নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

ফিরিয়ে নাও সব পিছুটান

১১ ই মে, ২০১৬ সকাল ১১:১৯

তল্পিতল্পা গুছিয়ে নিয়েছি;
এ নগর ছেড়ে যাবো আজ ভোর নামার আগে।

কাঁদতে পারছিনা আর;
অক্ষিকোটরে যন্ত্রণার পুঁজ জমে গেছে।
নষ্ট হয়ে যাচ্ছে হাজার বছরের স্মৃতির ধারক-বাহক হৃদয়-নগর।

ফিরিয়ে নাও সব পিছুটান আর
ফিরিয়ে দাও ভালবাসাহীন অপবিত্র জীবন।

নগরের প্রতিটি ধুলিকণা আর ইটের অনু-পরমাণুতে
অবিশ্বাসের কুদৃষ্টি পড়েছে; ( যে শহরের প্রতিটি
ধুলিকণা আমাদের বিশ্বাসের নিঃশ্বাসে হৃষ্টপুষ্ট আর
যার প্রতিটি ইট পুড়ে খাটি হয়েছিলো আমাদের অভিমানের
হৃদপিণ্ড ঘুরে আসা বিশুদ্ধ রক্তের আগুনে ) আর আজ সেই
প্রখ্যাত শহরের ভূগর্ভে অবিশ্বাসের সুপ্ত আগ্নেয়গীরী জেগে উঠেছে।

এখানে মৃত্যুর নীরব একটা আবেশী সুর তুলেছে অবিশ্বাসীরা; প্রত্যেকের
কণ্ঠনালী ছিড়ে ফর ফর করে বেড়িয়ে পড়ে অযশ্র মিথ্যা আর মিথ্যা আর
আমাদের কখনো গলত দুনিয়ার ঔরসে সন্তান জন্মানোর কথা ছিলোনা।

আমি যাচ্ছি;
তুমি আসবে?

চলো নতুবা থাকো;
আমি অপেক্ষায় আছি আর প্রতিক্ষায় থাকবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:৩৫

ব্যাক ট্রেইল বলেছেন: কবিতায় কি ব্র্যাকেটে কিছু বোঝানো হয়? তাতে সুন্দর দেখায় কি?

১১ ই মে, ২০১৬ সকাল ১১:৪৪

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: সবকিছু যে আমরা আগে দেখবো এমনতো না। দেখতে দেখতে এক সময় ভাল লাগবে। আর আমার মনে হয় এই ব্রাকেটবন্দী কথাগুলোই আমার কবিতার প্রাণ। এটা আমার পছন্দ ভাই। সব কিছুতে একটা নিজস্বতা থাকে। আর এটা আমার একটা নিজস্ব স্টাইল কবিতা লেখার। ধন্যবাদ বন্ধু।

২| ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪

ব্যাক ট্রেইল বলেছেন: হ্যাঁ, নিজস্বতা থাকতে পারে। থাকাই উচিত।
তবে পাঠক হিসেবে দেখতে ভালো লাগে নি।
শুভকামনা থাকলো। :)

১১ ই মে, ২০১৬ দুপুর ১২:১১

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: হুম। আমার সবকিছুই আপনার ভালো লাগবে এমন তো না। সরি ভাইয়া। তবে সাথে থাকবেন। আশা করি নিরাশ করবো না কারো ভালো লাগার ইচ্ছাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.