নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

শতাব্দীর বিশুদ্ধতম সঙ্গম

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

গত শতাব্দীর প্রতিটি রজনী আমার
দীর্ঘশ্বাসে টুইটুম্বুর ছিলো। সোনা-রাঙ্গা
নক্ষত্রগগুলো মোহনীয় চলনের ছন্দ হারিয়ে ফেলেছিলো;
পূর্ণ আর অর্ধপূর্ণ চাদের মনে হয়ততেছিল আফ্রিকান কোন রমণী
ওজুদে কালি মেখে বসে আছে সাগরের কোলে।

পুরো প্রকৃতি স্থির খাড়া।
সময়ের কাটাতে জং ধরেছে।
সব কিছুই নিশ্চল খাড়া যেন কামুক শহরের
কোন এক পুরুষের শিশ্ন সঙ্গমের নেশায় খাড়া হয়ে আছে।

হঠাৎ তুমি হাসলে ;
হাসলে, ছুয়ে দিলে আর চোখ টিপে মহাকালের চুলের গোছা ধরে
কানে কানে বলে দিলে, "লিখে রাখ শালা;
শতাব্দীর বিশুদ্ধতম সঙ্গমের প্রতিটি মুহূর্তের অশুদ্ধতম ভঙ্গিমার বয়ান।"

এই বিশুদ্ধতম স্খলনের কোন উৎপাদ নেই!!!

আমাদের পূণ্যময় আলিঙ্গনে
কাল হতে কনডম নিষিদ্ধ করা হোক!
আমরা উৎপাদ চাই।
বিশুদ্ধতম উৎপাদ!


ছবি : জাহেদুর রহমান রবিন

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


কলিকাতা হার্বালের সেলসম্যান?

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

সোহানখুলনা বলেছেন: ভালোয় লাগলো

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

রেইড ইন স্কাই বলেছেন: ব্যাপুক :P

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

লা-তাহ্‌যান বলেছেন: কবিতা থেকে আমাদেরকে কি শিখাতে চাইলেন?

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: কবিতা কিচ্ছুই শিখায়না। তবে একটা সুক্ষ ম্যাসেজ পাবেন। সেটা আপনার ধ্যানধারণার উপর নির্ভর করে। বিয়ে পরবর্তী সঙ্গমের পত্ষপাতিত্ব করে লিখেছি। যেটাতে কন্ডমের প্রয়োজনীয়তা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.