নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস । তবু , উড়েছিনু, এই মোর উল্লাস

ফরহাদ বিন হাফিজ পরাগ

নিজ জীবনোপন্যাসের নায়ক

ফরহাদ বিন হাফিজ পরাগ › বিস্তারিত পোস্টঃ

রবীন্দনাথ ঠাকুরের 'ছবি' কবিতা এবং কাদম্বরী দেবী

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

"নাহি জানি,কেহ নাহি জানে
তব সুর বাজে মোর গানে ;
কবির অন্তরে তুমি কবি,
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি । '


রবীন্দনাথের 'ছবি' কবিতার পেছনের রমণীটি কে ? কবিজায়া মৃণালিনী দেবীকে সকলেই ছবির মানুষ মনে করলেও প্রকৃত সত্য এই যে ---- কাদম্বরী দেবী হলেন সেই ছবির ছবি ।

'রবিরশ্মি' বইতে চারু বন্দ্যোপাধ্যায় এবং 'বলাকা কাব্য পরিক্রমা ' এর আচার্য ক্ষিতিমোহন সেন বলেছেন মৃণালিনী দেবীই ছবি কবিতার পেছনের নারী ।
অথচ কবিতাটিতে লিখা আছে : 'সে প্রভাতে তুমিই তো ছিলে
এ বিশ্বের বাণী মূর্তিমতী । '


রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রভাতলগ্নে কে ছিল,কে রবীন্দ্রনাথ কে নির্ঝরের স্বপ্নভঙ্গের মত ভেঙ্গে রবীন্দ্রনাথ করেছেন সেটা কারো অজানা নয় ।

কাদম্বরী দেবীর সত্যতা নিশ্চিতকরণে কবির নাতনি নন্দিতা এর স্বামী কৃষ্ণ কৃপালনি'র একটি চিঠি সর্বোচ্চ প্রমাণ । তিনি লিখিছিলেন,

"I had once asked Gurudev directly as to whether the poem Chhabi in 'Balaka' was inspired by Mrinalini Fevi's portrait. He replied, No.The poem was addressed to Natun Boutan's photograph. '


রবীন্দ্রনাথ মৃত্যুর আগে নতুন বৌঠানের একটা ছবি দেখার জন্য ছটফট করেছিলেন । অথচ কাদম্বরী দেবীকে নিয়ে এত লুকোছাপা ছিল যে সে ছবি তাঁকে দেখতে দেওয়া হয়নি । নয়নের ভেতরে যে আছে, তাকে সত্যিই দেখা যায় না । অনেক চেষ্টা করেও না ।

"ভুলে থাকা নয় সে তো ভোলা ;
বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা
নয়ন সম্মুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই । "


(সামান্য পরিমার্জিত । কৃতজ্ঞতা : আব্দুশ শাকুর / পরম্পরাহীন রবীন্দ্রনাথ)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

আরণ্যক রাখাল বলেছেন: রবি ঠাকুর জীবনের প্রভাত থেকেই বিশ্বাসী ছিলেন| তাঁর কিছু গান কবিতা তাই একসাথে প্রেমের ও পূজার| অবশ্য গীতবিতানে ভাগ করা আছে| ডাবল মিনিং কবিতাও হতে পারে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

ফরহাদ বিন হাফিজ পরাগ বলেছেন: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা গান একই সাথে ভাব এবং প্রেমের । মাঝে মাঝে তব দেখা পাই এর ক্ষেত্রেও এমন । এসব নিয়ে গবেষণা হয়েছে, ভবিষ্যতেও হবে । রবীন্দ্র সাগরের তল পাওয়া ভার

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভাল লাগলো রবি ঠাকুর আর তার কবিতার মেয়ে কাদম্বরী দেবী সম্পর্কে লিখাটি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

ফরহাদ বিন হাফিজ পরাগ বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

মিতক্ষরা বলেছেন: ভাল লিখেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

ফরহাদ বিন হাফিজ পরাগ বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২

গোল্ডেন গ্লাইডার বলেছেন: িশ্বকবি দেখি বিশ্বপ্রেমিক ও ছিল B:-) অজানা তথ্য, ভালো লিখছেন ++++++্

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭

সুফিয়া বলেছেন: লেখা ভালো লাগল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩

ফরহাদ বিন হাফিজ পরাগ বলেছেন: ধন্যবাদ

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

এহসান সাবির বলেছেন: ভালো লাগল তো...

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৪

ফরহাদ বিন হাফিজ পরাগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.