নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস । তবু , উড়েছিনু, এই মোর উল্লাস

ফরহাদ বিন হাফিজ পরাগ

নিজ জীবনোপন্যাসের নায়ক

ফরহাদ বিন হাফিজ পরাগ › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ স্বীকারোক্তি - ১

১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:০২

হাজারবার চেষ্টার পরও লিয়া রাগ কন্ট্রোল করা শিখতে পারেনি ।
ধমকটা দেওয়ার পর রাগ কমে গিয়ে অনুতাপ বোধ এল । ততক্ষণে দিয়া চুপচাপ বসে গিয়েছে । আজ আবার কয়েক ঘন্টার ধাক্কা । এই কয়েকঘন্টা এভাবে চুপচাপ বসে থাকবে, কোন শব্দ করবে না,কারো প্রতি কোন অভিযোগও করবে না কিন্তু টপটপ করে পানি ফেলবে ।
'অসহ্য! ' বলে লিয়া দাঁত কিড়মিড় করল, 'দিয়ানি, এদিকে আয় । আয় কার্টুন দেখি । আয়। আসবি না ? মাথা না নাড়িয়ে, মুখে বল । আসবি মানে,অবশ্যই আসবি । '

লিয়ার জানতে হবে কোথা থেকে এসব শিখে এসেছে । বাচ্চা মেয়ে,মাত্র নার্সারিতে পড়ে,এসে জিজ্ঞেস করে,"লিয়াপ্পু,বিয়ে­­ না করলে বেবি হয়না কেন? "

লিয়ার কান লাল হয়ে উঠল । কোনমতে অস্বস্তি কাটিয়ে জোরেসোরেই বলল, ' বিয়ে ছাড়া বেবি হয় না কে বলল? আজগুবি কথা । আর তোর এখন বাচ্চাকাচ্চা নিয়ে চিন্তা না করলেও চলবে । '

-' আমি জানতাম লিয়াপ্পু,তুই বলবি না । আঈয়াজ ভাইয়া ঠিকই বলেছে,কেউ এটা বলতে চায়না । কিন্তু আমার দরকার আছে । আমার ড্যান্সিং প্রিসি পুতুলটার নতুন একটা বেবি এনেছি । ওই যে তুই নতুন একটা গিফট করলি না ? সিসি ? সেই সিসিকে প্রিসি'র মেয়ে বানিয়েছিলাম । কিন্তু আঈয়াজ ভাইয়া বলল আমার প্রিসি'র বিয়ে হয়নি । তাই ওর বেবি থাকতে পারেনা । কিন্তু বিয়ে না হলে বেবি হবে না কেন?'


লিয়ার কানের উষ্ণতা মাথায় পৌঁছাল । লজ্জা আর অস্বস্তি মিলে রাগে পরিণত হল । চড় মারতে গিয়ে থেমে গেল,কিন্তু শেষ রক্ষা হলোনা। ধমকটা দিয়েই ফেলল, "যা সর্ ! বাচ্চা মেয়ের মুখে কি খারাপ খারাপ কথা ! "

বলেই বুঝতে পারল ভুল হয়ে গেছে । ইশ,ধমকটা যদি ফিরিয়ে নেওয়া যেত ! বেচারির তো কোন দোষ ছিল না,এটা খারাপ কথা নাকি ভাল কথা সেটাও ও বুঝেনি । অযথা ধমক খেল । নিজের উপর ললিয়ার বিরক্তি লাগল । কবে যে রাগ কন্ট্রোল করতে শিখবে !
ধমক দিতে হবে আঈয়াজ লম্পটটাকে । শুধু ধমক না,গালে চড়ও দেওয়া উচিৎ ।

লম্পটটার কত বড় সাহস, বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে-বাচ্চা-কাচ্চা নিয়ে আলাপ করে । এসব খেলাখেলি আর আলাপের পরবর্তী ফলাফল বেশ ভাল জানা আছে লিয়ার ।

'পিডোফিলিক! ' লিয়া বিড়বিড় করল । তার আবার রাগ উঠে যাচ্ছে । এভাবে খেলার ছলে খারাপ কথা বলার সাহসটুকু কোথায় পেল? ছেলেটাকে এখন সামনে পেলে হয় । হাড় মাংস আলাদা করতে হবে ।

লিয়া আবার ডাকতে লাগল,'দিয়ানি । এদিকে আয় । ' লিয়াকে পুরো ব্যাপারটা জানতে হবে । আলাপের চেয়ে বেশি কিছু করেনি তো ? কিন্তু দিয়া আসছে না,আসবেও না ।


লিয়ার মাথায় আগুন ধরে গেছে । মেয়েদের এত রাগ ভাল না । রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছ সে,'Three Two One and One Two Three,
What the heck is bothering me? ' ফর্মুলা কোন কাজে আসছে না । শেষ কবে রাগ নিয়ন্ত্রণ করতে পেরেছিল মনে করার চেষ্টা করছে ।

***

মৌলির বিয়েতে এমদাদ ভাইয়ের সাথে দেখা । মাঝখানে প্রায় নয় বছর । লিয়াকে দেখে এমদাদ ভাইয়ের গলায় কী আহ্লাদ, 'আরে! লিয়া নাকি রে! '


লিয়ার শরীরে জ্বর আসতে লাগল হঠাৎ করেই । মাথার ভেতরে কেউ যেন ভায়োলিন বাজাচ্ছে ঝড়ের বেগে -----I wanna watch you burning !


কিন্তু বাইরে নিজেকে খুব শান্ত করে নির্মোহীভাবে লিয়া বলল, 'সন্দেহ আছে নাকি? আইডেন্টিফায়িং সাইন দেখাব? '

"সিরিয়াসলি। একদম বড় হয়ে গেছিস রে । তোকে সত্যিই চেনা যায় না । '

'তোমাদের জন্য সারাজীবন ছোটই থাকব নাকি ? আগের মত সুন্দর নেই হয়তো, তাই চিনতে পারছ না । তবে আগের মত ছোটও নেই ।' বলেই একটা অর্থপূর্ণ হাসি দিল ।
এমদাদ সেই হাসি বুঝল কি-না কে জানে । বুঝেনি । তাই বলল, ' আমাদের জন্য ? মানে কি ? 'এমদাদের চোখে মুখে বিস্ময় ।


'আরে ধুর । বাদ দাও তো । এমনি এমনি বললাম । ভুলেই তো গেলে । যাক,তোমার সাথে কিছু কথা ছিল । সময় হবে? সময় হলে চল ছাদের ওখানটায় বসি। '

শেষের দিকে তরল একটা হাসি দিল । ইচ্ছা করেই । অনেক চেষ্টায় রপ্ত করা হাসি । লিয়া জানে,কাজ হয়ে গেছে ।


'সে কি! সময় হবে না কেন? এখানে তো বেড়াতেই এসেছি । কতদিন পর দেখা বলতো? সেই বিদেশ যাওয়ার আগে দেখা, তখন তুই ফ্রক পড়া । তোর সেসব মনে নেই হয়তো...

এমদাদ ভাই তার গল্প বলতে লাগল,আমেরিকার গল্প । তার কী কী ভয়াবহ সব অভিজ্ঞতা । লিয়ার মাথায় কিছুই ঢুকল না। সে শুধু মনে মনে বলল, ফ্রক পড়া লিয়ার মনে আছে । সব মনে আছে । মনে আছে এই ভাইটা কত আদর করত তাকে,চকোলেটের আদর । সেসব কি ভুলা যায়? মাথার ভেতর I wanna watch you burning আরো জোরে বাজছে । আজ সেই দিন । স্বীকারোক্তির দিন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.