নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস । তবু , উড়েছিনু, এই মোর উল্লাস

ফরহাদ বিন হাফিজ পরাগ

নিজ জীবনোপন্যাসের নায়ক

ফরহাদ বিন হাফিজ পরাগ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস -বিশ্বাসঘাতকতা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

তুলি হাত শক্ত শক্ত করে বক্স ধরল, অনেকটা এটেনশন হয়ে থাকা স্ট্যাচুর মত । যেন এতটা সাবধান না বক্সটা পড়ে গিয়ে ভেঙ্গে যাবে ।


রিম্পা বুঝতে পারল না তার কি কিছু বলা উচিৎ কি-না । তার কাছে সব অলৌকিক অলৌকিক লাগছে । যে বোন স্কিন ক্যান্সার হওয়ার মত হাস্যকর অজুহাত দেখিয়ে কখনো মেকাপ নেয়নি,সে আজ আগ্রহ ভরে বলছে, 'রিম্পি, তোর মেকাপ এলিমেন্টসগুলো একটু দিয়ে যাস তো ! '


বিস্ময়ে রিম্পা কথা পর্যন্ত বলতে পারেনি । এর মাঝে তুলি আবার জিজ্ঞেস করে ফেলেছে, 'ফাউন্ডেশন কি রে ? আমায় শিখিয়ে দিবি একটু ? '

লিমন ভাইয়ের সাথে দেখা করার সময় এমন করে সাজেনি কখনো । তবে ? তাদের মধ্যে একটু মনোমালিন্য চলছে সেটা টের পায় রিম্পা, তবু জিজ্ঞেস করার সাহস পায়না । দু'দিন মনমরা থেকে আজ হঠাৎ সাজগোজের রহস্য কি? 'আপা,বাইরে যাবি ? '
-'নাহ । কেন বলতো ? '
-' না, মানে এমনি । তাহলে এত সাজছিস যে ? '

তুলি উত্তর দেয়না । হাসে ।
রিম্পা বলার মত কিছু না পেয়ে উসখুস দাঁড়িয়ে থাকে । 'কিরে,কিছু বলবি রিম্পা ? '

রিম্পা কিছু বলেনা । কিন্তু তার খুব জানতে ইচ্ছা করছে আপা কি ওই হাবলা ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে কিনা । যে ছেলেটার সম্পর্কে বাবা কাল খাবার টেবিলে বলছিল । কী ব্যাংকের ম্যানেজার না কি যেন।

বাবা বলতেই আপা টেবিল থেকে উঠে গিয়েছিল । সে ছেলের সাথে দেখা করার জন্য এত সাজসজ্জা ?

রিম্পা কিছু না বলে চলে যেতে লাগল । তার বোনটা রবীন্দ্রযুগের মেয়েদের মত অভিমানী হয়েছে । চোখে পানি টলটল করছে আর তার সামনে মুছতেও লজ্জা পাচ্ছে ।


দরজার কাছে একটু থেমে বলল,'আপু ভেজা চোখে কাজল দিতে হয়না । স্বামী অপঘাতে মারা যায়। '

রিম্পা চলে যাচ্ছে । তুলির ইচ্ছা হল ও কে ডেকে সব বলে দেয় । সব বলার জন্য প্রস্তুতি নিয়েছিল সে । 'রিম্পা শোন্ । আচ্ছা থাক্ যা । যাওয়ার সময় দরজা চাপিয়ে দিয়ে যা । '


তুলি খুব দ্রুত তার চোখ মুছে যাচ্ছে । চোখের পানি গালে মিশে টানটান লাগছে । চোখে অযথা পানি আসছে কেন ? তার তো মন খারাপ লাগছে না । তুলি মেকাপে মন দিতে চেষ্টা করল । টানটান গালে দ্রুত ক্রিম বসছে । এটাকে কি ফাউন্ডেশন বলে ? ফাউন্ডেশন না বিল্ডিং এটা নিয়ে তার মাথাব্যথা নেই । সে আজ নিজের মত করে সাজবে । শুধু নিজের জন্য । সবাই শুধু বাইরে বেরোলেই সাজে কেন ?


সাজা শেষ হলে আম্মাকে গিয়ে জিজ্ঞেস করবে ব্যাংকের ম্যানেজারের সাথে কবে দেখা করতে হবে ?


দেখা না করেই সম্মতি দিয়ে দিলে কেমন হয় ? দেখাদেখি তো অনেক হল । না দেখেও যদি বিশ্বাস আসে,তবে দেখা করার দরকার নেই তার ।

বিয়ের কথা শুনলে রিম্পা নিশ্চয়ই অবাক হবে । তারচেয়েও বেশি অবাক হবে তার মা ।

লিমনের সাথে তার সম্পর্কের কথা সবাই জানে । যেটা জানেনা সেটা হল লিমনের সন্দেহ প্রবণতা । একজন ওথেলো সিন্ড্রোমে আক্রান্ত মানুষের সাথে আর যাই হোক ঘর করা যায় না ।

প্রত্যেকটা ফোন কল আর মেসেজের হিসাব দিয়ে আর কত চলা যায় ? গত তিন বছরের প্রত্যেকটা দিন কেটেছে কৈফিয়ত দিতে দিতে । প্রথম প্রথম কেয়ারিং মনে হত । তারপর বিরক্তি ।

স্কুলে পিকনিকে কার সাথে কেমনে ছবি তুলেছিল সেটা ও বের করে জেরা শুরু করল লিমন, যেন সেগুলোর বাঁকা কোন অর্থ আছে !

তার তো ব্যক্তিস্বাধীনতা বলে একটা ব্যাপার আছে । তাই সরে যাওয়াই তার কাছে সঠিক মনে হচ্ছে । তারপরেও তার বড় বোনের পালিয়ে বিয়ে করার খোঁচা দিয়ে বংশের দোষ না দিলে হয়তো...


থাক,নতুন একজন কম জানবে, কম ভালবাসবে হয়তো । তবু বিশ্বাস তো করবে ।

চোখ দিয়ে খুব বেশি পানি আসছে । অনেক দিনের অনেকগুলো স্বপ্ন মুছে যেতে পানি একটু বেশিই লাগবে । সারা রাস্তা হেঁটে হেঁটে চিপস খাওয়া কিংবা এক আম দুজনে ভাগ করে খাওয়ার স্বপ্ন আর পোড়া ভাতের ডিনারের স্বপ্ন ধুয়ে যাচ্ছে ।


লিমনের বন্ধুরা কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক বলবে । বলুক । যেখানে বিশ্বাসই নেই সেখানে বিশ্বাসঘাতকতা হয় কিভাবে ?

তুলি সাবধানে চোখ মুছে দিচ্ছে যেন কাজল লেপ্টে না যায় । চোখের জলে কাজল আর ক্রিম মিলে কালচে শেড তৈরি হয়েছে । মেকাপ এলিমেন্ট হিসেবে চোখের জল খারাপ না । তুলি হেসে ফেলল ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

নিলু বলেছেন: ভালোই লাগলো , লিখে যান

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

ফরহাদ বিন হাফিজ পরাগ বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: ফেবুতে পড়েছিলাম| এখানেও ভাললাগা জানিয়ে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.