নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

ভোলাগঞ্জঃ মুগ্ধতার হাতছানি

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১


সুলতান ডাইন্স এ খেতে খেতেই প্লান হয়ে গেলো যাবো ভোলাগঞ্জ। নাম অনেক শুনলেও যাওয়ার সুযোগ হয়ে উঠছিল না, মজার কথা হলো এর আগে ২ বার প্লান করেও যাওয়া হয়নি। কিন্তু এবারে যেতেই হবে। গত ২০ সেপ্টেম্বর রাতে সিলেটের উদ্দেশে রউনা হই আমরা ১২ জন। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ এর যেই রাস্তা আছে তা বর্ণনাতীত খারাপ, যে কারনে আমরা প্লান করি আমরা ছাতক হয়ে যাবো। সকাল ৬ টায় নেমেছি সিলেট এ। পাঁচ ভাই এ সকালের নাস্তা করে আমরা সোজা সিএনজি নিয়ে রউনা হই ছাতকের পথে।

ছাতক পৌঁছে আমরা ইসা কলস ঘাট থেকে একটা নৌকা ভাড়া করে নেই,যা আমাদের ভোলাগঞ্জ ঘুরিয়ে এনে আবার ছাতক নিয়ে আসবে।

সুরমা নদি ধরে আমাদের যাত্রা শুরু, কিছুদূর যেতেই ভালো লাগতে শুরু করলো নৌ ভ্রমন টা। মাথার ঠিক উপরেই ছিলো কড়করা রোদ,তার মধ্যেও অই দূরে আবছা পাহাড় গুলো দেখতে মন্দ লাগছিলো না।


১১ টা নাগাদ আমরা পৌছাই গন্তব্য ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। এ এক অপরূপ সৌন্দর্য, দেশের খুব বেশি একটা যায়গা ঘুরিনি আমি। তবে আমার কাছে এখন পর্যন্ত শ্রেষ্ঠ গন্তব্য ভোলাগঞ্জ, তারপরেই আমি রাখবো সেইন্ট মারটিন ও টাঙ্গুয়ার হাওড় কে।


পানির নিচের সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করেছে, প্রতি বছর অন্তত একবার করে হলেও আমি এখানে যেতে চাই। পানির রং,নিচের পাথর গুলো সব এক কথায় অসাধারণ।


আমাদের সবার এতই ভালো লেগেছে যে পানিতে কোন দিক দিয়ে যে ৩ ঘন্টা সময় কেটে গেছে তার দিকে খেয়াল ই ছিলোনা। ৩ টার সময় ফিরতি পথ ধরি আমরা আবার ছাতক এর। বিকেলের গোধুলি আলো তে আরেক আলো ছায়ার খেলা দেখিয়েছে আমাদের পথের নাম না জানা কোনো এক বিল।


হয়ত স্মরণীয় একটা দিন কাটিয়েছি অপরূপ ভোলাগঞ্জ এ। :-)

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

জুন বলেছেন: ভোলাগন্জের রাস্তা দিয়ে বিছানাকান্দি গিয়েছিলাম বছর দুয়েক আগে । সেই রাস্তা দিয়ে যে একবার যাবে সে দ্বিতীয়বার যাবার কথা ভুলেও ভাববে না । সমস্ত সৌন্দর্য্য মাটি করার জন্য ঐ সড়ক যথেষ্ট ।
তবে আপনার ছবিগুলো অসাধারন ।
+

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ঘুড়তে থাকা চিল বলেছেন: এখন রাস্তার কাজ হচ্ছে,কিছুদুর পর্যন্ত ভালো ও হয়েছে শুনেছি। ১-২ বছর পর হয়ত রাস্তা তা ভালোই হবে।
ধন্যবাদ আপু।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! দুর্দান্ত ছবি ব্লগ।
দেখলেও চোখ জুড়ায়।
আপনার ক্যামেরার চোখে যেন আমিও ঘুরে এলাম

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই, একবার নিজে গিয়ে মুগ্ধ হয়ে আসবেন অবশ্যই।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

বলেছেন: ছবিগুলো অসাধারন ।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

সুমন কর বলেছেন: ছবি আর অল্প লেখায় পোস্ট ভালো হয়েছে।

* নৌকা ভাড়া কেমন নিয়েছিল?

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই। ১৯০০ টাকা নিয়েছিলো আপডাউন।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১২

চাঙ্কু বলেছেন: ছবিগুলোতো সেইরাম! মনে হচ্ছে অনেক মজা করলেন!

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই। হুম, আসলেই অনেক মজা হলো।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: আারে বাবা---
খুব সুন্দর তো !!!
আমার এখনই ছুটে যেতে ইচ্ছা করছে।

লিস্টে নামতা তুলে রাখলাম।

১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই, একবার নিজে গিয়ে মুগ্ধ হয়ে আসবেন অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.