা। আরাম করে দেখা যায়।
লেখা চোরের কথা আর কি বলব! কি যে লাভ হয় একাজটা করে এরাই মনে হয় জানে না।
একটা আইডি নিয়েই নাভিশ্বাস!! আরেকটা আইডি? এত ধৈর্য্য কোথায় যে পান।

বেশ মজা করে লিখেছেন, ভালো লেগেছে। শুভেচ্ছা।

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯

না পারভীন বলেছেন: হাহাহা
ধৈর্য স্বল্পতা তো চিরন্তন সমস্যা, এতে আমিও ভুগি :) :)

অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। :)

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন:




সামহোয়্যার ইন ব্লগটাকে যেমন দেখতে চাই... ... ... ... পোষ্টে আপনার মন্তব্য আশা করছি আর ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে তবে নাম সরিয়ে নিবো। জানাবেন প্লিজ।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৪

না পারভীন বলেছেন: ইমতিয়াজ ভাইয়া আপনার সুন্দর এপ্রোচের জন্য সন্মানিত ও কৃতজ্ঞ অনুভব করছি। :)

অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

প্রবাসী পাঠক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

৩৫| ০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.