নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

নারকীয় সুখ

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৭

নক্ষত্র সব গিলে খাচ্ছে এক আকাশ অভিমান আর
অন্ধকার তার উদরে পুরে নিচ্ছে চান্দের আলোর বহর।
হে মায়ার পুরোধা, তোমার খবর কী আছে?
হাজার বছরের অান্দার নামছে আমার হৃদনগরে।

মাঝে মাঝে আমি খুঁড়ে খুঁড়ে খেতে নামি নিজেরে;
গোরখুদনি যেভাবে খুঁড়ে খায় মরা মাইনসের নষ্ট মাটি।

মায়া;
শালা মায়াময় জীবন।
সুখ;
শালা নারকীয় সুখ।

মাঝে মাঝে আমি মেতে উঠি নিজের হলকুম ছিঁড়ে নেয়ার নেশায়;
যেমনি ছিঁড়ে নিচ্ছে আজকাল নারীর সম্ভ্রমের মারপ‌্যাঁচ নেশাখোর।

চোখের গভীরে শূন্যতার এ কোন ঘোর তৈয়ার হচ্ছে?
মস্তিষ্কের প্রতি ইঞ্চিতে এ কিসের রক্তস্রোত নামছে?
নামছে এ কোন পৃথিবীর অমানিশার ঢল আমার দরোজায়?
নিকোটিনের ধোয়ার সাথে সাথে শেষ হচ্ছে কার জীবন?
মদের গন্ধে হারিয়ে যাচ্ছে এ কোন চিরচেনা মোহ?

সামটাইমস আই ওয়ানা টু কিল মাই সেল্ফ বাট আই কান্ট।
অপেক্ষায় থাকি সেই নরকীয় সুখের নেশায় চাতকের মতোন।

আমি এখন বিকারগ্রস্থ।
আমি এখন উন্মাদ রাস্তার।

ইবনে শামসের আরো কবিতা পড়তে চলে আসুন
ibnsums.wordpress.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.