নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

ইস্তাফানামা

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

দেবী ভেনাসের সাথে লড়তে লড়তে আমি নিঃশ্বেষ হচ্ছি;
গলার স্বরনালী ছিঁড়ে রক্ত পান করছি পানির প্রয়োজনে আর
আর আরো কতো কিচ্ছু করছি তোমার মনের সাথে পাল্লা দিতে;
আমি আর পারছিনা বলতে আমার ভাবনার বারান্দায় তোমাকে
অবাঞ্চিত ঘোষণা করছি। নিষিদ্ধ তুমি আমার কল্পনার নগরীতে।

আজ
আমার চোখের সমস্ত পানির অতল বিন্দু হারা;
আমার বুকের সমস্ত বিশ্বাস ভিত্তিহীন অযথা;
আমার নাসিকা রন্ধ্রে ভালবাসার সুগ্রাণ দুর্ঘন্ধে ঠাসা;
আমার হৃদয়ের উপর কালো বুটের আঘাতের দাগ ছাপা।

তোমার নাটকে অতিষ্ট আমার অঙ্গগুলোর নয়নের চারকোণা
রক্তলাল আর স্বরূপ ১৪৪ ধারা ঘোষণা দিয়েছে তোমার উপর।
তোমার রূপ আর ভালবসার অনলে পুড়ে যাওয়া চামড়া ভেদ
করে তোমার অনু প্রবেশের সংবাদে ৭ই মার্চের রেসকোর্স বনে
যাবে হৃদয় আর রক্ত হবে সাধারণ জনগণ আমার বিশ্বাস হবে জাতির পিতা।

"তুমি আমার নও; তুমি আমার কখনো ছিলেনা; তুমি আমার হবেনা কখনো "-
ইস্তফানামা তোমার নীল শাড়ীর কোণায় না বেঁধে মুখস্ত করে নাও।দ সাথে লড়তে লড়তে আমি নিঃশ্বেষ হচ্ছি;
গলার স্বরনালী ছিঁড়ে রক্ত পান করছি পানির প্রয়োজনে আর
আর আরো কতো কিচ্ছু করছি তোমার মনের সাথে পাল্লা দিতে;
আমি আর পারছিনা বলতে আমার ভাবনার বারান্দায় তোমাকে
অবাঞ্চিত ঘোষণা করছি। নিষিদ্ধ তুমি আমার কল্পনার নগরীতে।

আজ
আমার চোখের সমস্ত পানির অতল বিন্দু হারা;
আমার বুকের সমস্ত বিশ্বাস ভিত্তিহীন অযথা;
আমার নাসিকা রন্ধ্রে ভালবাসার সুগ্রাণ দুর্ঘন্ধে ঠাসা;
আমার হৃদয়ের উপর কালো বুটের আঘাতের দাগ ছাপা।

তোমার নাটকে অতিষ্ট আমার অঙ্গগুলোর নয়নের চারকোণা
রক্তলাল আর স্বরূপ ১৪৪ ধারা ঘোষণা দিয়েছে তোমার উপর।
তোমার রূপ আর ভালবসার অনলে পুড়ে যাওয়া চামড়া ভেদ
করে তোমার অনু প্রবেশের সংবাদে ৭ই মার্চের রেসকোর্স বনে
যাবে হৃদয় আর রক্ত হবে সাধারণ জনগণ আমার বিশ্বাস হবে জাতির পিতা।

"তুমি আমার নও; তুমি আমার কখনো ছিলেনা; তুমি আমার হবেনা কখনো "-
ইস্তফানামা তোমার নীল শাড়ীর কোণায় না বেঁধে মুখস্ত করে নাও।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

পূবাল হাওয়া বলেছেন: তোমার রূপ আর ভালবসার অনলে পুড়ে যাওয়া চামড়া ভেদ
করে তোমার অনু প্রবেশের সংবাদে ৭ই মার্চের রেসকোর্স বনে
যাবে হৃদয় আর রক্ত হবে সাধারণ জনগণ আমার বিশ্বাস হবে জাতির পিতা।

"তুমি আমার নও; তুমি আমার কখনো ছিলেনা; তুমি আমার হবেনা কখনো "-
ইস্তফানামা তোমার নীল শাড়ীর কোণায় না বেঁধে মুখস্ত করে নাও।

ঘোষণা হোক কঠিন ভাবে... লেখায় ভালো লাগা রেখে গেলাম।



২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার। ভীষন ভাল লাগল।

০৬ ই মে, ২০১৬ রাত ৮:৫৭

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.