নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদী

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

সোহরাব, ওঁ সোহরাব শুনছো?
ওদিকে কাণ্ড এক্কান তো হয় গেছে।
তোমার বন্ধু একটা আসছিলোনা এখানে?
হিমেল না কি যেন নাম ছিলো?
তারে পুলিশ ধরে নিয়ে গেছে আই এস সন্দেহে।

-কি বলো তুমি?
দাড়াও; দ্যাখাচ্ছি।
এইতো লগ ইন হয়ছে।
একটা পোস্ট দিয়ে নি দ্যান ইভেন্টে যাবো।

" হিমেল। আমার এক মায়ের পেটের ভাই এর মতোন আপন।
ওরে বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে যায় আর আমরা ঘরে বসে থাকি?
কোথায় আমাদের বিবেক; কুকুরের বৈকালিন খাবার হয়ে নষ্ট পানির
প্রবাহে নায়তে গেছে বুঝি? এ অন্যায় আমরা কখনো মানবো না।
আমরা প্রতিবাদ করবো। রাজপথে রক্ত ঝরাবো। কখনো মানবোনা।"

ছ হাজার লাইক আর হাজার খানেক কমেন্টের ওজনে খুলা হলো ইভেন্ট
"ব্ল্যাকআউটের নগ্নতা পুড়িয়ে জ্বালাবো পূর্ণিমার আলো: হিমেলের মুক্তি চাই"

সময় : ধল পহর থেকে গুধুলি ।
স্থান : প্রেস ক্লাব

হেই মাধবী শুনো,
কাজ শেষ। ওয়েইট এন্ড সি।
তুমি হাজার বছরের পুরোনো সেই চুমুটি দিয়ে যাও।
আহাহাহা..... সুখ... আহাহা মরি সুখে.....।

এক পট হট কফি দিয়ে যায়ো।
দরোজা টা ভেজে দিয়ে যাও।

ঘন্টা খানেক পর।
ওদিকে মানুষের পর মানুষ মরছে
আর তুমি নীল ছবির নায়িকার শরীরের মেদ মাপতেছো?
শুনেছো? তোমার সেই কলেজের প্রেমিকাটা সুইসাইড করেছে।
রাত বারোটা একত্রিশ মিনিট। সুইসাইড নোটে লিখে গেছে,
" আমার গলার রগ আমি কাটছি কিন্ত আমি খোদমর্জি করছিনা।
গত শতাব্দী থেকে অনবরত কিছু নষ্ট হাত আমার রক্ত দূষিত করছিলো
আর আমার ছায়াকে করে তুলেছে আমারি বিরোধে বিদ্রোহি তারাই খুন করছে আমাকে। "

ভালো হয়ছে, চুলোই যাক ইতি।
ছ্যাচড়া এক্কান মাইয়া ছিলো শালি।

ঘন্টা খানেক পর। কিসের ধুমধাম শব্দ হচ্ছে।
হিন্দি সিনেমার ফাইট ভেবে কোমর মাপে ব্যস্তই রয়লো।

বাঁচাও সোহরাব তুমি কৈ?"
হন্তদন্ত হয়ে কক্ষ থেকে সোহরাব
আধখোলা প‌্যান্ট ভর্তি প্রতিবাদ আর মানবতা নিয়ে বের হয়ে দ্যাখে,
কতেক ছেলে-ছোকরা দরোজা ভেঙে তার মাধবীর শাড়ি ছিঁড়ছে।

তুমি একদম টেনশন নিয়োনা প্রিয়তি।
দাড়াও আমি এখনি পোস্ট দিয়ে দিচ্ছি।
ইভেন্ট খুলে নিবো সাথে সাথে।

বলতে বলতে কামরায় ঢুকে সোহরাব। লগ ইন করে।

সোহরাব, কোথায় তুমি?
আমার তো সব শেষ সব।
কি নিয়ে বাঁচবো আমি?

প্রেয়সী, তুমি কেন চিন্তা করছো খামোখা?

"ধর্ষকের আখড়া বনেছে দেশ। আমার বিবির ইজ্জত লুট হচ্ছে।
আশে পাশে কেউ থাকলে হেল্প মী মি. । ইট্জ আর্জেন্ট।"

বউ হাক ছাড়ে, কুলাঙ্গারের বাচ্ছা তোর এখনো পোস্ট করা শেষ হয়নিরে?

এই তো শেষ ; সেড ইমোটা দিয়ে আসছি,
ওয়েইট এ সেকেন্ড। রাগ করো না গো প্রিয়তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.