নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

মরণ-নৃত্যের নেশা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

তোমার হাতটা শেষবারের মতো দাও; অন্তীম নৃত্যে মাতাবো নিজেকে।
গত পঁচিশবছরের স্মরণে মরণ-নৃত্যে পাগল হবো আমি; দাও হাত।

গত পঁচিশটা বছর ধরে কতো হাজারো স্বপ্ন আমাদের পদে দলিত
হয়েছে নির্মম ভাবে। আমরা খেয়ালই করিনি কখনো সেসব অবদমিত
স্বপ্নের মরণ কান্না আর বিলাপ; আমাদের সুখকর হাসির নীচে চাপা
পড়েছিলো তাহাদের সেইসব রক্তক্ষয়ী ইতিহাস আর কাহিনী।

আজ দেখো তারই মাশুল দিচ্ছি আমি মৃত্যুর দরোজায় দাঁড়িয়ে
সেই আজরাইলের বত্রিশদন্তবিকশিত হাসির ধাক্কা খেয়ে খেয়ে;
( যে আমাদের পায়ের নীচে সেইসব খোয়াবের মৃত্যু দেখে ভ্রু
কুঁচকেছিলো আর খোদার ফরমানের অধীর অপেক্ষায় ছিলো...)

আজ সেই মাহেন্দ্রক্ষণ তার; প্রভুর আরশ থেকে বার্তা এসে গেছে।
তোমার হাতটি দাও; মরণ-নাচের নেশাতে ধরেছে আমার সর্বাঙ্গে।
গত কয়েক বছর যাবৎ মৃত্যুকে খুব কাছ থেকে দেখছি;
যত নিকট থেকে তোমাকে অবলোকন করেছি তত কাছ থেকে।
আজরাইলের বিষাক্ত নিঃশ্বাস আমার বুকের ধুকফুকানি এখনো
বাড়িয়ে রেখেছে আমার রক্ত প্রবাহ রুখে দেয়ার অভিলাষে।

সেদিনেরই তো কথা; আমি ফুতপাতে দাঁড়িয়ে ছিলাম আর একটা
গেইল টাইপের ট্রাম এসে আমার ইঞ্চি দূরত্বের বালকটাকে পিষে
দিয়ে পালিয়েছিলো; বুকে হাত রেখে দেখো এখনো ভয়ে কাপছে
হৃদপিণ্ড। সেটি চায়লে আমার অস্তিত্বও মিথ্যে করে দিতে পারতো।
আর ঐদিনটার কথা তো তুমি জানোই; আমি যখন তোমার চঞ্চুর
গভীরে নিঃশ্বাস ছাড়ছিলাম তখন আমার আর তোমার গলার তৈরী
করা সুড়ঙ্গ দিয়েই তো ছুটে গেছিলো পাপিষ্টদের ছুড়ে মারা বুলেট;
আর সেই আলাভোলা ছেলেটার বুক জাঝরা করে রুধিরে নাইয়েছিলো
আমাদের। ক্ষণিকের জন্যে বেঁচে গেছিলাম মৃত্যুদূতের আশীর্বাদ থেকে।

যখন থেকে জানছি আর বাঁচবোনা; তখন থেকে পিপীলিকা থেকে গুগল
সব সার্চ ইঞ্জিন তন্নতন্ন করে খুঁজেছি ভালবাসার অমর কাহিনীতে শুভ সমাপ্তি।
পায়নি কোথাও; প্রত্যেকবার ব্যার্থ হয়ে লোকদেখানো বিষাক্ত হাসির জোরে
বেঁচে থাকার প্রত্যয় নিয়ে আবার খুঁজি; বারবার খুঁজি কিন্তু ইতিহাস আমার
পাছায় লাত্থি মারে আর বলে; " যাতো, বিরহ আর অপ্রাপ্তিই প্রেমের মেটা প্রাপ্তি" ।

তোমার হাতটি দাও; মরণ-নৃত্যের নেশায় ধরেছে আমার সর্বাঙ্গে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:১০

বিজন রয় বলেছেন: প্রেমের সে কি আকুতি!!

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

পূবাল হাওয়া বলেছেন: সেটি চায়লে আমার অস্তিত্বও মিথ্যে করে দিতে পারতো।
আর ঐদিনটার কথা তো তুমি জানোই; আমি যখন তোমার চঞ্চুর
গভীরে নিঃশ্বাস ছাড়ছিলাম তখন আমার আর তোমার গলার তৈরী
করা সুড়ঙ্গ দিয়েই তো ছুটে গেছিলো পাপিষ্টদের ছুড়ে মারা বুলেট;
আর সেই আলাভোলা ছেলেটার বুক জাঝরা করে রুধিরে নাইয়েছিলো
আমাদের। ক্ষণিকের জন্যে বেঁচে গেছিলাম মৃত্যুদূতের আশীর্বাদ থেকে।

ট্রামের কোন দুর্ঘটনা কিংবা কারো আত্মহত্যার কথা শুনলে ..............................!!!!!!!!!!!!!

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮

পূবাল হাওয়া বলেছেন: সেটি চায়লে আমার অস্তিত্বও মিথ্যে করে দিতে পারতো।
আর ঐদিনটার কথা তো তুমি জানোই; আমি যখন তোমার চঞ্চুর
গভীরে নিঃশ্বাস ছাড়ছিলাম তখন আমার আর তোমার গলার তৈরী
করা সুড়ঙ্গ দিয়েই তো ছুটে গেছিলো পাপিষ্টদের ছুড়ে মারা বুলেট;
আর সেই আলাভোলা ছেলেটার বুক জাঝরা করে রুধিরে নাইয়েছিলো
আমাদের। ক্ষণিকের জন্যে বেঁচে গেছিলাম মৃত্যুদূতের আশীর্বাদ থেকে।

ট্রামের কোন দুর্ঘটনা কিংবা কারো আত্মহত্যার কথা শুনলে ..............................!!!!!!!!!!!!!

০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২৩

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: আপনার মন্তব্যটা বুঝলামনা গুরু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.